রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ও ভাড়া কত ২০২৫
প্রিয় পাঠক, আপনি যদি রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ও এর ভাড়া সম্পর্কে
জানতে চান তাহলে আজকের আর্টিকেল আপনার জন্যই। আজকে আমরা আপডেট সময়সূচী ও এর
ভাড়া সম্পর্কে আলোচনা করবো।
ঈদের ছুটি কিংবা কোন বিশেষ প্রয়োজনে আমরা ট্রেনে চড়ে রাজশাহী টু
ঈশ্বরদী কিংবা ঈশ্বরদী থেকে রাজশাহী যাওয়া-আসা করি। কিন্তু ট্রেনের
সঠিক সময়সূচী সম্পর্কে আমাদের ধারণা না থাকার ফলে আমরা হিমসিম খেয়ে
যাই। তবে চলুন রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সঠিক সময়সূচী সহজে জেনে নেওয়া
যাক।
পোস্ট সূচিপত্রঃ রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ও ভাড়া কত
- রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী
- রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের ভাড়া কত
- রাজশাহী টু ঈশ্বরদী কত কিলোমিটার
- রাজশাহী টু ঈশ্বরদী আরামদায়ক ট্রেন ভ্রমনের টিপস
- রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের টিকিট কাটতে কোনসব কাগজ লাগে
- রাজশাহী টু ঈশ্বরদী বাস ভাড়া কত
- রাজশাহী তো ঈশ্বরদী সম্পর্কে জিজ্ঞাসা প্রশ্ন ও উত্তর
- আমাদের মন্তব্য
রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী
রাজশাহী থেকে ঈশ্বরদী অসংখ্য যাত্রী যাওয়া-আসা করায় এই রুটে বেশ কয়েকটি
ট্রেন চলে। আর এটা আপনার যাত্রা কে আরো সহজ করে তুলতে পারে। কেননা এইরুটে
ট্রেন ভ্রমণ অনেক আরামদায়ক হয়ে থাকে। তাই আপনার সুবিধার্থে এখন জানাবো
রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সঠিক সময়সূচী সম্পর্কে। নিচে টেবিল থেকে
রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী জানুন।
ট্রেনের নাম | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পোঁছার সময় | যেদিন বন্ধ থাকে |
---|---|---|---|
মধুমতি এক্সপ্রেস | সকাল ৬ঃ৪০ মিনিট | সকাল ৭ঃ৪০ মিনিট | বৃহস্পতিবার |
সাগরদাঁড়ি এক্সপ্রেস | সকাল ৬ঃ০০ মিনিট | সকাল ৭ঃ১০ মিনিট | সোমবার |
কপোতাক্ষ এক্সপ্রেস | দুপুর ২ঃ৩০ মিনিট | বিকাল ৩ঃ৩০ মিনিট | শুক্রবার |
টুঙ্গিপাড়া এক্সপ্রেস | বিকাল ৩ঃ৩০ মিনিট | বিকাল ৪ঃ৩০ মিনিট | সোমবার |
রাজশাহী কমিউটার | সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট | রাত ৮ঃ১০ মিনিট | সোমবার |
সিল্কসিটি এক্সপ্রেস | সকাল ৭ঃ৪০ মিনিট | সকাল ৮ঃ৩৬ মিনিট | রবিবার |
পদ্মা এক্সপ্রেস | বিকাল ৪ঃ০০ মিনিট | বিকাল ৫ঃ০৭ মিনিট | মঙ্গলবার |
ঢালারচর এক্সপ্রেস | বিকাল ৫ঃ০০ মিনিট | সন্ধ্যা ৬ঃ২৫ মিনিট | মঙ্গলবার |
রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের ভাড়া কত
রাজশাহী টু ঈশ্বরদী রুটে প্রায় কয়েক রকম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী আমরা
জেনেছি। তবে এর পাশাপাশি আমাদের এসব এক্সপ্রেস ট্রেনের ভাড়া জানতে হবে যেটা
সাধারণত আসনের উপর নির্ধারিত হয়। আর রাজশাহী থেকে ঈশ্বরদী যাওয়ার জন্য অবশ্যই
এর প্রতিটি সিটের ভাড়া আমাদের জানা উচিত যেটা আমরা এখন নিচের টেবিল থেকে জানতে
পারবো।
সিটের ধরণ | টিকিটের মূল্য |
---|---|
শোভন | ৬০ টাকা |
শোভন চেয়ার | ৭৫ টাকা |
প্রথম শ্রেণী চেয়ার | ১১০ টাকা |
স্নিগ্ধা | ১৩৮ টাকা |
লোকাল | ৪০ টাকা |
রাজশাহী টু ঈশ্বরদী কত কিলোমিটার
রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী জানার পাশাপাশি আমাদের এটা জানা উচিত
রাজশাহী থেকে ঈশ্বরদী মোট কত কিলোমিটার। আমরা যদি রেলপথে রাজশাহী টু
ঈশ্বরদী এর সরাসরি দূরত্ব হিসাব করি তাহলে এটি মোট
৪৫ কিলোমিটার। আবার সড়ক পথে যদি আমরা এর দূরত্ব হিসেব করি তাহলে এটি
মোট ৬০ কিলোমিটার এর মতো হতে পারে। তবে
সড়ক এবং এর রুটের উপর নির্ভর করে দূরত্ব কিছুটা কম বেশি হতে পারে। ঠিক
তেমনি আমরা যদি সরাসরি বা বিমান পথে রাজশাহী টু ঈশ্বরদী এর দূরত্ব হিসেব করি
তাহলে এটি মোট ৪৫ কিলোমিটার এর মতো হতে পারে। সব মিলিয়ে এটি মোট ৪৫-৬০
কিলোমিটার।
রাজশাহী টু ঈশ্বরদী আরামদায়ক ট্রেন ভ্রমনের টিপস
রাজশাহী থেকে ঈশ্বরদী এর দূরত্ব কিছুটা কম হলেও আরামদায়ক ভ্রমণের জন্য আমাদের
কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। যে পদক্ষেপ গুলোর মাধ্যমে আমরা শান্তিতে এবং
চিন্তামুক্তভাবে ভ্রমণ করতে পারব। চলুন বেশি কথা না বাড়িয়ে নিচে
বিস্তারিত জানি রাজশাহী টু ঈশ্বরদী আরামদায়ক ট্রেন ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ
কিছু টিপস সম্পর্কে।
- ভ্রমণের জন্য সর্ব প্রথমে আপনাকে সঠিক ট্রেন নির্বাচন করতে হবে। তার জন্য আপনি পদ্মা এক্সপ্রেস বা কপোতাক্ষ এক্সপ্রেস এর মত ট্রেন বেছে নিতে পারে যা আপনার ভ্রমণকে দ্রুতগামী এবং আরামদায়ক করে তুলতে পারে।
- ট্রেনে আরামদায়ক ভ্রমণের জন্য আরামদায়ক সিট নির্বাচন করা জরুরী। তাই শোভন চেয়ার, এসি সিট বা প্রথম শ্রেণী চেয়ার বেছে নিন এবং আপনার যাত্রা শান্তিময় করে তুলুন।
- আপনি রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনে করে আসার ৪-৫ দিন পূর্বে টিকিট সংগ্রহ করার চেষ্টা করুন। কেননা এতে করে পরবর্তীতে আপনার ঝামেলা কমবে এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন।
- ট্রেনের সঠিক সময়সূচী সম্পর্কে জেনে নিন এবং সঠিক সময়ের মধ্যে স্টেশনে উপস্থিত থাকুন। সেক্ষেত্রে ট্রেন ছাড়ার কমপক্ষে ৩০ মিনিটের মধ্যে স্টেশনে উপস্থিত হতে পারেন।
- বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পানির বোতল, বই, হালকা খাবার ইত্যাদি সাথে রাখুন।বিশেষ প্রয়োজনে কিংবা বোরিং লাগলে এগুলো ব্যবহার করতে পারেন।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবসময়ের জন্য নিরাপদ এবং সতর্ক থাকুন। কোন রকমের অপরিচিত ব্যক্তিদের সাথে তেমন ভাব জমাবেন না কিংবা কেউ কোন কিছু খেতে দিলে খাবেন না।
রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের টিকিট কাটতে কোনসব কাগজ লাগে
বর্তমান সময়ে ট্রেনের টিকিট কাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। কেননা
আগের মত আমাদের আর স্টেশনে গিয়ে টিকিট কাটা লাগেনা বরং এখন অনলাইনে মাধ্যমে
এটা সম্ভব হচ্ছে।
কিন্তু অনলাইনে হোক কিংবা অফলাইনে হোক ট্রেনের টিকিট কাটার জন্য বিশেষ কিছু
কাগজপত্রের প্রয়োজন যেটা আমাদের অনেকেরই অজানা। তবে চলুন এক কথায় সেগুলো
জেনে নিই।
- আপনার জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হবে।
- যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারা জন্ম নিবন্ধন নাম্বার ব্যবহার করতে পারেন। বিশেষ করে এটা শিশুদের জন্য যাদের বয়স ১৮ এর নিচে।
- অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার নিবন্ধন করতে হবে।
- এরপরে অনলাইন পেমেন্টের জন্য আপনি বিকাশ বা নগদ কিংবা যে কোন কিছু ব্যবহার করতে পারেন।
- এরপরে সেখান থেকে সরাসরি টিকিট ডাউনলোড কিংবা সেটা প্রিন্টিং করে বের করে নিতে পারেন।তবে অবশ্যই টিকিটটি খুব সতর্কতার সাথে রাখতে হবে।
রাজশাহী টু ঈশ্বরদী বাস ভাড়া কত
রাজশাহী থেকে ঈশ্বরদী আমরা যদি বাসে করে যেতে চাই তাহলে এটি আমাদের জন্য একটি
সাশ্রয়ী বিকল্প হতে পারে। তবে এই রুটে সরাসরি ভাবে বাস সার্ভিস কম
থাকে। তবে আমরা চাইলে স্থানীয় পরিবর্তন কিংবা অন্যান্য রুট ধরে
সহজে গন্তব্য স্থলে পৌঁছাতে পারি। সে ক্ষেত্রে,
রাজশাহী টু ঈশ্বরদী বাস ভাড়া সাধারণত ১০০-১৫০ টাকার মতো হতে
পারে। কেননা এর ভাড়া পরিমাণ রাজশাহী থেকে পাবনার এই রুটের ভাড়ার উপর
বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে। তবে এর সুনির্দিষ্ট ভাড়া জানতে হলে
আমাদের স্থানীয় বাস কাউন্টার থেকে জেনে নেওয়াই উচিত হবে বলে মনে করি।
রাজশাহী টু ঈশ্বরদী সম্পর্কে জিজ্ঞাসা প্রশ্ন ও উত্তর
আমাদের অনেকের মনে রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী জানার পরেও আরো কিছু
প্রশ্ন থেকে যায় যেটা আমরা সহজে জানতে পারি না। তাই আপনাদের সুবিধার্থে
আজকে রাজশাহী টু ঈশ্বরকে এর বেশ কিছু জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর এখন
জানাবো। তবে চলুন নিচে জেনে নিই।
প্রশ্নঃ রাজশাহী থেকে ঈশ্বরদী যাওয়ার পথে মোট কতটি স্টেশন
রয়েছে?
উত্তরঃ রাজশাহী টু ঈশ্বরদী যেতে সাধারণত ২-৩ টি স্টেশনের সম্মুখীন
হতে হয়। তবে ট্রেন ভেদে এটি ভিন্ন হতে পারে।
প্রশ্নঃ রাজশাহী টু ঈশ্বরদী এই রুটে ট্রেন কি প্রতিদিন চলে?
উত্তরঃ হুম। প্রায় কয়েক রকমের এক্সপ্রেস এবং লোকাল ট্রেন প্রতিদিনই
যাওয়া-আসা করে।
প্রশ্নঃ রাজশাহী থেকে ঈশ্বরদী ট্রেনের টিকেট অনলাইনে কিভাবে কাটবো?
উত্তরঃ অনলাইনে eticket.railway.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের টিকেট
কাটতে পারবেন।
প্রশ্নঃ রাজশাহী টু ঈশ্বরদী রাতের কোনো ট্রেন কি রয়েছে?
উত্তরঃ হ্যাঁ, রাজশাহী টু ঈশ্বরদী রাতের জন্য পদ্মা এক্সপ্রেস চলাচল
করে।
প্রশ্নঃ রাজশাহী টু ঈশ্বরদী কোন ট্রেন সবচেয়ে দ্রুত পৌঁছাতে
পারে?
উত্তরঃ রাজশাহী টু ঈশ্বরদী সবচেয়ে দ্রুত পৌঁছায় পর্দা এক্সপ্রেস এবং
সিল্কসিটি এক্সপ্রেস। যার মাধ্যমে আপনি কম সময়ে আপনার গন্তব্যস্থলে
পৌঁছাতে পারবেন।
প্রশ্নঃ রাজশাহী টু ঈশ্বরদী শিশুদের জন্য ট্রেনের ভাড়া কত টাকা?
উত্তরঃ যেসব শিশুদের বয়স ৩ বছরের কম তাদের জন্য এর টিকিট ফ্রি। আর
যাদের বয়স ৩-১২ বছরের মধ্যে তাদের জন্য ৫০% ছাড়ে টিকিট পাওয়া
যায়।
প্রশ্নঃ রাজশাহী থেকে ঈশ্বরদী যাওয়ার জন্য বাস কোথা থেকে ছাড়ে?
উত্তরঃ নওদাপাড়া বাস স্ট্যান্ড এবং শিরোইল বাসস্ট্যান্ড থেকে আপনি লোকাল
বাসে করে যেতে পারবেন।
প্রশ্নঃ রাজশাহী থেকে ঈশ্বরকে যাওয়ার জন্য সবচেয়ে ভালো বিকল্প মাধ্যম
কোনটি?
উত্তরঃ রাজশাহী টু ঈশ্বরদী যাওয়ার জন্য সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে
ট্রেন। যার মাধ্যমে সুবিধা জনক এবং আরামদায়ক ভ্রমণ করা যায়।
আমাদের মন্তব্য
প্রিয় পাঠক, আজকের আর্টিকেল থেকে আপনি রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সঠিক
সময়সূচী এবং এর ভাড়া সম্পর্কে আপডেট তথ্য খুব সুন্দরভাবে জানলেন। এর
পাশাপাশি আপনি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলেন যা আপনার ভ্রমণকে
সুন্দর এবং শান্তিময় করে তুলতে পারে। তবে আপনি যদি
উপরোক্ত বিষয়গুলো ভালোভাবে আমলে না নেন তবে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন
হতে পারে।এক্ষেত্রে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে। আপনি যদি নিয়মিত এই
ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে চান তবে আমাদের এই
ওয়েবসাইট ফলো করুন। এখানে
আপনি নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল পাবেন।
হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url