চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম -চন্দনের ১০ টি উপকারিতা জানুন

চন্দন ক্রিম বা এর গাছের সাথে আমরা প্রায় সকলেই পরিচিত। কিন্তু চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম এবং এর বিশেষ যে ১০ টি উপকারিতা রয়েছে এটা কি আমরা জানি? আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম ও এর দশটি উপকারিতা সম্পর্কে। 
চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম
আমাদের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার জন্য চন্দন হাজার বছর আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু আমরা শুধুমাত্র এটাই জানি যে, আমাদের ত্বকের জন্য চন্দন বিশেষ উপকারী। তবে চলুন চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম ও এর বিশেষ উপকারিতা গুলো এবার জেনে নেওয়া যাক। 

পোস্ট সূচিপত্রঃ চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম

চন্দন ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম

চন্দন এমন একটি গাছ যেটি প্রাচীনকাল থেকেই আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ত্বকের কালচে ভাব দূর ও ব্রনের সমস্যা দূর করতে বিশেষভাবে ব্যবহৃত হয়ে আসছে। এর আরো কিছু উপকারিতা রয়েছে যেটা আমরা নিচে জানতে পারবো। চন্দন ক্রিম এর সঠিক ব্যবহার আমাদের অনেকেরই অজানা। তাই চলুন জেনে নিই কিভাবে চন্দন ক্রিম আমাদের ব্যবহার করা উচিত। 

  • আপনার মুখে চন্দন ক্রিম ব্যবহারের পূর্বে ভালোভাবে পরিষ্কার করে নিন। মুখ থেকে ময়লা কিংবা অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। 
  • আপনার ত্বকের মরা চামড়া দূর করার জন্য চন্দন ক্রিম ব্যবহারের পূর্বে হালকা স্ক্রাব করে নিতে পারেন। এতে করে চন্দন ক্রিম এর পুষ্টি উপাদান আপনার ত্বকের গভীরে পৌঁছালে এবং ভালো ফলাফল দিতে পারে। 
  • চন্দন ক্রিম মুখে ম্যাসাজ করার সময় এক চামচ পরিমাণ চন্দন ক্রিম হাতে নিন এবং মৃদুভাবে মুখে বা গলায় লাগান। অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকুন, কেননা এর ফলে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। 
  • চন্দন ক্রিম মুখে লাগানোর পরে এটি সাধারণত ১৫-২০ মিনিট পরে ধুয়ে ফেলতে হয়। তবে আপনি যদি রাতে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করেন তাহলে সারারাত রাখতে পারেন। 
  • চন্দন ক্রিম মুখে লাগানোর নির্দিষ্ট সময় পর আপনি যখন এটি ধুবেন তখন অবশ্যই ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। এতে করে আপনার ত্বকে সতেজতা দেখা দেবে এবং ত্বকে একটি টানটান ভাব থাকবে।
  • আপনার ত্বক কোন ধরনের এটার উপরে ফোকাস দিয়ে চন্দন ক্রিম ব্যবহার করুন। শুষ্ক ত্বকের জন্য চন্দন ক্রিম এর সাথে নারিকেল তেল কিংবা মধু, তৈলাক্ত ত্বকের জন্য চন্দন ক্রিমের সাথে গোলাপজল মিশিয়ে ব্যবহার করতে পারেন। 
  • চন্দন ক্রিমের বিশেষ উপকারিতা পেতে প্রতিদিন অন্তত একবার এটি ত্বকে ব্যবহার করুন। তবে বিশেষ করে রাতে এটি ব্যবহার করতে পারেন। কেননা এই সময় ব্যবহারে আপনার ত্বকে একটু বেশি কার্যকারিতা দেখা দিতে পারে। 
  • ত্বকের খুব দ্রুত উন্নতির জন্য অতিরিক্ত চন্দন ক্রিম ব্যবহার করবেন না। এতে করে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। তাই সবসময়ের জন্য নিয়মিত ও পরিমিতভাবে এটি ব্যবহার করুন। 
  • মুখে চন্দন ক্রিম লাগানোর পরে কোন কারনে যদি আপনি বাহিরে বের হন তবে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করে বের হবেন। কেননা এটি আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করবে। 
  • চন্দন ক্রিম থেকে আপনি যদি আরও বেশি উপকারিতা পেতে চান তাহলে এর সাথে দুধ কিংবা অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। 

চন্দন ক্রিম ব্যবহারে ১০ টি উপকারিতা 

আমাদের ত্বকের যত্নে চন্দন বহু বছর আগ থেকে ব্যবহৃত হয়ে আসছে শুধুমাত্র এটি যে আমাদের ত্বককে ফর্সা করে এ কারণেই নয়, বরং এটি আমাদের ত্বকের গভীরে পৌঁছে পুষ্টির যোগান দেয় এবং তোকে দীর্ঘদিন ধরে উজ্জ্বল ও মসৃণ রাখতে সহায়তা করে। কিন্তু আমরা অনেকেই রয়েছি এই চন্দন ক্রিমের উপকারিতা সম্পর্কে তেমনভাবে জানিনা। চলুন চন্দনের ১০ টি উপকারিতা জেনে নিই। 
চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম
  1. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করেঃ চন্দন ক্রিম আমরা যদি নিয়মিত আমাদের ত্বকে ব্যবহার করি তাহলে এটি ত্বকের ময়লা দূর করে আমাদের তাদের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। পাশাপাশি এটি আমাদের ত্বকের মৃত কোষগুলো দূর করে। 
  2. ত্বকে মসৃণতা ও কোমলতা এনে দেয়ঃ আমাদের ত্বককে গভীর থেকে হাইড্রেট রাখতে চন্দন ক্রিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত এটি ব্যবহারের ফলে দীর্ঘ সময় ধরে আমাদের ত্বক কোমল ও মসৃণ থাকে। 
  3. এলার্জি কিংবা চুলকানি দূর করেঃ আমাদের মধ্যে যাদের ত্বক সংবেদনশীল তাদের জন্য চন্দন ক্রিম একটি কার্যকারী সমাধান। এটি ব্যবহারে আমাদের ত্বকের এলার্জি চুলকানি এবং জ্বালাপোড়ার মতো সমস্যা দূরীভূত হয়। 
  4. ডার্ক সার্কেল দূর করেঃ চন্দন ক্রিম আমাদের চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে এবং দীর্ঘক্ষণ বা রাত জেগে কাজ করার ফলে যদি চোখের ক্লান্তি আসে তবে সেটি দূর করতে অধিক কার্যকরী। আপনি যদি নিয়মিত ব্যবহার করেন তবে চোখের নিচের কালি খুব তাড়াতাড়ি দূর হয়ে যেতে পারে। 
  5. মুখের রক্ত সঞ্চালন বাড়ায়ঃ চন্দন ক্রিম আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি এটি আমাদের ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে থাকে, যেটা আমাদের অনেকেরই অজানা। আর এটি রক্ত সঞ্চালন বাড়ানোর মাধ্যমে আমাদের ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা নিশ্চিত করে। 
  6. বয়সের ছাপ কমিয়ে দেয়ঃ আমরা যদি নিয়মিত চন্দন ক্রিম ব্যবহার করি তাহলে এতে থাকা অ্যান্টি-এজিং উপাদান আমাদের ত্বকের বলিরেখা কমিয়ে দিয়ে থাকে। যার ফলে আমাদের ত্বকে টানটান ভাব থাকে এবং বয়সের ছাপ তেমন বোঝা যায় না। 
  7. মুখের ব্রণ দূর করে দেয়ঃ মুখের ব্রণ ও ফুসকুড়ি দূর করতে আন্টি-ব্যাকটেরিয়াল উপাদান অধিক কার্যকরী যেটা চন্দন ক্রিমে রয়েছে। আমরা যদি নিয়মিত একটি ব্যবহার করি তাহলে অন্যান্য উপকারের পাশাপাশি এটি আমাদের মুখে ব্রণ দূর করবে এবং নতুন ব্রণ হাওয়া থেকে প্রতিরোধ করতে পারে। 
  8. ত্বক ঠান্ডা এবং সতেজ রাখেঃ গরমের দিনে আমাদের ত্বকে অতিরিক্ত তেলতেলে ভাব দেখা যায়।সেক্ষেত্রে আমরা যদি চন্দন ক্রিম ব্যবহার করি তাহলে এটি ত্বক থেকে তেলতেলে ভাব দূর করবে এবং আমাদের ত্বককে ঠান্ডা এবং সতেজ রাখতে সাহায্য করবে। 
  1. রোদপোড়া দাগ দূর করে দেয়ঃ চন্দনে যেহেতু এক প্রকার ঠান্ডা প্রভাব রয়েছে, সেহেতু এটি আমাদের ত্বককে সূর্যের তাপ থেকে সুরক্ষিত রাখে। পাশাপাশি আমাদের ত্বকে যদি রোদ পোড়া ভাব থাকে তাহলে এটি দ্রুত দূর করতে সাহায্য করে। 
  2. ত্বকের কালো দাগ কমিয়ে দেয়ঃ আমাদের হয়তো অনেকেই অজানা, চন্দন ক্রিম আমাদের ত্বকের মেলানিন উপাদান নিয়ন্ত্রণ করে ত্বকের কালো দাগ, পিগমেন্টেশন ও অন্যান্য দাগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেটা আমাদের জন্য অনেক উপকারী একটি ক্রিম। 

কোন ধরনের ত্বকে চন্দন ক্রিম বেশি কার্যকরী 

আমাদের অনেকের মনে হয়তো এই প্রশ্ন আসতে পারে কোন ধরনের ত্বকে চন্দন ক্রিম বেশি কার্যকারী? উত্তর হিসেবে আমরা বলতে পারি সব ধরনের ত্বকে চন্দন ক্রিম বেশি উপকারী। তবে কিছু ত্বকে এর উপকারিতা আরও বেশি। বিশেষ করে আমাদের মধ্যে যাদের শুষ্ক ত্বক রয়েছে তাদের জন্য চন্দন ক্রিম বিশেষ উপকারী। চলুন চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম জানার পরে শুষ্ক ত্বকে এটি কেন বেশি 

উপকারী সেটা জানি। চন্দন ক্রিমে থাকা প্রাকৃতিক উপাদান আমাদের ত্বককে হাইড্রেট করে রাখে। যার ফলে আমাদের ত্বকের কোমলতা বৃদ্ধি পায়। এছাড়াও যাদের ত্বক অয়েলি ভাব, অর্থাৎ তেলতেলে ভাব রয়েছে তাদের জন্য চন্দন ক্রিম বেশি কার্যকরী বলা চলে। কেননা এটি আমাদের ত্বক থেকে অতিরিক্ত তেল শোষণ করে ত্বককে শীতল রাখে। এছাড়াও এতে বিদ্যমান  

অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আমাদের ত্বকে তেল বা ময়লা জমতে দেয় না। যার কারণে ত্বকে ব্রণের ঝুঁকি কমে থাকে এবং ত্বক নরম ও মসৃণ হয়। তবে চন্দন ক্রিম সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে সংবেদনশীল ত্বকে। কারণ সংবেদনশীল ত্বকে চন্দন ক্রিম ব্যবহারের ফলে কোন রকমের এলার্জির সম্ভাবনা থাকে না। যেটা আমাদের ত্বকের প্রাকৃতিক সুরক্ষা নিশ্চিত করে ও ত্বককে শান্ত রাখে।

ঘরোয়া ভাবে চন্দন ক্রিম তৈরির পদ্ধতি

আমাদের ত্বকের যত্ন নিশ্চিত করতে বাজারের কেমিক্যাল যুক্ত চন্দন ক্রিম ব্যবহারের পরিবর্তে আমরা যদি প্রাকৃতিক উপায়ে ঘরোয়া ভাবে চন্দন ক্রিম তৈরি করে ব্যবহার করি তাহলে এটি আমাদের ত্বককে বেশি উজ্জ্বল ও স্বাস্থ্যকর করে তুলতে পারে।
চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম
চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম জানার পাশাপাশি আমাদের ঘরোভাবে চন্দন ক্রিম তৈরি করার পদ্ধতি জানা উচিত। যেটা আমরা এখন জানবো। 

  • প্রথমে একটি পরিষ্কার বাটিতে ২ চামচ পরিমাণ চন্দন গুঁড়া ও ১ চামচ পরিমাণ কাঁচা দুধ খুব সুন্দর ভাবে মিশিয়ে নিন। 
  • এটি এমনভাবে মিশিয়ে নিন যেন পরবর্তীতে মসৃণ পেস্ট হয়ে যায়। 
  • এতটুকু হয়ে গেলে ১ চামচ অ্যালোভেরা জেল এর সাথে মিশিয়ে দিন। কেননা এটি আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করে ও হাইড্রেটেড করে রাখবে। 
  • এরপরে সেই মিশ্রণের সাথে ৩-৪ ফোটা নারিকেলের তেল কিংবা বাদামের তেল মিশিয়ে দিন। এটা আমাদের ত্বকে পুষ্টি জোগাবে ও দীর্ঘ সময় ধরে নরম রাখবে। 
  • পাশাপাশি এর সাথে ১ চামচ গোলাপ জল ভালোভাবে মিশিয়ে নিন। 
  • এ সমস্ত উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে ক্রিমের মতো তৈরি করুন। যদি এই ক্রিম বেশি পাতলা হয়ে যায় তবে কিছুটা চন্দন গুড়া মিশিয়ে দিতে পারেন। 
  • যদি ক্রিম ভালোভাবে তৈরি হয়ে যায় তাহলে একটি পরিষ্কার কাচের পাত্রে সেটির সংরক্ষণ করুন এবং চাইলে ফ্রিজে রাখতে পারেন। এটি ফ্রিজে রেখে আপনি ৮-১০ দিনের মত ব্যবহার করতে পারবেন। 
  • ঘরোয়া ভাবে এই তৈরিকৃত ক্রিম প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে মুখে লাগান এবং সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন। আপনি যদি নিয়মিত এটি ব্যবহার করতে পারেন তাহলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে পাশাপাশি বিভিন্ন রকমের দাগ দূরীভূত হবে। 

বাজারে কোন ধরনের চন্দন ক্রিম পাওয়া যায় এবং দাম 

আমাদের ত্বকের যত্নে চন্দন ক্রিম আমরা অনেকেই বাজার থেকে কিনে ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের এটা জানা উচিত আমাদের ত্বকের যত্নে বাজারে কোন ধরনের চন্দন ক্রিম পাওয়া যায় এবং কোনটা অধিক কার্যকারী। তবে চলুন এ সম্পর্কে নিচে বিস্তারিত জানি সাথে কোন ব্র্যান্ডের ক্রিমের দাম কেমন সেটাও জেনে নিই। 

ম্যাসাজ চন্দন ক্রিমঃ বাজারে এই নামে একটি চন্দন ক্রিম পাওয়া যায় যেটা আমাদের ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে। পাশাপাশি রক্ত সঞ্চালন বাড়ায়, ত্বকের মধ্যে এক প্রকার টানটান ভাব এনে দেয় এবং শুষ্ক ত্বকের জন্য এটি বিশেষ কার্যকরী। এই ৫০ গ্রাম ক্রিমের দাম মাত্র ৫০ টাকা নিতে পারে। 

মমতাজ স্যান্ডাল চন্দন ক্রিমঃ এই চন্দন ক্রিমের বিশেষত্ব হলো এটি আমাদের শুষ্ক ত্বকের জন্য বিশেষ কার্যকারী। পাশাপাশি একটি ব্যবহারে আমাদের ত্বকের বিভিন্ন দাগ দূর হয় এবং ত্বকে দীর্ঘ সময় ধরে ময়েশ্চারাইজ হয়ে থাকে। বাজারে এই ২০০ গ্রাম ক্রিমের দাম ১৫০ টাকা নিতে পারে। 

মর্ডান চন্দন ফেসওয়াশঃ আমাদের মধ্যে যাদের ত্বকে অতিরিক্ত তেলতেলে ভাগ রয়েছে তাদের জন্য এই ক্রিম বেশি উপকারী। কেননা এটি ত্বকের তেলতেলে দূর করে থাকে। পাশাপাশি এটি ব্রণের সমস্যা দূর করতে অধিক সহায়ক। আপনার উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে এটি বাজার থেকে ৫০ গ্রাম ক্রিম ১৮৫ টাকা দিয়ে পেতে পারেন। 

চন্দন ক্রিম ব্যবহারের সঠিক সময় কখন 

আমাদের ত্বকে যদি চন্দন ক্রিমের বেশি কার্যকারিতা পেতে চায় তবে এটি ব্যবহারের কিছু সঠিক সময় রয়েছে যেটা আমাদের জানা উচিত। আপনি হয়তো চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম সম্পর্কে জেনেছেন।তাহলে চলুন এখন জেনে নিই চন্দন ক্রিম কোন সময় ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। 
চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম
  • রাতে ঘুমানোর পূর্বেঃ রাতে ঘুমানোর পূর্বে আমরা যদি ত্বক ভালোভাবে পরিষ্কার করে চন্দন ক্রিম লাগিয়ে দিই তাহলে এটি আমাদের ত্বকের গভীরে পৌঁছে সারারাত পুষ্টির যোগান দেবে। যার ফলে আমাদের ত্বক থেকে ব্রণ, কালোদাগ বা ত্বকের মলিনতা দূর হয়ে যেতে পারে। 
  • বাহিরে যাওয়ার পূর্বেঃ আমরা যদি বাহিরে যাওয়ার কমপক্ষে ২০-৩০ মিনিট পূর্বে চন্দন ক্রিম ত্বকে ব্যবহার করি তাহলে এটি আমাদের ত্বকের কালচে দাগ এবং লালচে ভাব প্রতিরোধ করে থাকে। কেননা চন্দন ক্রিমে প্রাকৃতিক সানস্ক্রিনের উপাদান রয়েছে।যেটা সূর্যের ক্ষতিকার রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে থাকে। 
  • দুপুরে গোসলের পরঃ দুপুরে গোসলের পরে আমাদের ত্বক পরিষ্কার হয়ে যায়। আর তখন যদি চন্দন ক্রিম ব্যবহার করা হয় তবে ত্বক একটি ভালোভাবে শোষণ করতে পারে। যার ফলে দিনের বেলায় এটি আমাদের ত্বককে ধুলোবালি থেকে এবং সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে পারে। 

চন্দন ক্রিম ব্যবহারে কিছু সতর্কতা

চন্দনকে আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী হলেও কিছু ক্ষেত্রে এটি ব্যবহারে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। কেননা এতে ভুলভাল ভাবে ব্যবহার করলে কিংবা অতিরিক্ত ব্যবহার করার ফলে আমাদের ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই বলা যায় চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম জানার পাশাপাশি এর সতর্কতা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলুন নিচের বিস্তারিত জানি। 

  • আপনি যদি চন্দন ক্রিম প্রথমবার ব্যবহার করেন তবে সামান্য পরিমাণে ত্বকে লাগিয়ে পরীক্ষা করে নিন। কেননা কারো কারো শরীরে এটি এলার্জি কিংবা চুলকানি সমস্যা দেখা দিতে পারে। 
  • অতিরিক্ত চন্দন ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকুন। বিশেষ করে দিনে ২-৩ বার ব্যবহার করলে আমাদের ত্বকের আদ্রতা নষ্ট হতে পারে। সে ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। 
  • আমাদের মধ্যে যাদের ত্বক সংবেদনশীল তারা চন্দনকে ব্যবহারের পূর্বে পরীক্ষা করে নিন যে এটি আপনার ত্বকের জন্য উপযুক্ত কিনা। নতুবা পরবর্তীতে আপনার ত্বকে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। 
  • বাজারে এমন কিছু চন্দন ক্রিম পাওয়া যায় যেগুলোতে বিভিন্ন রকমের কেমিক্যাল মেশানো থাকে। যেটা আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। তাই সেগুলো কিনা থেকে বিরত থাকুন। 
  • কিছু কিছু চন্দন ক্রিম পাওয়া যায় যেগুলো আমাদের ত্বকে ব্যবহার করে রোদে বের হলে, ত্বকে কালচে দাগ পড়ে। তাই অবশ্যই রোদে বের হওয়ার পূর্বে সানস্ক্রিন ব্যবহার করুন। 
  • চন্দন ক্রিম চোখ ও মুখের মত সংবেদনশীল অংশে লাগানো থেকে বিরত থাকুন। সাথে শরীরে কোন ক্ষতস্থানে থাকলে সেখানেও না লাগানোই ভালো। কেননা এতে করে আমাদের শরীরে জ্বালাপোড়া করতে পারে। 
  • আমাদের মধ্যে যারা গর্ভবতী মা রয়েছেন এবং যারা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে চন্দন ক্রিম ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়ায় উত্তম হবে বলে মনে করি। 

চন্দন ক্রিম নিয়ে জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর 

চন্দন ক্রিম ব্যবহার নিয়ে আমাদের অনেকের মাঝে অনেক প্রশ্ন থাকে। যেটা আমরা গুগলে এসে সহজে খুঁজে পাই না। তবে চিন্তার কোন কারণ নেই। এখন আমরা জানবো চন্দন ক্রিম নিয়ে সচরাচর কিছু জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর সম্পর্কে। 

প্রশ্নঃ চন্দন ক্রিম কি সব ধরনের ত্বকে কার্যকরী ভূমিকা পালন করে? 
উত্তরঃ হ্যাঁ, চন্দন ক্রিম সব ধরনের ত্বকের জন্য কার্যকরী। তবে যাদের তৈলাক্ত ও সংবেদনশীল ত্বক তাদের জন্য হালকা ক্রিম ব্যবহার করা উচিত। 
চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম
প্রশ্নঃ চন্দন ক্রিম দিনে কতবার ব্যবহার করা উচিত? 
উত্তরঃ চন্দন ক্রিম দিনে ১-২ ব্যবহার করা যাবে। এর অতিরিক্ত ব্যবহার করলে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে। 

প্রশ্নঃ রাতে চন্দন ক্রিম ব্যবহার করা কি উচিত? 
উত্তরঃ হ্যাঁ রাতে আপনি চন্দন ক্রিম ব্যবহার করতে পারেন। কেননা এতে রাতে আমাদের ত্বকে ভালোভাবে কাজ করে এবং ত্বক ময়েশ্চারাইজ করে দেয়। 

প্রশ্নঃ চন্দন ক্রিম কি ব্রন কমাতে কার্যকারী? 
উত্তরঃ হ্যাঁ, আমাদের মধ্যে যাদের ত্বকে ব্রনের সমস্যা আছে তারা এটি নিয়মিত ব্যবহার করলে ব্রণের সমস্যা ও তার কমে যেতে পারে। 

প্রশ্নঃ গরমের দিন কি চন্দন ক্রিম ব্যবহার করা যাবে? 
উত্তরঃ হ্যাঁ, আপনি চাইলে গরমের দিনেও চন্দন ক্রিম ব্যবহার করতে পারেন। তবে সামান্য পরিমাণে সেটা ব্যবহার করতে হবে। 

প্রশ্নঃ চন্দন ক্রিম কে ত্বককে ফর্সা করতে সাহায্য করে? 
উত্তরঃ চন্দন ক্রিম আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তবে এটি স্থায়ীভাবে ত্বকের রং পরিবর্তন করে না। 

প্রশ্নঃ চন্দন ক্রিম কি পুরুষেরা ব্যবহার করতে পারবে? 
উত্তরঃ হ্যাঁ, হ্যাঁ এটি নারী ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবে। 

প্রশ্নঃ চন্দন ক্রিম ব্যবহারে কি কোন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে? 
উত্তরঃ হ্যাঁ রয়েছে। চন্দন ক্রিম যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তবে এটি আমাদের ত্বক শুষ্ক করে দিতে পারে এবং সংবেদনশীল ত্বক হলে জ্বালাপোড়া করতে পারে। 

আমাদের কিছু মন্তব্য 

প্রিয় পাঠক আজকের আর্টিকেলে আপনি খুব সুন্দর ভাবে জানতে পারলেন চন্দন ক্রিম ব্যবহারের নিয়ম সহ এর বেশ কিছু উপকারিতা এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে। চন্দন ক্রিম এমন একটি উপাদান যেটা আমাদের ত্বকের বিভিন্ন উপকার সাধন করে থাকে। ঠিক তেমনি অতিরিক্ত ব্যবহারে এটি ত্বকের ক্ষতি ও সাধন করতে পারে। সেক্ষেত্রে এটি ব্যবহারে অবশ্যই 

আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। আপনি যদি উপরোক্তা চন্দন ক্রিমের ব্যবহার জেনে এটি ত্বকে ব্যবহার করেন তাহলে আপনাকে রকমের সমস্যায় পড়তে হবে না বলে মনে করি। আপনি যদি নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইট ফলো করুন। এখানে আপনি নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল পেয়ে যাবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url