বাংলাদেশে সেরা ফ্রি VPN অ্যাপ -সেরা ৭ টি অ্যাপ সম্পর্কে জানুন ২০২৫
অনলাইনে আপনার যাবতীয় তথ্য সুরক্ষিত রাখার জন্য আপনি কি বাংলাদেশে সেরা ফ্রি VPN
অ্যাপ খুঁজছেন? তাহলে চিন্তার কোন কারণ নেই, আপনি সঠিক জায়গাতেই
এসেছেন। আজকে আমরা এমন কিছু সেরা ফ্রী ভিপিএন অ্যাপ নিয়ে আলোচনা
করব...
যেটা আপনার অনলাইনে যাবতীয় তথ্যকে নিরাপত্তা দেবে। কারণ আপনি এটা
নিশ্চয়ই জানেন, ভিপিএন অনলাইনে সার্বিক দিক থেকে আমাদের নিরাপত্তা দিয়ে
থাকে। তাহলে চলুন ২০২৫ সালের সেরা ফ্রি VPN অ্যাপ গুলোর বাস্তব অভিজ্ঞতা
সম্পর্কে জেনে নিই।
পোস্ট সূচীপত্রঃ বাংলাদেশে সেরা ফ্রি VPN অ্যাপ ২০২৫
- বাংলাদেশে সেরা ফ্রি VPN অ্যাপ -৭ টি সেরা অ্যাপ
- VPN কি এবং এটি কেন দরকার
- ফ্রি VPN এবং পেইড VPN এর মধ্যে পার্থক্য কি
- গেমের জন্য সেরা VPN কোনটি
- কোন VPN অ্যাপ কোন কাজের জন্য সেরা?
- ভিপিএন ব্যবহারে কি কোন বিপদ রয়েছে
- VPN ব্যবহারে সেরা কিছু টিপস
- আপনার জন্য কোন ভিপিএন সেরা?
- বাংলাদেশে সেরা ফ্রি VPN অ্যাপ -শেষ মন্তব্য
বাংলাদেশে সেরা ফ্রি VPN অ্যাপ -৭ টি সেরা অ্যাপ
বর্তমান সময়ে শুধুমাত্র আমাদের ফেসবুক চালানোর জন্যই নয়, বরং আমাদের
প্রয়োজনীয় ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে, ভিডিও দেখতে, গেম খেলতে
কিংবা নিরাপদে ইন্টারনেট চালানোর জন্য VPN অধিক প্রয়োজনীয় অস্ত্র হিসেবে কাজ করে। কিন্তু আমাদের এটা
জানা নেই বাংলাদেশের সেরা ফ্রি ভিপিএন অ্যাপ কোন গুলো, যেটা আমাদের
প্রয়োজনে ব্যবহার করতে পারব?
তার প্রেক্ষিতে এখন আমরা আলোচনা করব বাংলাদেশের সেরা ফ্রি ৭ টি vpn apps
নিয়ে যেগুলো আপনাকে বিভিন্ন দিক থেকে নিরাপত্তা প্রদান করতে
সক্ষম। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে সেই সব ভিপিএন সম্পর্কে জেনে
নেওয়া যাক।
1. ProtonVPN
প্রোটন ভিপিএন এর বিশেষ সুবিধা হচ্ছে এখানে আনলিমিটেড ব্যান্ডউইথ
রয়েছে। অর্থাৎ এর কোনো ডেটা লিমিট নেই। পাশাপাশি এটিতে শক্তিশালী
প্রাইভেসি ফিচার রয়েছে যা আমাদের ডেটাকে অধিক নিরাপত্তা দিতে সক্ষম। এতে
কোন রকমের অ্যাড দেখায় না। যেটা আমাদের বিরক্তি থেকে মুক্তি দেয়। তবে মাঝে
মাঝে স্পীড ধীর হতে পারে কিন্তু আমাদের প্রাইভেসি দেওয়ার জন্য এটা সেরা
বলে মনে করি।
2. Windscribe VPN
এই ভিপিএন প্রতি মাসে আমাদের ১০ জিবি ফ্রি ডেটা সুবিধা দিয়ে
থাকে। এই ভিপিএন এর বেশি সুবিধা হচ্ছে, এটি ব্যবহার করে আমরা Netflix
Us খুব সহজে আনব্লক করে ভিডিও দেখতে পারবো। এই ভিপিএন এ ব্রাউজার
এক্সটেনশন আছে। তবে আমরা যারা নতুন রয়েছে তাদের জন্য এই ভিপিএন সেটআপ
দেওয়া একটু জটিল হতে পারে। কিন্তু কাজের দিক থেকে ভালো সুবিধা দিতে
পারে।
3. TunnelBear VPN
টানেলবিয়ার ভিপিএন অত্যন্ত সহজ এবং আকর্ষণীয় ইন্টারফেস হাওয়াই এটি সহজে
সকলে ব্যবহার করতে পারে। পাশাপাশি এই vpn এর অ্যানিমেটেড ডিজাইন নতুন
ব্যবহারকারী কিংবা শিশুদের আকর্ষণীয় করে তোলে। শুধু তাই নয় এই ভিপিএন
খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যায়। তবে এই ভিপিএন এ মাত্র ৫০০ এমবি ডেটা
ফ্রি পাওয়া যায় প্রতি মাসে। তাই সাধারণ কাজের জন্য এটা ব্যবহার করা যেতে
পারে।
4. Hide.me VPN
হাইড মি ভিপিএন এ আপনি ১০ জিবি ফ্রি ডেটা প্রতিমাসে ব্যবহার করতে
পারবেন। পাশাপাশি এই ভিপিএন এ স্পিড ভালো দেয় এবং অ্যাড ফি অভিজ্ঞতা
রয়েছে। যেটা আমাদেরকে বিশেষ সুবিধা প্রদান করে। তবে এখানে কিছু কিছু
ফিচার রয়েছে যেগুলো শুধুমাত্র পেইড মেম্বার ব্যবহার করতে পারবে।আমাদের সাধারণ
কাজের জন্য স্পিড ভালো ভিপিএন হিসেবে এটি ব্যবহার করা যেতে পারে।
5. Psiphon VPN
সাইফন ভিপিএন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী দিক হলো এটি খুব সহজে
সেন্সরড ওয়েবসাইট খুঁজে বের করে আনব্লক করে। আর এ ভিপিএন খুব সহজে আমরা
কানেক্ট করতে পারি। আমরা যারা সাধারন ইউজার তারা গুগল প্লে তে খুব সহজে এই
ভিপিএন পেয়ে যাব। তবে এই ভিপিএন এ মাঝে মাঝে স্পিড কম হতে পারে কিংবা
অ্যাড দেখাতে পারে।
6. Speedify VPN
প্রতিটি vpn এর মত স্পিডিফাই ভিপিএন এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ভিপিএন অন
রেখে মোবাইল ডাটা এবং ওয়াইফাই একসাথে চালানো সম্ভব। পাশাপাশি আমরা যারা
লাইভ ভিডিও করি তাদের জন্য এটি সেরা ভিপিএন। আর এই ভিপিএন ইউজার ফ্রেন্ডলি
হয় খুব সহজে এটি ব্যবহার করা যায়। তবে এখানে সীমিত সার্ভার অপশন
রয়েছে। কিন্তু আমাদের সামান্য কাজের এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
বলে মনে করি।
7. Atlas VPN
আমরা গুগলে এসে গেম খেলার জন্য ভালো ভিপিএন সার্চ করে থাকি। আর এই
Atlas ভিপিএন আমাদের সহজে এবং ভালোভাবে গেম খেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে। কেননা এটির স্পিড ভালো পাওয়া যায় এবং এটি ব্যবহার বান্ধব
ভিপিএন। তবে মাঝে মাঝে এখানে নেট কানেকশন সমস্যা দেখা দিতে পারে। কিন্তু
গেমিং এর জন্য এটা পারফেক্ট বলে মনে করি।
VPN কি এবং এটি কেন দরকার
VPN আমরা অনেকে ব্যবহার করি বা
করতে চাই কিন্তু VPN কি? এটা কি আমরা জানি? হয়তো তেমনভাবে জানিনা।
VPN হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যেটা আমাদের ইন্টারনেট কানেকশন নিরাপদ
রাখার পাশাপাশি আমাদের লোকেশন এবং অনলাইন বিষয়ে যাবতীয় গোপনীয়তা
রক্ষা করে থাকে। অর্থাৎ আমাদের অনলাইন রিলেটেড
যাবতীয় গোপনীয়তা রক্ষা করতে এটি অক্সিজেনের মতো কাজ করে। তাহলে এবার আপনি
নিশ্চয়ই বুঝতে পারছেন এটি আমাদের জন্য কেন দরকার? হ্যাঁ, অনলাইনে
এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো আমাদের আইপি এড্রেস সহ আরো বিভিন্ন
রকমের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যায়। আর এই সমস্ত ইনফরমেশন
গুলো গোপন রাখতেই VPN গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এসবের পাশাপাশি ভিপিএন আরও বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে। যেমন আপনি যদি পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার তথ্য
চুরি হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি সেখানে ভিপিএন ব্যবহার করেন তাহলে
আপনার তথ্য চুরি হওয়া থেকে রক্ষা পাবে। এক কথায় বলা যায় আমাদের
যাবতীয় গোপনীয়তা রক্ষা করতে অনলাইনে ভিপিএন খুবই গুরুত্বপূর্ণ একটি
টুল।
ফ্রি VPN এবং পেইড VPN এর মধ্যে পার্থক্য কি
বাংলাদেশে সেরা ফ্রি VPN অ্যাপ সম্পর্কে জানার পরে আপনার মনে এই ভাবনা আসতে
পারে, ফ্রি VPN এ এতো সুবিধা থাকতে পেইড ভিপিএন কেন ব্যবহার
করব? উত্তরে আমরা বলবো ফ্রি ভিপিএন এ আপনি অনেক সুবিধা পেলেও পেইড
ভিপিএন ও ফ্রি ভিপিএন এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। চলুন নিচের টেবিল
থেকে দুই ভিপিএন এর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা জেনে নিই।
নির্দিষ্ট বিষয় | ফ্রি VPN | পেইড VPN |
---|---|---|
দাম | এটা একদম ফ্রি | মাসিক/বাৎসরিক খরচ দিতে হয় |
ডেটা সিমা | ফ্রি ৫০০ এমবি- ১০ জিবি মাস | আনলিমিটেড ডেটা আছে |
VPN স্পিড | ধীর হতে পারে | প্রচুর গতি ও স্থিতিশীল |
সার্ভার সংখ্যা | নির্দিষ্ট কিছু রয়েছে | আনলিমিটেড রয়েছে |
নিরাপত্তা | হালকা নিরাপত্তা | শক্তিশালী নিরাপত্তা |
লোকেশন হাইড | সবসময় নির্ভরযোগ্য না | নির্ভরযোগ্য ও নির্ভুল লোকেশন |
বিজ্ঞাপন | কিছু কিছু অ্যাপ এ থাকে | কোন বিজ্ঞাপন নাই |
স্ট্রিমিং সাপোর্ট | netflix/you tube আনব্লক নাও করতে পারে | সবকিছু সহজে উনব্লক করে দেয় |
গ্রাহক সহায়তা | সিমিত বা নাও থাকতে পারে | লাইভ সাপোর্ট ও ইমেইল সহযোগিতা আছে |
গেমের জন্য সেরা VPN কোনটি
বর্তমান সময়ে অনলাইনে ফ্রি ফায়ার ও পাবজি সহ বেশ কিছু গেম রয়েছে যেগুলো
খেলতে vpn কানেক্ট করা লাগে। যেন খেলার সময় ভালো স্পিড পাই এবং
এর নিরাপত্তা বজায় থাকে। তবে গেমিং এর জন্য কয়েকটি সেরা ভিপিএন
রয়েছে, যেগুলো স্পিড ও নিরাপত্তা বজায় রাখে। চলুন ওইসব ভিপিএন
সম্পর্কে জেনে নিই।
1. ExpressVPN
গেমিং জগতে গিয়ে ভারতের জন্য এক্সপ্রেস vpn সবচেয়ে সেরা এবং
অন্যতম। কেননা এটি আমাদের গেম খেলায় দারুন লো-পিং ও ভালো স্পিড
এনে দেয়। যেটা গেমিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে। পাশাপাশি এই ভিপিএন গেমারদের গোপনীয়তা রক্ষা করে
থাকে। বিধায় বলা যায় এটা আমাদের গেমিং এর জন্য সেরা একটি VPN।
2. NorbVPN
এই ভিপিএনটি অধিকাংশ গেমাররাই চিনে। কেননা এটি শুধুমাত্র গেমিং
এবং স্ট্রিমিং এর জন্যই তৈরি করা হয়েছে। এই ভিপিএন ব্যবহার করে গেমিং
জগতে আমরা যেমন নিরাপত্তার সাথে থাকতে পারি ঠিক তেমনি গেমিং এর সময়
এটি লো পিং রেট দিয়ে থাকে। এই ভিপিএন এর আরেকটি গুরুত্বপূর্ণ দি হচ্ছে
এটি ব্যবহার করে আমরা বিভিন্ন গেমিং সার্ভারে সহজে প্রবেশ করতে পারি।
আরো পড়ুনঃ ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় জেনে নিন
এসবের প্রেক্ষিতে বলা যায় উপরোক্ত দুইটি vpn আমাদের গেমিং এর জন্য খুবই
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা ভালোভাবে গেম খেলার জন্য লো পিং
ও দ্রুত কানেকশন হওয়া খুব জরুরী।যেগুলো আমরা উপরোক্ত ভিপিএন গুলো
ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই পেয়ে থাকি।
VPN অ্যাপ কোন কাজের জন্য সেরা
বাংলাদেশে অসংখ্য ফ্রি VPN অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা অনলাইনে
বিভিন্ন রকমের কাজ সম্পন্ন করে থাকি। কেননা এ সমস্ত ভিপিএন আমাদের সার্বিক
দিক থেকে নিরাপত্তা প্রদান করে এবং কার্যকরী ভূমিকা পালন করে। তবে
কোন vpn app কোন কাজের জন্য সেরা এটা আমাদের সঠিকভাবে জানা নেই। তাই চলুন
নিচের পয়েন্টগুলো পড়ে সে সম্পর্কে ভালোভাবে জেনে নিই।
- ভিডিও দেখার জন্যঃ ExpressVPN, NordVPN, CyberGhost নামে বেশ কিছু VPN রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা you tube/Netflix ইত্তাদির মতো জায়গায় গিয়ে কনটেন্ট আনব্লক করে ফ্রিতে ভিডিও দেখতে পারি। কেননা এই সকল ভিপিএন অ্যাপ গুলোর বিশাল সার্ভার নেটওয়ার্ক রয়েছে।
- অনলাইনে গেম খেলার জন্যঃ উপরে যে তিনটা ভিপিএন নিয়ে আলোচনা করা হলো এই ভিপিএন গুলো ব্যবহার করে শুধুমাত্র ভিডিও দেখা যাবে এমনটি নয়, বরং এর প্রত্যেকটি VPN দ্বারা আমরা খুব সহজে অনলাইনে গেম খেলতে পারবো এবং এ সকল vpn অনেক ভালো স্পিড এনে সক্ষম।
- অনলাইনে নিরাপত্তা দেওয়াঃ অনলাইনে আমাদের যাবতীয় তথ্য বা গোপনীয় ইনফরমেশন নিরাপত্তা দেওয়ার জন্য বেশ কিছু vpn রয়েছে। বিশেষ করে Proton VPN, Nord VPN, Surfshark এ সকল vpn গুলো অনলাইনে আমাদের গোপনীয়তা নিশ্চিত করে থাকে। পাশাপাশি আমাদের কোন কিছু হ্যাক হওয়া থেকে এ সকল Vpn সেটি রক্ষা করতে সক্ষম।
- কোন ফাইল শেয়ার করার জন্যঃ অনেক ক্ষেত্রে আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কোন ফাইল বিশেষ করে পিয়ার টু পিয়ার ফাইল শেয়ারিং করে থাকি। সেক্ষেত্রে Private Internet Access, NordVPN ইত্যাদি খুব দ্রুত এবং নিরাপত্তা সহিত ফাইল শেয়ার করে থাকে।
- একাধিক ডিভাইসে ব্যবহারঃ অনেক সময় আমরা ল্যাপটপ মোবাইল ফোন কিংবা ট্যাবলেট এর মত একাধিক ডিভাইসে একই vpn ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে NordVPN, CyberGhost এই সকল ভিপিএন অ্যাপ গুলো আমাদের জন্য উপযুক্ত হবে বলে মনে করি। কেননা এই সকল vpn এ অসংখ্য ডিভাইস একসাথে কানেক্ট করা যায়।
ভিপিএন ব্যবহারে কি কোন বিপদ রয়েছে
ভিপিএন অনলাইনে আমাদের যাবতীয় ডেটাকে গোপন রাখতে সাহায্য করে এটা
সত্য। তবে এই VPN ব্যবহারের ফলে কোন বিপদ রয়েছে কিনা এ প্রশ্ন
অনেকের মনেই জাগে। আর সে বিষয়টাই এখন আমরা ক্লিয়ার করব। শুরুতেই
বলে দিই ভিপিএন ব্যবহারে কিছু বিপদ বা ঝুঁকি রয়েছে। যেগুলো আমাদের
এড়িয়ে চলা উচিত। চলুন সেগুলো নিচে জেনে নিই।
- ফ্রি কিছু VPN ব্যবহারে একটি বিশেষ সমস্যা হলো অপেক্ষাকৃত ধীর স্পিড। অর্থাৎ আপনার ইন্টারনেট কানেকশন যদি স্লো হয়ে যায় তাহলে ভিপিএন এর স্পিড কমে যেতে পারে। কেননা ফ্রি ভিপিএন এর সার্ভারগুলি বেশিরভাগ সময় ওভারলোডেড থাকতে পারে। যার ফলে এর স্পিড কম দেয়।
- আপনি যদি এই সমস্যা দূর করতে চান তাহলে দ্রুত স্পিড VPN কিংবা পেইড ভিপিএন ব্যবহার করতে পারেন। যদি এমনটা নাও করেন তাহলে আপনার পূর্বের vpn সার্ভার এর অবস্থান পরিবর্তন করে দেখতে পারেন এতে করে স্পিড বাড়তে পারে।
- কিছু কিছু ফ্রি ভিপিএন রয়েছে যেগুলো অনেক সময় আমাদের তথ্য সংগ্রহ করে রাখে এবং সেগুলো বিক্রি কিংবা শেয়ার করতে পারে অন্য কোম্পানির সাথে। যার ফলে আমাদের গোপনীয়তা বজায় থাকেনা। তাই আমাদের শেয়ার করা উপরোক্ত ভিপিএন গুলো ব্যবহার করতে পারেন। এতে করে কোন রকমের সমস্যা হবার সম্ভাবনা নাই বললেই চলে।
- সব ভিপিএন কিন্তু এক মানের না এটা আমরা সকলেই জানি। তাই কিছু কিছু ফ্রি ভিপিএন অ্যাপের বিশ্বস্ততা ও কাস্টমার সাপোর্ট কিছুটা দুর্বল হতে পারে সে ক্ষেত্রে আপনাকে সামলে নিতে হবে।সেক্ষেত্রে আপনার যদি কোন রকমের সমস্যা হয় তাহলে ওইসব ভিপিএন কাস্টমার সাপোর্ট থেকে সমাধান পেতে অনেক দেরি হতে পারে।
VPN ব্যবহারে সেরা কিছু টিপস
আমরা ইতোমধ্যে প্রায় সকলেই জেনে গেছি যে ভিপিএন এই অনলাইন জগতে আমাদের সমস্ত
ডাটা গোপন রাখে, যার ফলে আমাদের ব্যক্তিগত তথ্য চুরির কোন ভয় থাকেনা। তবে
আমরা যদি VPN ব্যবহারের সেরা কিছু টিপস সম্পর্কে জানি তাহলে কেমন হয়? অবশ্যই
এটা আমাদের জন্য অনেক কার্যকরী হবে। তবে চলুন আর দেরি না করে জেনে
নিই।
- সবসময়ের জন্য বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ভিপিএন ব্যবহার করুন। যেগুলো উপরে আলোচনা করা হয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন।
- বিশেষ করে ExpressVPN, NordVPN, ProtonVPN আপনি চাইলে ব্যবহার করতে পারেন। কেননা আমাদের জানামতে এই সকল ভিপিএন এর গোপনীয়তা নীতিমালা অনেক শক্তিশালী হতে পারে।
- আপনি যদি ফ্রি ভিপিএন এ দ্রুত এবং ভালো স্পিড পেতে চান তাহলে আপনার নিকটস্থ VPN সার্ভার ব্যবহার করতে পারেন। কেননা দূরের সার্ভারের চাইতে নিকটস্থ সার্ভার ভালো স্পিড দিতে পারে।
- আপনি কোন কাজে ভিপিএন ব্যবহার করবেন এটা নির্বাচন করুন। গেমের জন্য কিংবা কোন ডেটা নিরাপদে রাখার জন্য এর উপযুক্ত ভিপিএন বেছে নিন এবং ব্যবহার করুন।
- হুট করে যদি ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে খেয়াল রাখবেন আপনার আইপি অ্যাড্রেস যেন কোনোভাবে লিক না হয়। তার জন্য আপনাকে ভিপিএন এর Kill Switch ফিচারটি সক্রিয় রাখতে হবে।
- আপনি যদি পারেন তাহলে একটি বিশেষজ্ঞ vpn দ্বারাই আপনার সমস্ত ডিভাইস একসাথে সক্রিয় রাখতে পারেন। এতে করে আপনার গোপনীয়তা আরো বেশি নিরাপত্তা পেতে পারে।
- আপনি যেই ভিপিএন ব্যবহার করবেন সেটা প্রতিনিয়ত আপডেট দিতে পারেন। এতে করে কোন সমস্যা থাকলে সেটা দূর হয়ে যেতে পারে।
- যখন আপনার ভিপিএন প্রয়োজন হবে শুধু তখনই এটি চালু রাখার চেষ্টা করুন। ভিপিএন চালু থাকা অবস্থায় কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে প্রবেশ করতে সমস্যা হয় এবং ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তাই এজন্য আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন।
আপনার জন্য কোন ভিপিএন সেরা?
আশা করি আপনি বাংলাদেশে সেরা ফ্রি VPN অ্যাপ সম্পর্কে অনেক ভালো ধারণা পেয়েছেন। এখন আপনি কি বলতে
পারেন আপনার জন্য কোন ভিপিএন সবচেয়ে সেরা? এর জন্য যদি আপনি নিশ্চিত হতে
না পারেন তবে সমস্যা নেই। কেননা এখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে আপনার
জন্য আসলে কোন vpn সেরা। তবে চলুন সেটা জেনে নেওয়া যাক।
শুরুতে একটা কথা বলে দিই, সব ভিপিএন কিন্তু আপনার জন্য উপযুক্ত
না। কেননা আপনার চাহিদার ওপরে নির্ভর করে কিছু ভিপিএন আছে, আর আপনি
যদি সেসব ব্যবহার না করে অন্যগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা
দিতে পারে। কিভাবে আপনি বুঝবেন কোন ভিপিএন আপনার জন্য সেরা?
আপনি যদি অনলাইনে ব্রাউজিং কিংবা আপনার সিকিউরিটি বজায় রাখতে চান সে ক্ষেত্রে
ProtonVPN, SurfShark এই দুইটা VPN ব্যবহার করতে পারেন। কেননা এসব ভিপিএন আমাদের ভালো গোপনীয়তা ও
নিরাপত্তা দিয়ে সাহায্য করে।
আবার আপনি যদি অনলাইনে কোন ফাইল ডাউনলোড না করে সরাসরি আনব্লক করে এর
ভিডিও কিংবা অডিও দেখতে চান (যেমন Netflix, you tube) তাহলে আপনার জন্য
সেরা ভিপিএন গুলো হচ্ছে ExpressVPN, NOrdVPN । এই দুইটা
ভিপিএন ব্যবহার করে আপনি সহজেই কোন কিছু আনব্ল্কিং করতে পারবেন।
গেম খেলায় যদি আপনার মূল উদ্দেশ্য হয় তবে এর জন্য সেরা কয়েকটি ভিপিএন
রয়েছে। কেননা গেম খেলার জন্য প্রয়োজন লো পিং ও দ্রুত
কালেকশন। যেগুলো আপনি এসব ভিপিএন থেকে পেয়ে যাবেন। VPN গুলো হচ্ছে, CyberGhost, ExpressVPN ।
এছাড়াও আমরা একজন আরেকজনের সাথে বিভিন্ন রকমের ফাইল শেয়ার করি। আর ফাইল
শেয়ার করার জন্য যে ভিপিএন আমাদের নিরাপত্তা দিতে পারে সেটা হচ্ছে NOrdVPN। তাই আপনি চাইলে শেয়ারিং এর সময় এই vpn ব্যবহার করতে পারেন।
বাংলাদেশে সেরা ফ্রি VPN অ্যাপ -শেষ মন্তব্য
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা বাংলাদেশে সেরা ফ্রি VPN অ্যাপ সম্পর্কে খুব সুন্দর ভাবে আলোচনা করেছি। শুধু তাই
নয়, কোন vpn আপনার জন্য সেরা ভূমিকা পালন করবে সেটাও খুব সুন্দর ভাবে
জানিয়ে দিয়েছি। আপনি যদি আজকের আর্টিকেল বুঝে ভিপিএন ব্যবহার করতে পারেন
আশা করি কখনো আপনাকে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।
আপনি চাইলে এ সকল গুরুত্বপূর্ণ ভিপিএন আপনার পরিচিত বন্ধু কিংবা কারো সাথে
শেয়ার করতে পারেন যেন তারাও উপকৃত হয়। আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের
গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইট ভালো করে পাশে
থাকুন। এখানে আপনি প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল পেয়ে
যাবেন।
হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url