রাজশাহী টু ভাঙ্গা ট্রেনের সময়সূচী ও ভাড়া জানুন ২০২৫
আপনি যদি জানতে চান রাজশাহী টু ভাঙ্গা ট্রেনের সময়সূচী ও এর ভাড়া কত তাহলে এই
আর্টিকেল পড়ে সঠিক তথ্য জেনে নিন।ট্রেনে করে কোথাও যাওয়ার জন্য মূলত
আমাদের এর সময়সূচি জানতে হয়। আর তাই আজকে আমরা জানবো রাজশাহী থেকে ভাঙ্গা
ট্রেনের সঠিক সময়সূচী ও এর ভাড়া সম্পর্কে।
ট্রেনের সঠিক সময়সূচি না জানার কারণে আমরা অনেকেই বিভিন্নভাবে ট্রেন মিস করে
ফেলি। তাই আপনার সুবিধার্থে আজকে জানাতে চলেছি রাজশাহী টু ভাঙ্গা ট্রেনের
সঠিক সময়সূচি যেটা আপনার গন্তব্য সহজ এবং শান্তিময় করবে। চলুন তবে
বেশি কথা না বাড়িয়ে জেনে নিই।
পোস্ট সূচীপত্রঃ রাজশাহী টু ভাঙ্গা ট্রেনের সময়সূচী ও ভাড়া জানুন
- রাজশাহী টু ভাঙ্গা ট্রেনের সময়সূচী
- রাজশাহী টু ভাঙ্গা ভাড়া কত টাকা
- রাজশাহী টু ভাঙ্গা কত কিলোমিটার
- রাজশাহী টু ভাঙ্গা অনলাইনে টিকিট কাটার নিয়ম
- টিকিট কাটতে যেসব কাগজপত্র প্রয়োজন
- রাজশাহী টু ভাঙ্গা আরামদায়ক ট্রেন ভ্রমণের টিপস
- রাজশাহী টু ভাঙ্গা বাস ভাড়া কত
- রাজশাহী টু ভাঙ্গা সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- আমাদের শেষ কথা
রাজশাহী টু ভাঙ্গা ট্রেনের সময়সূচী
রাজশাহী থেকে ভাঙ্গা ট্রেনের সময়সূচি জানতে নিচের বিস্তারিত পড়ুন। মূলত
আমরা বিভিন্ন কাজে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে রাজশাহী থেকে ভাঙ্গা যেতে চাই।
কিন্তু রাজশাহী টু ভাঙ্গা ট্রেনের সঠিক সময়সূচি সম্পর্কে আমাদের তেমন কোন
ধারণা নেই। যার কারণে আমরা
বিভিন্ন প্লাটফর্মে সার্চ করে থাকে।তবে এর সময়সূচি জানার আগে আমাদের এটা জানতে
হবে রাজশাহী থেকে ভাঙ্গা রুটে মূলত আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চলাচল
করে। আপনার সুবিধার জন্য নিচে টেবিল আকারে রাজশাহী টু ভাঙ্গা ট্রেনের সঠিক
সময়সূচী সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো।
আরো পড়ুনঃ ট্রেনের টিকিট কাটার অ্যাপস ২০২৫
ট্রেনের নাম | ট্রেনের রুট | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছানোর সময় | সাপ্তাহিক বন্ধ |
---|---|---|---|---|
মধুমতি এক্সপ্রেস | রাজশাহী টু ভাঙ্গা | সকাল ৬ঃ৪০ মিনিট | দুপুর ১২ঃ২০ মিনিট | বৃহস্পতিবার |
মধুমতি এক্সপ্রেস | ভাঙ্গা টু রাজশাহী | বিকেল ৪ঃ৪০ মিনিট | রাত ১০ঃ৪০ মিনিট | বৃহস্পতিবার |
রাজশাহী টু ভাঙ্গা ভাড়া কত টাকা
রাজশাহী টু ভাঙ্গা ট্রেনের সময়সূচী যেমন আমাদের জানা প্রয়োজন ঠিক তেমনি এর
পাশাপাশি আমাদের জানা উচিত এর ভাড়ার পরিমান কত। তবে আমরা যদি রাজশাহী
থেকে ভাঙ্গা এর প্রতিটি সিটের ভাড়ার পরিমাণ জেনে নিতে পারি তাহলে আমাদের
সুবিধা মত আমরা খুব সহজেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। নিচে এর ভাড়া
সম্পর্কে জেনে নিই।
আসনের ধরণ | ভাড়া পরিমান |
---|---|
শোভন চেয়ার | ৩২০ টাকা |
স্নিগ্ধা | ৫৩০ টাকা |
ফাস্ট ক্লাস চেয়ার | ৩৩৫ টাকা |
রাজশাহী টু ভাঙ্গা কত কিলোমিটার
রাজশাহী থেকে ভাঙ্গা কত কিলোমিটার এটা জানার জন্য আমরা অনেকেই গুগলে এসে
সার্চ করে থাকি। তাই আপনাদের সুবিধার্থে আজকে জানাবো রাজশাহী টু ভাঙ্গা কত
কিলোমিটার এবং বাসে ও ট্রেনে যেতে কত সময় লাগে। নিচে বিস্তারিত
জানুন।
আমরা যদি রাজশাহী টু ভাঙ্গা সড়কপথের হিসেব ধরে তাহলে এটি মোট
২৮০-৩০০ কিলোমিটারের রাস্তা। আবার আমরা যদি রাজশাহী টু ভাঙ্গা ট্রেনে ভ্রমণ
করে তাহলে রেলপথে এর দূরত্ব প্রায়
২৬৫ কিলোমিটার এর মতো। বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া
যেতে কত টাকা লাগে জানুন।
আপনি যদি রাজশাহী টু ভাঙ্গা ট্রেনে ভ্রমণ করেন তাহলে আপনার পৌঁছাতে মোট সময়
লাগবে ৫ ঘন্টা ৪০ মিনিটের মত। আবার আপনি যদি বাসে রাজশাহী থেকে
ভাঙ্গা যান তাহলে সময় লাগবে ৭-৮ ঘণ্টার মতো। তাহলে আপনি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন রাজশাহী টু
ভাঙ্গার দূরত্ব কতটুকু এবং কোন মাধ্যমে যেতে কত সময় লাগবে।
রাজশাহী টু ভাঙ্গা অনলাইনে টিকিট কাটার নিয়ম
আমরা যদি রাজশাহী থেকে ভাঙ্গা যেতে চাই তাহলে এর টিকিট কাটার জন্য সবচেয়ে সহজ
মাধ্যম হচ্ছে অনলাইন। বর্তমান সময়ে ট্রেনের টিকিট ঘরে বসে কাটা
সম্ভব। যেটা আমাদের অনেক সময় নষ্ট এবং ঝামেলা থেকে বাঁচিয়ে দেয়। তবে চলুন রাজশাহী থেকে
ভাঙ্গা অনলাইনে টিকিট কাটার নিয়ম জেনে নিই।
- প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার অথবা যেকোনো ব্রাউজার থেকে রাজশাহী রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যে ওয়েব সাইটে যাবেন, eticket.railway.gov.bd। অথবা আপনি চাইলে মোবাইলে এর Rail Seba অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন।
- এখানে প্রবেশ করার পরে আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর যদি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সেটি লগইন করে নিন।
- এরপরে সেখান থেকে রাজশাহী টু ভাঙ্গা অপশনটি সিলেক্ট করে যাত্রার তারিখ ও ট্রেন নির্বাচন করুন।
- আপনার পছন্দমত শোভন, স্নিগ্ধা কিংবা ফার্স্ট ক্লাস চেয়ার সিট সিলেক্ট করুন।
- এরপরে সেখানে আপনার প্রয়োজনে তথ্য যেমন আপনার নাম, বয়স, জাতীয় পরিচয় পত্রের নাম্বার কিংবা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ফরমটি পূরণ করুন।
- এরপরে বিকাশ নগর কিংবা অন্যান্য পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করে দিন।
- এরপরে আপনাকে ই-টিকেট পাঠানো হবে। যেটা প্রিন্ট করে কিংবা সেভ দিয়ে রাখতে পারেন।
টিকিট কাটতে যেসব কাগজপত্র প্রয়োজন
অনলাইনে কিংবা অফলাইনে আপনি যদি রাজশাহী টু ভাঙ্গা ট্রেনের টিকিট কাটতে চান
তাহলে আপনার বিশেষ কিছু কাগজপত্র প্রয়োজন হবে। যেগুলো ছাড়া আপনি টিকিট
কাটতে পারবেন না।রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী হয়তো আপনি
সঠিকভাবে জেনেছেন। এখন জানবেন এর টিকিট কাটার জন্য কি কি
কাগজপত্র প্রয়োজন।
- আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন হবে।
- পরিচয় পত্র যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার লাগবে।
- আপনার ইমেইল প্রয়োজন হবে যেটি টিকিট বুকিং কনফার্মেশন পেতে আপনাকে সাহায্য করবে।
- অনলাইনে পেমেন্ট করার জন্য আপনার ডেবিট কিংবা ক্রেডিট কার্ড প্রয়োজন হবে।
রাজশাহী টু ভাঙ্গা আরামদায়ক ট্রেন ভ্রমণের টিপস
আমরা প্রায় সকলেই চাই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় আমাদের ভ্রমণটা
যেন আরামদায়ক হয়। ঠিক তেমনি আপনি যদি রাজশাহী টু ভাঙ্গা যাওয়ার
সময় একটি আরামদায়ক ভ্রমণ করতে চান তাহলে আপনাকে কিছু টিপস বা নিয়ম জানা
লাগবে। যেটা জানলে আপনি চিন্তামুক্ত এবং আরামদায়ক ভ্রমণ করতে
পারবেন। চলুন তাহলে আরামদায়ক ভ্রমণের টিপস জেনে নিই।
- আরামদায়ক ট্রেন ভ্রমণের জন্য আমাদের প্রথমে রাজশাহী টু ভাঙ্গা ট্রেনের সময়সূচী খুব ভালোভাবে জেনে অগ্রিম টিকিট সংগ্রহ করে নিতে হবে। কেননা যত তাড়াতাড়ি আমরা এর টিকিট সংগ্রহ করতে পারব সেই দিক থেকে আমরা চিন্তামুক্ত থাকবো।
- আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন ছাড়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে স্টেশনে উপস্থিত হতে পারেন।কেননা এর ফলে আপনার তাড়াহুড়ার কোন চাপ থাকবে না। যেটা আপনাকে মানসিক দিক থেকে শান্তিতে রাখবে।
- রাজশাহী টু ঢাকা যেতে যে সকল জিনিসপত্র প্রয়োজন সে সব জিনিসপত্র অগ্রিম সংগ্রহ করে রাখুন।ট্রেনে ওঠার পূর্ব মুহূর্তে হালকা কিছু খাবার সাথে নিয়ে নিন যাতে ক্ষুধা লাগলে সেটা নিবারণ করতে পারেন।
আরো পড়ুনঃ ত্বক উজ্জ্বল ও মসৃণ করার সহজ কিছু টিপস
- পাশাপাশি নিজেকে আনন্দিত রাখার জন্য বিনোদনমূলক বই কিংবা ডিভাইস সাথে রাখতে পারেন।
- ট্রেন ভ্রমণের সময় সর্বদাই নিয়মকানুন মেনে চলুন। এতে করে কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনি খুব সহজে রাজশাহী টু ভাঙ্গা যেতে পারবেন।
রাজশাহী টু ভাঙ্গা বাস ভাড়া কত
আমরা অনেকেই রয়েছে যারা রাজশাহীতে ভাঙ্গা ট্রেন ভ্রমণের
পাশাপাশি বাস ভ্রমণ করে থাকি। মূলত বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় কোন
কারণে ট্রেন মিস গেলে তখন আমরা বাসে করে রাজশাহী টু ভাঙা যায়।সেক্ষেত্রে
আমাদের অবশ্যই রাজশাহী টু ভাঙ্গা বাস ভাড়া কত এটা জেনে রাখা উচিত। তাই
আমরা এখন জানবো রাজশাহী টু ভাঙ্গা বাস ভাড়া কত।
রাজশাহী টু ভাঙ্গা যদিও তেমনভাবে কোন বাস সার্ভিস দেয় না তবুও কিছু কোম্পানি
আছে যারা এই সার্ভিস দেয়। বিশেষ করে আল ইমরান পরিবহন নামে একটি বাস রয়েছে যেটা
রাজশাহী টু ভাঙ্গা যায় রাত ৮ঃ৩০ থেকে ৯ঃ০০ টার মধ্যে। আর এই বাসের ভাড়া নেই
৬৫০ টাকার মতো। তবে বিভিন্ন
সময় এই বাস ভাড়া পরিবর্তন হতে পারে। সেজন্য বাসে যাওয়ার আগে কাউন্টার
থেকে জেনে নেওয়া ভালো।
রাজশাহী টু ভাঙ্গা সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
রাজশাহী টু ভাঙ্গা সচরাচর কিছু জিজ্ঞাসা তো প্রশ্ন ও উত্তর সম্পর্কে জেনে
নিন। আমরা ইতোমধ্যে রাজশাহী টু ভাঙ্গা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে
খুব ভালোভাবে জেনেছি। এরপরেও আমাদের মনে এমন কিছু প্রশ্ন থেকে থাকে যেটার
উত্তর আমরা সহজে খুঁজে পাই না। তাই আপনাদের সুবিধার্থে রাজশাহী টু
ভাঙ্গা যাওয়ার বিষয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া
হলো।
১। প্রশ্নঃ রাজশাহী থেকে ভাঙ্গা যাওয়ার সহজ উপায় কি?
উত্তরঃ রাজশাহী টু ভাঙ্গা যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মধুমতি
এক্সপ্রেস ট্রেনে করে যাওয়া। এতে করে যেমন কম সময়ে সফর করা সম্ভব ঠিক
তেমনি ভাড়াও কম লাগে।
২। প্রশ্নঃ রাজশাহী টু ভাঙ্গা ট্রেনের সময়সূচী কি?
উত্তরঃ প্রতিদিন রাজশাহী থেকে এটি সকাল ৬ঃ৪০ মিনিটে ছাড়ে এবং দুপুর ১২ঃ৩০
মিনিটের মধ্যে পৌঁছায়। সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার এটি বন্ধ
থাকে।
৩। প্রশ্নঃ রাজশাহী টু ঢাকা ট্রেনের টিকিটের দাম কত?
উত্তরঃ শোভন সিটে গেলে এর দাম পড়বে ২১০ টাকা। আর শোভন চেয়ারে গেলে
এর দাম পড়বে ২৫০ টাকা টিকিট।
৪। প্রশ্নঃ রাজশাহী থেকে ঢাকা মোট কত কিলোমিটার?
উত্তরঃ রাজশাহী টু ভাঙ্গা সড়কপথে মোট ২৮০-৩০০ কিলোমিটার এবং রেলপথে ২৬৫
কিলোমিটার।
৫। প্রশ্নঃ রাজশাহী টু ভাঙ্গা যাওয়ার বিকল্প পথ কি?
উত্তরঃ রাজশাহী থেকে ভাঙ্গা যাওয়ার বিকল্প পথ হচ্ছে ফরিদপুর কিংবা
রাজবাড়ী হয়ে বাস কিংবা ট্রেন বদলি হয়ে যেতে পারেন।
আরো পড়ুনঃ সিদ্ধ ছোলা খেলে কি হয় জানুন।
৬। প্রশ্নঃ রাজশাহী থেকে ভাঙ্গা বাসে যেতে কত সময় লাগে?
উত্তরঃ রাজশাহী টু ভাঙ্গা বাসে যেতে মোট সাত থেকে আট ঘণ্টার মতো সময়
লাগে।
৭। প্রশ্নঃ রাজশাহী টু ভাঙ্গা সরাসরি কি বাস আছে?
উত্তরঃ রাজশাহী থেকে ভাঙ্গা যাওয়ার জন্য সরাসরি বাস কম। তবে আল
ইমরান পরিবহন বাস মাঝে মাঝে যাই। যার ভাড়া ৬৫০ টাকার মতো।
আমাদের শেষ কথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেল থেকে আপনি খুব সুন্দর ভাবে জানতে পারলেন
রাজশাহী টু ভাঙ্গা ট্রেনের সময়সূচী এবং এর ভাড়া কত এ
সম্পর্কে। পাশাপাশি আপনি জানলেন রাজশাহী টু ভাঙ্গা যদি বাসে যাওয়া হয়
তাহলে এর ভাড়া কত। এছাড়াও রাজশাহী টু ভাঙ্গা বিষয়ক আরো কিছু
গুরুত্বপূর্ণ তথ্য জানলেন যেটা আপনার জন্য অনেক কার্যকরী হবে বলে মনে
করি।
আপনি যদি রাজশাহী তো ভাঙ্গা সহজে এবং শান্তিপূর্ণভাবে যেতে চান তাহলে আজকের
আর্টিকেল আপনার জন্য কার্যকরী ভূমিকা পালন করবে। আপনি যদি নিয়মিত এই
ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে চান তাহলে আমাদের এই
ওয়েবসাইট ফলো করুন। এখানে
আপনি প্রতিনিয়তই এই ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল পাবেন।
হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url