অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৫ -সহজে জেনে নিন

আপনি যদি মোবাইল ফোনে অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন। কেননা আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব অ্যাপ ছাড়া সহজে আপনি কিভাবে বিকাশ একাউন্ট খুলবেন। 
অ্যাপ-ছাড়া-বিকাশ-একাউন্ট-খোলার-নিয়ম
বর্তমান সময়ে আমাদের মোবাইল ব্যাংকিং এ সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হচ্ছে বিকাশ। যার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের লেনদেন এর কাজ সম্পাদন করে থাকি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে জেনে নিই অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার সহজ নিয়ম সম্পর্কে। 

পোস্ট সূচিপত্রঃ অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম

অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম

অ্যাপ ছাড়াও কি বিকাশ একাউন্ট খোলা সম্ভব? যদি এমন প্রশ্ন আপনার মনে আসে তাহলে আমি বলব হ্যাঁ। শুধু সম্ভব না খুব সহজেই অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট মোবাইল ফোনের মাধ্যমে খোলা যায়। কিন্তু সেটা কিভাবে? সেটাই আমরা এখন আলোচনা করব। তাহলে চলুন কয়েকটি ধাপে শিখে নিই অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম। 

  • শুরুতে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে যান এবং সেখানে গিয়ে *247# লিখে কল করুন।কেননা এটি বিকাশের অফিসিয়াল USSD কোড। 
  • এরপরে আপনার সামনে একটি মেনু আসবে। মেনু থেকে 'একাউন্ট খুলুন' অপশনটি সিলেক্ট করে ক্লিক করুন। 
  • তারপরে সেখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ খুব সুন্দর এবং সঠিকভাবে লিখে দিন। 
  • এটা সম্পন্ন হলে আপনাকে ৪ ডিজিটের একটি পিন নাম্বার দিতে হবে। যেটা আপনি নিজে থেকে দিবেন এবং অবশ্যই এটা আপনাকে মনে রাখতে হবে ভবিষ্যতে লেনদেন করার জন্য। 
  • আপনার সমস্ত তথ্য দেওয়া সম্পন্ন হলে আপনাকে একটি মেসেজ পাঠানো হবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়েছে তাও অ্যাপ ছাড়া। 
  • এরপরে আপনি আপনার প্রয়োজনীয় লেনদেন মোবাইল রিচার্জ সহ যাবতীয় কিছু খুব সুন্দরভাবে সেখানে করতে পারবে। 

অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার জন্য কি কি লাগবে

অ্যাপ ছাড়া কিভাবে আপনি বিকাশ একাউন্ট খুলবেন এই নিয়মটি ইতিমধ্যে জানতে পেরেছেন। তবে অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন এটা কি আপনি জানেন? হয়তো সঠিকভাবে বলতে পারবেন না। তাহলে চলুন অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম যেভাবে জানলাম ঠিক তেমনভাবে এটি খুলতে কি কি লাগবে সেটাও সহজে জেনে নিই। 
  • প্রথমত আপনার একটি সচল মোবাইল ফোন থাকতে হবে। সেটা স্মার্ট ফোন কিংবা বাটন ফোন যেকোনোটি হতে পারে সমস্যা নেই। 
  • আপনার জাতীয় পরিচয় পত্র অর্থাৎ এনআইডি কার্ড প্রয়োজন হবে। তবে এর ফটোকপি হলেও সমস্যা নেই। কেননা একাউন্ট খুলতে এনআইডি কার্ডের নাম্বার প্রয়োজন পড়বে। 
  • আপনার বয়স যদি ১৮ বছরের নিচে হয় আর এন আই ডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বার দিয়েও বিকাশ একাউন্ট খুলতে পারবেন। তাই এনআইডি কার্ডের পরিবর্তে এটি প্রয়োজন পড়বে। আপনার সঠিক জন্ম তারিখ প্রয়োজন পড়বে। যেটা আপনি এনআইডি কার্ডের সাহায্যে কিংবা জন্ম নিবন্ধন কার্ডের সাহায্যে দিতে পারেন। 
  • আপনি যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি যেন আপনার জাতীয় পরিচয় পত্রের নামে নিবন্ধন করা থাকে এ বিষয়টি খেয়াল রাখবেন। 
  • সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় আপনার নেটওয়ার্ক কানেকশন ভালো থাকতে হবে। অনেক সময় সিমে ভালো নেটওয়ার্ক না থাকার কারণে কাজ সম্পন্ন করা কষ্টকর হয়। 

অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার সময় নিরাপত্তা টিপস

অ্যাপ ছাড়া যখন আমরা বিকাশ একাউন্ট খুলব তখন আমাদের কিছু নিরাপত্তা প্রয়োজন পড়বে। বিশেষ করে যদি কারো মাধ্যমে বিকাশ একাউন্ট খুলে নিই সে ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা কোনভাবে যদি আমাদের বিকাশের পিন নাম্বার কেউ জেনে নেয় তাহলে পরবর্তীতে সমস্যা সৃষ্টি হতে পারে। চলুন কিছু নিরাপত্তা টিপস জেনে নিই। 
অ্যাপ-ছাড়া-বিকাশ-একাউন্ট-খোলার-নিয়ম
  • প্রথমত আপনার বিকাশের ৪ ডিজিটের গোপন পিন কোনভাবেই কারো কাছে প্রকাশ করবেন না। কেউ যদি কোন রকমের বাহানা দেখিয়ে কিংবা যে কোন কিছু বলে আপনার কাছ থেকে পিন চাই তাহলে কখনোই তাকে সেটা দিবেন না। এটা শুধুমাত্র আপনার কাছেই থাকবে। 
  • আপনি যখন বিকাশ একাউন্ট খুলবেন তখন নিরিবিলি জায়গায় খোলার চেষ্টা করুন। কারো মাধ্যমে খুলে নিলে প্রকাশ্যে কিংবা ভিড়ের মধ্যে একাউন্ট খোলা থেকে বিরত থাকুন। কেননা এতে করে আপনার তথ্য আরেকজন দেখে নিতে পারে। 
  • কেউ যদি বিকাশ এজেন্টের পরিচয় দিয়ে অ্যাকাউন্ট খোলার সময় আপনার কাছ থেকে পিন নাম্বার চাই তাহলে কখনোই পিন নাম্বার শেয়ার করবেন না। এতে করে আপনার একাউন্ট হুমকির মুখে পড়বে। 
  • বিকাশ একাউন্ট খোলার সময় যখন এনআইডি নাম্বার দেবেন তখন সতর্কতা অবলম্বন করুন।সন্দেহজনক কারো সামনে এনআইডি নাম্বার শেয়ার করা থেকে বিরত থাকুন। 
  • বিকাশে এমন পিন নাম্বার ব্যবহার করুন যেন আপনার মনে থাকে কিন্তু সহজে কেউ সেটা অনুমান করতে না পারে। এতে করে আপনার বিকাশ একাউন্ট সুরক্ষিত থাকবে। 
  • কোন প্রতারক চক্রের ফাঁদে পড়বেন না। বিকাশ থেকে ফোন করেছি, এটা বলার পরে সন্দেহজনক কোন কথা বললে কিংবা আপনার পিন চাইলে ফোন কেটে দেবেন। মনে রাখবেন বিকাশ থেকে কখনো পিন নাম্বার চাই না। 
  • আপনার বিকাশের অধিক নিরাপত্তা বজায় রাখতে প্রতিনিয়ত পিন নাম্বার চেঞ্জ করুন। 

অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার সুবিধা ও অসুবিধা

অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার বেশ কিছু সুবিধা ও অসুবিধাও রয়েছে। কিন্তু সেগুলো কি? এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিং এর জন্য বিকাশ যেমন সেরা ঠিক তেমনি অ্যাপ ছাড়া খুব সহজে এর একাউন্ট খুলে ব্যবহার করা যায়। তবে এক্ষেত্রে রয়েছে বেশ সুবিধা এবং কিছু অসুবিধাও। চলুন সেগুলো জেনে নেওয়া যাক। 

সুবিধা সমূহঃ এছাড়া বিকাশ একাউন্ট খোলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এতে স্মার্টফোন কিংবা নেটের প্রয়োজন হয় না। পাশাপাশি অ্যাপ ডাউনলোড করার পরে একে অ্যাক্টিভ করার যে ঝামেলা রয়েছে, তার বিপরীতে অ্যাপ ছাড়াই খুব সহজে অ্যাকাউন্ট খোলা যায়। যেটা আমাদের জন্য অত্যন্ত সুবিধা জনক। বিশেষ করে 

আমরা যারা গ্রামে বসবাস করি এবং যারা এসব বিষয় কম বুঝি তাদের জন্য এইভাবে একাউন্ট খোলা খুব সহজ হয় এবং খুব সহজে এটি ব্যবহার করতে পারি। অ্যাপ ছাড়া এভাবে বিকাশের মাধ্যমে আমরা এর প্রাথমিক সেবা যেমন টাকা পাঠানো ও রিসিভ করা, মোবাইল রিচার্জ বা বিভিন্ন রকমের বিল পরিষদ ইত্যাদি সেবা পেয়ে থাকি। 

অসুবিধা সমূহঃ এছাড়া বিকাশ একাউন্ট ব্যবহারে যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনি এর কিছু অসুবিধা রয়েছে। প্রধানত অ্যাপ ছাড়া সাধারণভাবে বিকাশ একাউন্ট খুললে এর সমস্ত ফিচার ব্যবহার করা যায় না যেমনটা অ্যাপের মাধ্যমে করা যায়। পাশাপাশি বিকাশের কোড ডায়াল করার মাধ্যমে সেবা পেতে ধাপে ধাপে এগোতে হয়, কিন্তু অ্যাপ এর ক্ষেত্রে সেটা ভিন্ন। 

আবার অ্যাপের মাধ্যমে যদি আমরা কারো সাথে টাকা লেনদেন করি তাহলে এর হিস্টরি আমরা দেখতে পাই যেটা সাধারণভাবে নাম্বার ডায়াল করে একাউন্ট খোলার পরে দেখতে পাই না। আবার অ্যাপের ক্ষেত্রে যেমন ফিঙ্গারপ্রিন্ট, ওটিপি কিংবা ফেস আইডির মত নিরাপত্তা রয়েছে, যেখানে বিকাশের *247# ব্যবহারে নিরাপত্তা হিসেবে শুধু এর পিন রয়েছে। 

জন্মনিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের বয়স ১৮ এর নিচে কিংবা এন আইডি কার্ড নেই। যার জন্য আমরা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে নতুন বিকাশ একাউন্ট খুলতে চাচ্ছি। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে সরাসরি বিকাশ একাউন্ট খোলা যায় না। কেননা বিকাশ কর্তৃপক্ষ এখনো এই নিয়ম জারি করে নি। তার জন্য আপনি যেটা করতে পারেন তা নিচে সুন্দর করে উপস্থাপন করা হলো। 
অ্যাপ-ছাড়া-বিকাশ-একাউন্ট-খোলার-নিয়ম
আপনি যদি জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে একাউন্ট খুলতে চান তাহলে এটি হবে বিকাশ "কিশোর একাউন্ট"। আর তাই আপনার যদি সরাসরি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার বাবা অথবা মায়ের এনআইডি কার্ডের সাহায্যে এটি করতে পারেন। তার জন্য আপনার যা যা লাগবে... 
  • জন্ম নিবন্ধন কার্ড। 
  • পিতা অথবা মাতার (আরো অন্য যে কারো হতে পারে যার NID দিয়ে অ্যাকাউন্ট খোলা নাই) NID কার্ড। 
  • যার এন আই ডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন তার স্বাক্ষর লাগবে। 
  • এক্ষেত্রে আপনাকে নিকটস্থ কোনো বিকাশ এজেন্ট এর কাছে গিয়ে খুলে নিতে হবে। 
এছাড়া আপনি যদি আরো বিস্তারিতভাবে সঠিক তথ্য পেতে চান তাহলে বিকাশের হেল্পলাইন নাম্বার (১৬২৪৭) এ কল করে জেনে নিতে পারেন। 

বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আমরা ভালোভাবে জেনেছি। তবে বাটন মোবাইলে বিকাশ একাউন্ট কিভাবে খুলতে হয় এটা কি আমরা জানি? অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট ও বাটন ফোনে বিকাশ একাউন্ট খোলার প্রসেস প্রায় একই। কিন্তু বাটন ফোনে একাউন্ট খোলার ক্ষেত্রে কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। চলুন বাটন ফোনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম জেনে নিই। 

আপনি যেই নাম্বারে বিকাশ একাউন্ট খুঁজে যাচ্ছেন সেই নাম্বার রেজিস্টার কৃত কিনা ভালোভাবে জানুন। রেজিস্টার না করা থাকলে করে নিন নয়তো অন্য রেজিস্টার কৃত নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলুন।এরপরে আপনার জাতীয় পরিচয় পত্র, সঠিক জন্ম তারিখ ও পিন লাগবে যা আপনি শুরুতে জেনেছেন।

এরপরে আপনি অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট যেই নিয়মে খুলেছেন ঠিক সেই নিয়মে বাটন ফোনে বিকাশ একাউন্ট খুলে ফেলুন খুব সহজে।   

বিকাশ একাউন্ট খুলতে কি টাকা লাগে

আমরা যখন ঘরে বসে কিংবা কোন এজেন্টের মাধ্যমে বিকাশ একাউন্ট খুলি তখন আমাদের মনে শুরুতে এ প্রশ্ন জাগে যে একাউন্ট খুলতে কি টাকা লাগে? উত্তরে আমরা বলবো না। আপনি নিজে কিংবা কোনো এজেন্টের মাধ্যমে যদি একাউন্ট ক্রিয়েট করেন তাহলে এটি রেজিস্ট্রেশন করার জন্য কোন টাকা লাগে না। এটা সম্পূর্ণ ফ্রি। 

তবে আপনি যদি এর থেকে বিকাশ একাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনি কিছু বোনাস পাবেন। যেমন ধরুন, আপনি যদি প্রথমবার বিকাশ অ্যাপ লগইন করেন তাহলে ২৫ টাকা বোনাস পাবেন। আবার প্রথমবার যদি মোবাইল রিচার্জ কিংবা ক্যাশ আউট করেন সেক্ষেত্রেও ২৫ টাকা বোনাস পাবেন। আবার আপনি যদি কাউকে রেফার করেন তাহলে ৫০ টাকা বোনাস পেতে পারেন। 

তবে বাটন ফোনে যদি একাউন্ট খোলেন বা এসব সুবিধা নেন তাহলে কি বোনাস পাবেন? না। বাটন ফোনের ক্ষেত্রে আপনি কোন অফার বা বোনাস পাবেন না। বাটন ফোন অর্থাৎ USSD কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে এর কোন বোনাস নেই। 

বিকাশ একাউন্ট খোলা নিয়ে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

বিকাশ একাউন্ট খোলা সম্পর্কিত আমাদের অনেকের মনে বিভিন্ন রকমের প্রশ্ন জাগে যেটার উত্তর আমরা সহজে খুঁজে পাই না। তাই আপনাদের সুবিধার্থে এখন আমরা বিকাশ একাউন্ট খোলা নিয়ে অধিক জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তর এক কথায় দেওয়ার চেষ্টা করবো। চলুন সেগুলো জেনে নিই। 
অ্যাপ-ছাড়া-বিকাশ-একাউন্ট-খোলার-নিয়ম
প্রশ্নঃ একটি এনআইডি কার্ডে কয়টি অ্যাকাউন্ট খোলা যায়? 
উত্তরঃ একটা কার্ডে শুধুমাত্র আপনি একটা এন আই ডি খুলতে পারবেন। 

প্রশ্নঃ বিকাশ পিন ভুলে গেলে কি করব? 
উত্তরঃ যদি কোন কারনে বিকাশ পিন নাম্বার বলেছেন তাহলে (১৬২৪৭) নাম্বারে ফোন করুন। 

প্রশ্নঃ বিকাশ একাউন্ট কি যে কোন সিমে খোলা যাবে? 
উত্তরঃ হ্যাঁ। আপনি যেকোনো সিমে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। 

প্রশ্নঃ বিকাশ একাউন্ট খোলার সময় ছবি তোলা কি বাধ্যতামূলক? 
উত্তরঃ আপনি যদি অ্যাপে একাউন্ট খুলেন তাহলে ছবি তোলার প্রয়োজন নেই। কিন্তু এজেন্ট পয়েন্ট থেকে অ্যাকাউন্ট খুললে ছবি তোলা লাগে। 

প্রশ্নঃ একজন ব্যক্তি কয়টি সিম দিয়ে একাউন্ট খুলতে পারবো? 
উত্তরঃ একটি সিম দিয়ে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খোলা যাবে। তবে আপনি সেই একাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন। 

প্রশ্নঃ বিদেশে থাকলে কি বিকাশ একাউন্ট খুলতে পারবো? 
উত্তরঃ খুলতে পারবেন না। আপনাকে বাংলাদেশ থেকে এনআইডি ও মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খুলতে হবে। 

প্রশ্নঃ বিকাশ একাউন্ট খোলার পরে যদি কোন লেনদেন কিংবা কোন কিছু না করে তাহলে কি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে? 
উত্তরঃ হ্যাঁ। দীর্ঘদিন যাবৎ যদি আপনার বিকাশ একাউন্ট নিষ্ক্রিয় থাকে তাহলে সাময়িক সময়ের জন্য এটি বন্ধ হয়ে যাবে। 

প্রশ্নঃ আমার বয়স যদি ১৮ বছরের কম হয় তাহলে কি করব? 
উত্তরঃ আপনার অভিভাবকের এন আই ডি কার্ড দিয়ে আপনি একাউন্ট খুলে নিতে পারেন। 

প্রশ্নঃ যদি বিকাশে *২৪৭# কাজ না করে তাহলে কি করবো? 
উত্তরঃ প্রথমত ইন্টারনেট সংযোগ চেক করবে, পরবর্তীতে ১৬২৪৭ এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। 

আমাদের শেষ কিছু কথা

প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেল থেকে আপনি স্পষ্ট ভাবে জানলেন অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। পাশাপাশি বাটন ফোনে কিভাবে বিকাশ একাউন্ট খুলবেন, বিকাশ একাউন্ট খোলার সময় কোন সব সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিকাশ একাউন্ট খোলার সুবিধা ও অসুবিধা সহ আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পেরেছেন। আপনি যদি অ্যাপ ছাড়া 

বিকাশ একাউন্ট খুলতে চান তাহলে আজকের আর্টিকেল আপনার জন্য অনেক উপকারী হবে বলে মনে করি। কেননা আপনি এখানে সমস্ত তথ্য পেয়ে যাচ্ছেন। আপনি যদি নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ আটিকেল পেতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইট ফলো করে সাথে থাকুন। এখানে আপনি প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল পেয়ে যাবেন।   

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • munnifreelancer
    munnifreelancer ২২ এপ্রিল, ২০২৫ এ ১১:২৬ PM

    অনেক সুন্দর হয়েছে স্যার

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url