রাজশাহী টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়া কত জানুন
রাজশাহী টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়া যদি আপনি জানতে চান তবে আজকের এই
পোস্ট মনোযোগ সহকারে পড়ুন। আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো রাজশাহী টু
দিনাজপুর ট্রেনের সময়সূচি নিয়ে এবং ভাড়া কত এ সম্পর্কে।
.webp)
রাজশাহী থেকে দিনাজপুর যাওয়ার জন্য আমরা অনেকেই ট্রেনের সময় এবং কত টাকা
ভাড়া লাগে এটা জানার জন্য গুগল এসে সার্চ করে থাকি। তাই আপনাদের সুবিধার্থে
এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব সুন্দর ভাবে আজকে আলোচনা করবো। বিস্তারিত
জানতে নিচে মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ রাজশাহী টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়া কত
- রাজশাহী টু দিনাজপুর ট্রেনের সময়সূচী
- রাজশাহী টু দিনাজপুর ট্রেনের ভাড়া কত
- রাজশাহী টু দিনাজপুর অনলাইন টিকিট কাটার নিয়ম
- রাজশাহী টু দিনাজপুর স্টেশনে টিকিট কাটার নিয়ম
- রাজশাহী টু দিনাজপুর কোন ট্রেনে যাওয়া উচিত হবে
- রাজশাহী টু দিনাজপুর কেন ট্রেন ভ্রমণ করবেন
- রাজশাহী টু দিনাজপুর আরামদায়ক ট্রেন ভ্রমণের টিপস
- রাজশাহী টু দিনাজপুর সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- সবশেষে আমাদের কিছু কথা
রাজশাহী টু দিনাজপুর ট্রেনের সময়সূচী
রাজশাহী টু দিনাজপুর ট্রেনের সময়সূচী জানতে বিস্তারিত পড়ুন। আমরা অনেকেই
ভ্রমণের জন্য কিংবা বিভিন্ন কারণে ট্রেনে করে রাজশাহী থেকে দিনাজপুর যেতে
চায়। কিন্তু রাজশাহী টু দিনাজপুর ট্রেনের সময়সূচি সম্পর্কে আমাদের
তেমন কোন ধারণা নেই।তাই আমরা এখন জানবো রাজশাহী থেকে
দিনাজপুর ট্রেনের সঠিক সময়সূচী সম্পর্কে। আপনার বোঝার সুবিধার্থে নিচে টেবিল
আকারে দেওয়া হলো। বর্তমানে রাজশাহী থেকে দিনাজপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন
বেশি চলাচল করে। তাই এর সময়সূচী নিচে দেওয়া হলো। বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া
যেতে কত টাকা লাগে জানুন।
স্টেশন | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছার সময় | যেতে মোট সময় লাগে | যেই দিন বন্ধ থাকে |
---|---|---|---|---|
রাজশাহী স্টেশন | রাত ৯;১৫ মিনিট | -- | ৫ ঘণ্টা ২০ মিনিট | শুক্রবার |
দিনাজপুর স্টেশন | -- | রাত ৩ঃ০৫ মিনিট | -- | শুক্রবার |
রাজশাহী টু দিনাজপুর ট্রেনের ভাড়া কত
এখন আমরা জানবো রাজশাহী থেকে দিনাজপুর যেতে ট্রেনের ভাড়া কত টাকা
লাগে। মূলত রাজশাহী টু দিনাজপুর যাওয়ার জন্য ট্রেনের ভাড়া নির্ধারিত
হয় আপনি কোন আসনে যাবেন এর ওপরে। অর্থাৎ এক একটি আসনের ভাড়া এক এক
রকম। চলুন জেনে নিই বাংলাবান্ধা এক্সপ্রেস এর কোন আসনে যেতে
কত টাকা লাগে।
ট্রেনের আসন | ট্রেনের ভাড়া |
---|---|
প্রথম সিট | ৩২০ টাকা |
প্রথম বার্থ | ৪৮০ টাকা |
শোভন | ২০০ টাকা |
শোভন চেয়ার | ২৪০ টাকা |
এসি সিট | ৪৮০ টাকা |
এসি বার্থ | ৭২০ টাকা |
স্নিগ্ধা | ৪০০ টাকা |
রাজশাহী টু দিনাজপুর অনলাইন টিকিট কাটার নিয়ম
রাজশাহী থেকে দিনাজপুর যাওয়ার জন্য যেমন আমাদের ট্রেনের সময়সূচি ও ভাড়া জানা
জরুরী, ঠিক তেমনি অনলাইনে এর টিকিট কিভাবে কাটতে হয় সেটাও আমাদের জানা
জরুরী।
আমরা যদি রাজশাহী টু দিনাজপুর যাওয়ার অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
সম্পর্কে জানি তবে এটি আমাদের অনেক বেশি সময় বাঁচাবে এবং ঝামেলা থেকে মুক্তি
দিবে। তাই চলুন নিয়ম জেনে নিই।
- প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনে Rail sheba নামক এই অফিশিয়াল অ্যাপটি নামাতে হবে। আপনি চাইলে chrome ব্রাউজার থেকে এর অফিসিয়াল ওয়েবসাইটও ব্যবহার করতে পারেন। ব্রাউজারে গিয়ে eticket.railway.gov.bd লিখে সার্চ দিলে চলে আসবে।
- এরপরে সেখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে একটি একাউন্ট খুলতে হবে। যদি আগে থেকেই খোলা থাকে তবে শুধু লগইন করুন।
- আপনি যেহেতু রাজশাহী টু দিনাজপুর যেতে চান তাই একটি সিলেক্ট করে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের আসন ও এর সময়সূচি ভালোভাবে দেখে নিন।
- এরপরে কতজন যাবেন এটা নির্বাচন করুন এবং আপনি যে আসনে বসে যেতে চান সেটাও নির্বাচন করে দিন।
- এসব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনাকে পেমেন্ট করতে হবে। তাই নির্দিষ্ট পরিমাণে টাকা বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে পরিশোধ করে দিন। আপনার টাকা পরিশোধ করা হয়ে গেলে মোবাইল ফোনে ই-টিকিট চলে আসবে। সেটি সংগ্রহ করে রেখে দিন।
- তবে অবশ্যই আপনি যখন ট্রেনে যাত্রা করবেন তখন সাথে আপনার এনআইডি কার্ডের ফটোকপি রাখবেন। কেননা এটি রাখার জন্য সেখান থেকে পরামর্শ দেই বিশেষ প্রয়োজনে লাগতে পারে এই জন্য।
রাজশাহী টু দিনাজপুর স্টেশনে টিকিট কাটার নিয়ম
রাজশাহী টু দিনাজপুর স্টেশনে কিভাবে টিকিট কাটতে হয় সেটা এখন আমি আপনাকে
জানাবো।কেননা কোনো কারণবশত যদি আপনি অনলাইনে টিকিট কাটতে ভুলে যান কিংবা মিস
হয়ে যায় সে ক্ষেত্রে স্টেশনে টিকিট কাটার নিয়ম জেনে থাকলে সেটা আপনার জন্য
অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। চলুন তাহলে জেনে নিই স্টেশনে কিভাবে
টিকিট কাটবেন।
- স্টেশনে টিকিট কাটার জন্য শুরুতে আপনাকে রাজশাহী রেলওয়ে স্টেশনে যেতে হবে।
- যেহেতু আপনি আপনার গন্তব্যস্থলে যাওয়ার অন্তত পাঁচ দিন আগে থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন সেহেতু যত তাড়াতাড়ি সম্ভব টিকিট সংগ্রহ করতে হবে।
- স্টেশন খোলার পরে আপনি সকাল ৮ঃ০০ টা থেকে ১০ঃ০০ টা পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারবেন। তাই এ সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করার চেষ্টা করুন।
- স্টেশনে টিকিট সংগ্রহ করার জন্য আপনাকে কিছু তথ্য দিতে হবে। যেমন কবে যাবেন, কোথায় যাবেন, কোন আসনে করে যাবেন এবং কয়টা টিকিট নিবেন এইসব তথ্য।
- স্টেশনে আপনাকে ক্যাশ দিয়ে টিকিট নিতে হবে। তবে বিকাশ বা নগদ এর মাধ্যমেও পেমেন্ট নিতে পারে। (Rajshahi to dinajpur trainer somoysuchi janun)
- এরপরে আপনাকে টিকিট দিবে রাজশাহী টু দিনাজপুর এর। টিকিট হাতে পাওয়ার পরে ভালো ভাবে সেটা চেক করে নিন যে সব কিছু ঠিক আছে নাকি। পারলে মোবাইলে ওটার ছবি কিংবা ফটোকপি করে নিন।
- অতঃপর যাদের আপনি রাজশাহী থেকে দিনাজপুর যাবেন সেই দিন ট্রেন ছাড়ার ৩০-৪০ মিনিট পূর্বে স্টেশনে উপস্থিত হন এবং নির্ধারিত সিটে বসুন।
রাজশাহী টু দিনাজপুর কোন ট্রেনে যাওয়া উচিত হবে
রাজশাহী থেকে দিনাজপুর যাওয়ার জন্য কোন ট্রেন আপনার জন্য পারফেক্ট হবে এটা
নির্ভর করবে আপনি কোন সময় যেতে চান। অর্থাৎ আপনি যদি রাজশাহী থেকে
দিনাজপুর রাতে ভ্রমণ করতে চান তাহলে আপনার জন্য বাংলাবান্ধা এক্সপ্রেস বেশি
সুবিধা জনক হবে।
আবার আপনি যদি কম সময়ের মধ্যে যেতে চান, সে ক্ষেত্রে আপনি আন্তঃনগর ট্রেন
ধরে যেতে পারেন। বাংলাবান্ধা ট্রেন মূলত রাত ৯ টা থেকে ২ টার
মধ্যে পৌঁছায়। তাই রাতে যাত্রার জন্য এটা আপনার জন্য উত্তম
হবে। কিন্তু আপনি যদি কম সময়ের মধ্যে যেতে চান তাহলে
আন্তঃনগর ট্রেন আপনার জন্য সুবিধা জনক হবে। এছাড়াও আপনি
আরামদায়ক পরিবেশে যেতে চাইলে স্নিগ্ধা অথবা এসি সিট নিয়ে যেতে
পারেন। তবে আপনার জন্য সবচেয়ে ভালো অপশন হবে বাংলাবান্ধা এক্সপ্রেস
ব্যবহার করা।
রাজশাহী টু দিনাজপুর কেন ট্রেন ভ্রমণ করবেন
রাজশাহী টু দিনাজপুর যাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। কিন্তু রাজশাহী
থেকে দিনাজপুর যাওয়ার জন্য ট্রেন সবচাইতে ভালো বিকল্প বলে আমি মনে
করি। কেননা এটি যেমন আপনার যাত্রা কে সহজ করবে ঠিক তেমনি আপনার অধিক সময়
বাঁচাবে।এছাড়াও আরো বিশেষ কিছু উপকার রয়েছে যেটা আপনি এখন
জানবেন।
আপনি যদি রাজশাহী থেকে দিনাজপুর যাওয়ার জন্য এসি বার্থ অথবা স্নিগ্ধা সিট বেছে
নেন তবে রাতের যাত্রা জন্য এটা আপনার জন্য অনেক বেশি আরামদায়ক হবে। কেননা
আপনি শান্তিতে ঘুমিয়ে থেকেও যেতে পারবেন। এতে যেমন বিভিন্ন রকমের
দুর্ঘটনার ঝুঁকি কম ঠিক তেমনি ট্রেনের ঝাকুনি বা রাস্তার ধুলাবালি থেকে আপনি
মুক্ত থাকতে পারবেন। আবার
এই ট্রেনে যাওয়ার ফলে আপনার খরচ অনেক বেশি কমে যাবে। আপনি ৫-৬ ঘন্টার
আরামদায়ক ভ্রমণ করতে পারবেন শোভন চেয়ারে মাত্র ২৪০ টাকায়। যেটা বাদ
এবং প্রাইভেট গাড়ির তুলনায় অনেক কম। পাশাপাশি আপনি বিভিন্ন রকমের
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যেটা আপনার মধ্যে এক অন্যরকম ভালো
লাগার সৃষ্টি করবে।
রাজশাহী টু দিনাজপুর আরামদায়ক ট্রেন ভ্রমণের টিপস
আপনি যদি রাজশাহী টু দিনাজপুর ট্রেনের সময়সূচী সঠিকভাবে জেনে একটি আরামদায়ক
ভ্রমণ করতে চান তবে আপনাকে বিশেষ কিছু টিপস জানতে হবে। যে টিপস গুলো জানার
পর আপনি যদি মানতে পারেন তবে আপনি আরামে রাজশাহী থেকে দিনাজপুর ভ্রমণ করতে
পারবেন। চলুন সেই কার্যকরী টিপস গুলো জেনে নিই।
- আপনি যদি রাজশাহী টু দিনাজপুর আরামদায়ক ট্রেন ভ্রমণ করতে চান তবে জনপ্রিয় বাংলাবান্ধা এক্সপ্রেস এর টিকিট আগেভাগে বুকিং করে নিতে হবে। নয়তো পরে সমস্যা হলে তখন দুশ্চিন্তায় থাকতে পারেন।
- এরপরে ট্রেনে আরামদায়ক ভ্রমণের জন্য একটি আরামদায়ক সিট নিতে হবে। বিশেষ করে আপনি স্নিগ্ধা বা এসি বার্থ সিট নিতে পারেন। এতে করে আপনি শান্তিতে দিনাজপুর যেতে পারবেন।
- যে সময় ট্রেন ছাড়বে, কমপক্ষে তার ৩০ থেকে ৪০ মিনিট এর মধ্যে স্টেশনে উপস্থিত হওয়ার চেষ্টা করুন। এতে করে ট্রেন মিস যাওয়ার টেনশন থাকবে না। যার ফলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন।
- আপনার নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুশ্চিন্তা এড়াতে প্রয়োজনীয় কাগজপত্র বা এর ফটোকপি সাথে রাখতে পারেন। সেই সব কাগজপত্র গুলো সর্তকতার সাথে কাছে রাখুন।
- ট্রেন ভ্রমণে বের হলে সাথে কিছু হালকা খাবার নিয়ে নিন। এতে করে যেকোনো সময় ক্ষুধা লাগলে সেটা নিবারণ করতে পারবেন। আর মনকে ভালো রাখার জন্য বিনোদনের জন্য কিছু নিতে পারেন।
- আপনি যদি রাতে ভ্রমণ করেন তাহলে আরামদায়ক ঘুমের জন্য ভালো পোশাক সাথে নিন।
রাজশাহী টু দিনাজপুর সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
রাজশাহী টু দিনাজপুর যাওয়ার জন্য সচরাচর কিছু প্রশ্ন আমাদের মনে ঘুরপাক
খায়। রাজশাহী টু দিনাজপুর ট্রেনের সময়সূচী সম্পর্কে কিংবা এর ভাড়া কত
এসব বিষয় ছাড়াও আরো কিছু প্রশ্ন আমাদের থেকে যায়। চলুন তাহলে এক কথায়
জেনে নেই রাজশাহী থেকে দিনাজপুর যাওয়ার জন্য সচরাচর কিছু প্রশ্ন ও
উত্তর।
১। প্রশ্নঃ রাজশাহী থেকে দিনাজপুর কিভাবে যাওয়া উচিত হবে?
উত্তরঃ রাজশাহী থেকে দিনাজপুর যাওয়ার জন্য ট্রেন বাস অথবা অন্যান্য গাড়ি
ব্যবহার করা যেতে পারে। তবে আরামদায়ক ভ্রমণের জন্য আপনি ট্রেনে করে যেতে
পারেন।
২। প্রশ্নঃ রাজশাহী থেকে দিনাজপুর যাওয়ার জন্য যেসব ট্রেন রয়েছে সেসব
ট্রেনের নাম কি কি?
উত্তরঃ রাজশাহী থেকে দিনাজপুর যাওয়ার জন্য বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন
যেমন একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস রয়েছে। পাশাপাশি অধিক সুবিধা
সম্পন্ন বাংলাবান্ধা এক্সপ্রেস রয়েছে।
৩। প্রশ্নঃ রাজশাহী থেকে দিনাজপুর যাওয়ার জন্য ট্রেনে কত সময়
লাগে?
উত্তরঃ প্রেম ছাড়ার পর থেকে সময় লাগে ৫-৬ ঘন্টার
মতো। তবে কিছুটা সময় কম বেশি হতে পারে।
৪। প্রশ্নঃ রাজশাহী টু দিনাজপুর ট্রেনের টিকিট কোথায় পাবো?
উত্তরঃ ট্রেনের টিকেট রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সংগ্রহ করতে
পারেন। এছাড়াও অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে
অনলাইন টিকিট ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন।
৫। প্রশ্নঃ রাজশাহী টু দিনাজপুর ভ্রমণের জন্য কতদিন আগে ট্রেনের টিকিট
কাটা উচিত হবে?
উত্তরঃ আপনি যদি আরামদায়ক ভ্রমণ করতে চান তবে ভ্রমণের ৫-৬ দিন আগে
টিকিট কাটা আপনার জন্য উচিত হবে বলে মনে করি।
৬। প্রশ্নঃ রাজশাহী টু দিনাজপুর বাসে যেতে কত সময় লাগে?
উত্তরঃ আপনি যদি বাসে রাজশাহী থেকে দিনাজপুর যেতে চান তাহলে সময় লাগবে
৫-৭ ঘন্টার মতো। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে কিছুটা সময় কম বেশি হতে
পারে।
৭। প্রশ্নঃ রাজশাহী টু দিনাজপুর ভ্রমণের জন্য কোন সময়
উত্তম?
উত্তরঃ আপনি যদি রাজশাহী থেকে দিনাজপুর ভ্রমণের জন্য এসে যান তবে
শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে যেতে পারেন। কেননা
এই সময় আবহাওয়া সুন্দর থাকে।
সবশেষে আমাদের কিছু কথা
আজকের আর্টিকেল পড়ে আপনি জানতে পারলেন রাজশাহী টু দিনাজপুর ট্রেনের সময়সূচী ও
ভাড়া কত টাকা। এছাড়াও আপনি অনলাইনে এবং স্টেশনে কিভাবে টিকিট কাটবেন এবং
কেন রাজশাহী থেকে দিনাজপুর ট্রেনে ভ্রমণ করবেন এ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়
সম্পর্কে জানতে পারলেন।
আমি আশা করছি রাজশাহী টু দিনাজপুর যাওয়ার জন্য এ সমস্ত লেখনি আপনার জন্য অনেক
কার্যকর হবে। আপনি যদি নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে চান
তাহলে আমাদের এই ওয়েবসাইট ভিজিট
করুন। আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ
আর্টিকেল প্রকাশিত হয়।সবশেষে আপনার যাত্রা শুভ হোক।
হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url