ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় জেনে নিন

ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়? কোন অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে ঝাপসা ছবি খুব সহজে স্পষ্ট করা যায়? আপনি যদি খুব সহজে ঝাপসা ছবি স্পষ্ট করতে চান তবে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। 
ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় জেনে নিন
আমাদের পছন্দের ছবিগুলো আমাদের কাছে একরকম স্মৃতির খনি। কিন্তু সেই ছবিটা যদি ঝাপসা হয় তবে সেটা আমাদের জন্য অনেক বড় একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই আপনি যদি খুব সহজে ঝাপসা ছবি স্পষ্ট করতে চান তবে পুরো আর্টিকেলটি মন দিয়ে পড়ুন। 

পোস্ট সূচিপত্র: ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় 

ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়

ঝাপসা ছবি আমাদের জীবনের মূল্যবান স্মৃতিগুলোর ওপর একটি আবছা পর্দার নেই। কেননা এটি আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে অস্পষ্ট করে। আর এই অস্পষ্ট অর্থাৎ ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় এটি আমাদের জানা উচিত। আমাদের ছবি ঝাপসা হওয়ার পেছনে বিভিন্ন রকমের কারণ রয়েছে। এটি মূলত ক্যামেরার কম্পন, ক্যামেরার ফোকাস কিংবা ছবির নিম্নমানের উপরে নির্ভর করে। 

আপনি যখন কোন ঝাপসা ছবি স্পষ্ট করবেন তখন আপনাকে যে বিষয়ে প্রকাশিত হবে সেটি হচ্ছে সঠিক পদ্ধতি এবং ধৈর্য্য। আর এই ধৈর্যের সাথে মোবাইল ফোনে এবং সফটওয়্যার ব্যবহার করে কিভাবে আমাদের ছবি ঝাপসা থেকে স্পষ্ট করা সম্ভব চলুন এবার জেনে নিই। আপনি যদি নিচের নিয়ম বুঝে সঠিক এডিটিং টুল ব্যবহার করতে পারেন তবে খুব সহজে আপনার ছবি স্পষ্ট করতে সক্ষম হবেন। তো চলুন এবার খুব সহজে আমরা জেনে ফেলি ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়।  

  1. ফোকাস ঠিক রাখাঃ ছবির ফোকাস ঠিক রাখার জন্য ফটোশপ অথবা লাইটরুম ব্যবহার করে ছবির ফোকাস বাড়ান। এতে করে আপনার ছবির স্পষ্টতা বৃদ্ধি পাবে। 
  2. অনলাইন ফ্রি টুল ব্যবহারঃ ঝাপসা ছবি স্পষ্ট করার জন্য বিভিন্ন রকমের ফ্রী টুল ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যদি Pixlr, Fotor বা Canva এর মতো ফ্রী AI টুল ব্যবহার করেন তবে খুব দ্রুত সমাধান পাবেন। 
  3. রং ও কনট্রাস্ট ঠিক করাঃ আপনার ঝাপসা ছবি স্পষ্ট করার জন্য ছবির উজ্জ্বলতা এবং কনট্রাস্ট বাড়িয়ে দিন। এতে করে ছবিটা স্পষ্ট এবং অনেক বেশি আকর্ষণীয় হবে। 
  4. রেজোলিউশন উন্নতি করাঃ ছবির রেজোলিউশন উন্নত করতে আপনি বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহার করতে পারেন। বিশেষ করে Remini ও Enhance ছবির রেজোলিউশন বাড়াতে বেশি কার্যকারী হবে বলে মনে করি।        
  5. মোশন ব্লার দূর করাঃ আপনার ফটোর মোশন ব্লার দূর করার জন্য ফটোশপ ব্যবহার করতে পারেন। এর জন্য ফটোশপে প্রবেশ করে এর "Smart Sharpen" টুল ব্যবহার করুন। 
  6. ফিল্টার যোগ করাঃ ছবির স্পষ্টতা দূর করার জন্য ছবি কিছুটা স্পষ্ট করে বিভিন্ন রকমের ন্যাচারাল ফিল্টার যোগ করতে পারেন। এতে করে আপনার ছবি অনেক আকর্ষণীয় দেখাবে। 
  7. ম্যানুলয়া এডিটিংঃ আপনি যখন আপনার ছবি স্পষ্ট করবেন তখন সেই ছবিটি ক্রপ এবং রিসাইজ করে নিন। এতে করে ছবির ঝাপসা ভাব কমে যাবে। 

ছবি ঝাপসা হওয়ার কারণ কি

আমরা যখন ছবি উঠায় তখন বিভিন্ন কারণে ছবি ঝাপসা হতে পারে। তবে ছবি ঝাপসা হওয়ার একটি প্রধান কারণ হলো ক্যামেরার ফোকাস এর অভাব।যখন আপনি একটি ছবি তুলবেন তখন ক্যামেরার লেন্স একটি নির্দিষ্ট পয়েন্টে ফোকাস করে। আর সেই ফোকাসটি আপনি যদি সঠিকভাবে সেট না করেন তবে আপনার ছবি ঝাপসা হয়ে যেতে পারে। এছাড়াও আমাদের ছবি ঝাপসা হওয়ার 

আরেকটি বড় কারণ হলো আপনি যখন কোন পিক উঠাবেন তখন আশেপাশে কোন বস্তুতে যদি ক্যামেরার ফোকাস পড়ে তবে আসল ছবি ঝাপসা হয়ে যায়। ছবি ঝাপসা হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে ক্যামেরার নড়াচড়া হওয়া। অর্থাৎ ছবি তোলার সময় কোন রকম ভাবে যদি ক্যামেরা নড়াচড়া হয়ে যায় তবে আপনার ছবির ফোকাস নষ্ট হয়ে ছবি ঝাপসা হয়ে যায়। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, ছবি মূলত এসব কারণে ঝাপসা হয়ে থাকে। 

মোবাইল অ্যাপ ব্যবহার করে ছবি স্পষ্ট করার নিয়ম

ছবি আমাদের জীবনের দামি মুহূর্তগুলোকে বিশেষভাবে আঁকড়ে ধরে। তবে সেসব ছবি যদি ঝাপসাই হয় তাহলে আমাদের সেই বিশেষ মুহূর্তের সৌন্দর্য গুলোকে নষ্ট করে দিতে পারে। তার জন্য মোবাইল অ্যাপ ব্যবহার করে ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় সেটা আমাদের জানতে হবে। আর এই বর্তমান সময়ে আপনি খুব সহজেই মোবাইল অ্যাপ ব্যবহার করে একটি ঝাপসা ছবি স্পষ্ট করতে পারবেন।তাহলে চলুন এবার জেনে নিই মোবাইল অ্যাপ ব্যবহার করে ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়।  

১। Remini: 
রিমিনি এক ধরনের এআই চালিত অ্যাপ। যা আপনার ঝাপসা ছবিকে খুব সহজেই পুনরুজ্জীবিত করে দিতে সক্ষম। কেননা এটি স্বয়ংক্রিয়ভাবে ছবি স্পষ্ট করতে ফেস রিকগনিশন টেকনোলজি ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে আপনি এই রিমিনি অ্যাপে কিভাবে কাজ করবেন চলেন জেনে নিই। 

  • প্রথমে রিমিনি অ্যাপ মোবাইলে ডাউনলোড এবং ইনস্টল করে নিন। 
  • এরপরে অ্যাপের ভেতরে প্রবেশ করে একটি একাউন্ট ক্রিয়েট করুন। 
  • অ্যাপের ভেতরের "Enhance" অপশনটি সিলেক্ট করে সেখানে আপনার ঝাপসা ছবিটি আপলোড করুন। 
  • প্রসেসিং শেষ হলে ছবিটি ডাউনলোড করে নিন।
২। Snapseed: 
স্ন্যাপসিড এক ধরনের ফ্রি এবং পেশাদার মানের এডিটিং অ্যাপ। যা ছবির ফোকাস উন্নত করার পাশাপাশি ছবির ব্রাইটনেস ও কনট্রাস্টও উন্নত করে থাকে। তবে এটি একদম ফ্রি মানের এক হওয়ায় সকলে এটি খুব সহজে ব্যবহার করতে পারবে।পাশাপাশি এতে খুব সহজে কাজ করা সম্ভব। এই অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে কাজ করবেন তা জেনে নিন। 

  • প্রথমে স্ন্যাপসিড ডাউনলোড এবং ইন্সটল করে নিন এবং ছবি আপলোড করুন। 
  • এরপরে " Details " টুলে যান এবং সেই টুল থেকে " Structure " এবং " Sharpening " অপশন গুলো বাড়িয়ে দিন। 
  • ছবির ঝাপসা দূর করার জন্য " Tune image " অপশনে গিয়ে কনট্রাস্ট এবং ব্রাইটনেস ঠিক করুন। 
  • অতঃপর কাজ শেষ হলে ছবিটি সেভ করে নিন। 
৩। Adobe Lightroom Mobile: 
বিশেষ করে যারা পেশাদার ফটোগ্রাফার তাদের জন্য এডোবি লাইটরুম মোবাইল অ্যাপটি একটি আদর্শ টুল। কেননা এটি ছবি স্পষ্ট করতে অধিক কার্যকরী। কেননা এটি শার্পনেস ও স্বচ্ছতা অপশন ব্যবহার করে ছবি স্পষ্ট করে থাকে। তাহলে চলুন জেনে নিই এডোবি লাইটরুম মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে ছবি স্পষ্ট করা যায়। 

  • এই অ্যাপটি ওপেন করুন এবং সেখানে ছবি আপলোড করুন।
  • " Detail " সেকশনে যান এবং সেখান থেকে শার্পনেস বাড়িয়ে দিন। 
  • ছবির স্বচ্ছতা বাড়াতে " Effect " ট্যাব থেকে " Clarity " অপশন ব্যবহার করুন। 
  • অতঃপর ছবি সম্পাদন হয়ে গেলে সেটি সেভ করে নিন। 

ফটোশপ দিয়ে ঝাপসা ছবি স্পষ্ট করার টেকনিক

ছবি হচ্ছে আমাদের স্মৃতির প্রতিচ্ছবি। তবে অনেক সময় ক্যামেরার ফোকাস ঠিকমতো না হওয়ার জন্য অথবা আলো কম থাকা বা ক্যামেরার কম্পনের ফলেও ছবি ঝাপসা হয়ে যায়। আর এই ঝাপসা ছবি কিভাবে ফটোশপ দিয়ে স্পষ্ট করা যায় এটাও আমাদের জানা উচিত। কেননা ঝাপসা ছবির জন্য কার্যকরী একটি অন্যতম অ্যাপ হলো ফটোশপ। আর এই ফটোশপ অ্যাপ কিংবা সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ছবি ঝাপসা থেকে স্পষ্ট করা যায় চলুন জেনে নিই। 

১। ফটোশপ এর Smart Sharpen টুল ব্যবহার 
  • ফটোশপের "Filter" মেনু থেকে "Smart Sharpen" অপশনটি সিলেক্ট করুন।
  • এরপরে ডায়ালগ বক্স থেকে "Amount" এবং "Radius" অ্যাডজাস্ট করে নিয়ে ছবি শার্প করুন। 
  • ছবির ডিটেইল বাড়ানোর জন্য "Remove" অপশন থেকে "Gaussain Blur" বা "Lens blur" সিলেক্ট করুন।
২। High Pass Filter ব্যবহার করুন 
  • ছবির একটি লেয়ার ডুপ্লিকেট করুন এবং তারপরে সেটিকে "Overly" মোডে রাখুন। 
  • এরপরে সেখান থেকে "Filter" > "Other" > "High pass" অপশন গুলো সিলেক্ট করুন। 
  • ছবিতে রেডিয়াস বাড়িয়ে ছবির ডিটেলস গুলো স্পষ্ট করুন। 
৩। Camera Raw ফিল্টার ব্যবহার করুন
  • ফাইলে ছবিটি ওপেন করার পরে "Filter" > "Camera Raw filter" অপশনটি সিলেক্ট করুন। 
  • এরপরে "Detail" ট্যাবে গিয়ে "Sharpening" এবং "Noice Reducation" অপশন গুলো এডজাস্ট করে নিন। 
৪। ব্রাইটনেস এবং কনট্রেস্ট উন্নত করা 
  • "Image" মেনু থেকে "Adjustments" > "Brightness/Contrast" সিলেক্ট করুন। 
  • এরপরে ব্রাইটনেস এবং কনট্রাস্ট নিজের মতো করে অ্যাডজাস্ট করে ছবির মান বাড়িয়ে নিন। 
৫। Noice কমিয়ে শার্পনেস বৃদ্ধি করা 
  • ফটোশপে গিয়ে সেখান থেকে "Filter" > "Noice" > "Reduce Noice" অপশন গুলো ব্যবহার করুন। 
  • পাশাপাশি ছবির "strenght" এবং "Sharpen Details" অপশন গুলো বাড়িয়ে ছবি স্পষ্ট করে নিন। 

AI টুল ব্যবহার করে ঝাপসা ছবি স্পষ্ট করার নিয়ম

ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় জেনে নিন
বর্তমানে আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় অবদান হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। কেননা আপনি এই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহারের মাধ্যমে মনের মতো করে পিক এডিট করা থেকে শুরু করে বিভিন্ন রকমের ঝাপসা ছবি খুব সহজে স্পষ্ট করতে পারবেন। কিন্তু কিভাবে? এমন কিছু এআই অ্যাপ এবং সফটওয়্যার রয়েছে যেগুলো ব্যবহার করেই আপনি এই কাজ করতে পারবেন। তবে চলুন সেই অ্যাপ ও সফটওয়্যার এর সাথে পরিচিত হয়ে নি। 

১। Let's Enhance 
এই AI টুল আপনার ছবির রেজোলিউশন বাড়াতে অধিক কার্যকরী। এছাড়াও এটি ছবির ডিটেইল স্পষ্ট করে থাকে। এই টুলটি আপনি যেভাবে ব্যবহার করবেন তা নিচে উল্লেখ করা হলো।  

  • শুরুতে Let's Enhance ওয়েবসাইট এ গিয়ে ফাইল আপলোড করুন। 
  • এরপরে "Enhancement Mode" নির্বাচন করুন। 
  • সবশেষে সম্পন্ন হলে ফাইলটি ডাউনলোড করে নিন। 

২। Pixlr 
এটি অনলাইনের ফ্রি একটি টুল। এই টুল এর বৈশিষ্ট্য হলো এটি ব্যবহার করে আপনার ছবির শার্পনেস ও কনট্রাস্ট উন্নত করতে পারবেন খুব সহজে। যেহেতু এটি একটি ফ্রি এআই টুল তাই আপনি খুব সহজেই এটিকে ডাউনলোড করতে পারেন। এটি কিভাবে ব্যবহার করতে হয় চলুন জেনে নিই। 

  • Pixlr ওয়েবসাইটে যান এবং ঝাপসা ছবিটি আপলোড করুন। 
  • এখন এডিটিং অপশন থেকে "Sharpen" ও "Enhance" ব্যবহার করে ছবি ক্লিয়ার করুন। 
  • সবশেষে ফাইনাল ছবি সেভ করে নিন। 
৩। Canva 
ক্যানভা এআই টুলটি অধিক জনপ্রিয়। কেননা এটি প্রায় অনেকেই ব্যবহার করে থাকে। তবে আপনি এই টুলটি ব্যবহার করার মাধ্যমেও একটি ছবিকে খুব সহজেই স্পষ্ট করতে পারবে। সেটা কিভাবে করা যায় চলুন জেনে নিই। 

  • শুরুতে ক্যানভা টুলটি লগইন করে আপনার ঝাপসা ফটোটি আপলোড করুন। 
  • এরপরে এডজাস্ট অপশনে গিয়ে শার্পনেস ও ব্রাইটনেস বাড়ান। 
  • এবার ছবিটি সেভ করে নিন। 

ভবিষ্যতের প্রযুক্তি এবং এআই ফটোগ্রাফি

প্রযুক্তিগত দ্রুত বিকাশের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে এক অন্যরকম আশ্চর্যমূলক পবিবর্তন এনেছে।যার মধ্যে এআই ফটোগ্রাফি অন্যতম। কেননা এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন এক ধরনের বিপ্লব ঘটিয়েছে। ধারণা করা যায়, ভবিষ্যতে এআই ফটোগ্রাফি এত বেশি উন্নত হবে যে আপনার ছবির মান উন্নত করা, 

বিভিন্ন রকমের ভুল সংশোধন এবং ঝাপসা ছবি স্পষ্ট করার মত কাজগুলো খুব সহজে আপনি করতে পারবেন। যা আপনার ফটোগ্রাফির জন্য অধিক কার্যকরী। এছাড়াও এআই দ্বারা চালিত ক্যামেরা গুলো ব্যবহার করে আমাদের খুব জটিল পরিবেশে কাজ করা সম্ভব হবে। বিশেষ করে কম আলোতে নিখুঁতভাবে ছবি তোলা এবং চলমান অবস্থায় স্পষ্টভাবে ছবি তোলা। ভবিষ্যতে এআই 

জেনারেটিভ টুলের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছেমতো নতুন নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে সক্ষম হবো। পাশাপাশি ছবির সাথে এমন কিছু বস্তু যুক্ত করতে পারবো যা বাস্তবে তোলা সম্ভব হয়নি।তবে অদূর ভবিষ্যতে এআই প্রযুক্তি শুধু ছবি তোলার মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না। বরং এটি আমাদের ছবির বিশ্লেষণ, ফেস রিকগনিশন, এমনকি বিভিন্ন রকমের ডেটা সংগ্রহের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

তাই এ সকল দিক বিবেচনা করে বলা যায়, এআই ফটোগ্রাফি কেবলমাত্র সৃজনশীলতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের স্মৃতিগুলোর গভীরতাও বৃদ্ধি করবে। যেটা প্রযুক্তির সঙ্গে মানবিক সম্পর্কের সংযোগ আরো বেশি সুদৃঢ় করবে। 

ছবি স্পষ্ট করার সময় যে সব বিষয়ে এড়িয়ে চলা উচিত

ছবি ঝাপসা থেকে স্পষ্ট করার কাজটি এক ধরনের সৃজনশীল এবং সংবেদনশীল প্রক্রিয়া। যার জন্য আপনার ছবি ঝাপসা থেকে স্পষ্ট করার সময় অবশ্যই আপনাকে সঠিক কৌশল এবং পদ্ধতি অবলম্বন করতে হবে। ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় এবং কোন নিয়মগুলো মেনে স্পষ্ট করলে ছবির গুণগতমান ঠিক থাকে সেই বিষয় সম্পর্কে আমরা এখন জানবো। যেগুলো আপনার কাজকে আরো সহজ এবং সফল করবে। 

  1. অতিরিক্ত শার্পনেস প্রয়োগ করা থেকে বিরত থাকুন। কেননা এটি আপনার ছবিতে অস্বাভাবিক দাগ বা বিকৃতির সৃষ্টি করতে পারে। 
  2. যেসব ছবিতে কম রেজোলিউশন রয়েছে সেগুলো অতিরিক্ত জুম করে স্পষ্ট করা থেকে বিরত থাকুন।কেননা এটি আপনার স্পষ্ট করার প্রক্রিয়াকে কঠিন করে তুলতে পারে। 
  3. অতিরিক্ত এবং অপ্রয়োজনা ফিল্টার ব্যবহার করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় ফিল্টার ব্যবহারে ছবির প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হতে পারে। 
  4. ফটোশপ বা এআই টুলে ভুল সেটিং ব্যবহার করে ছবি স্পষ্ট করার চেষ্টা করলে ছবির মান খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। 
  5. ছবির ডিটেলস স্পষ্ট করার সময় রং এর ভারসাম্য বজায় রাখুন। কেননা অপ্রয়োজনীয় পরিবর্তন ছবিকে অস্বাভাবিক করে তুলতে পারে। 
  6. ছবি স্পষ্ট করার সময় গুরুত্বপূর্ণ অংশের দিকে বেশি ফোকাস দিন। এডিট করার সময় অপ্রয়োজনে অংশে বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। 
  7. ছবি স্পষ্ট করার জন্য তার আসল ফাইলটির ব্যাকআপ নিয়ে রাখুন। কেননা ছবি স্পষ্ট করার সময় তা ভুল হয়ে গেলে সেটা সংশোধন করা অনেকটা কঠিন হয়ে যায়। 

পুরনো ছবি রিস্টোর করার সেরা কিছু উপায়

ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় জেনে নিন
এমন কিছু পুরনো ছবি রয়েছে যেগুলো আমাদের অনেক পছন্দের এবং সেইগুলোর সাথে আমাদের অতীতের অনেক স্মৃতি জড়িত রয়েছে। আর সেসব ছবিগুলো সময়ের সাথে সাথে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের এমন কিছু সহজ কৌশল ব্যবহার করা উচিত যেগুলোর মাধ্যমে পুরনো ছবিগুলোকে নতুন করে জীবন্ত করে তোলা সম্ভব।

তাহলে চলুন এবার জেনে নিই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে পুরোনো ছবিগুলো খুব সুন্দরভাবে রিস্টোর করা যায়। 

১। ফটোশপ ব্যবহার করুনঃ পুরনো ছবি রিস্টোর করার ক্ষেত্রে স্ক্যান করা ছবিগুলো ফটোশপে নিয়ে সেইগুলো "Sport healing Brush" এই টুলটি ব্যবহার করে বিভিন্ন রকমের দাগ বা ক্ষতিকর অংশগুলো মেরামত করুন। 

২। এআই চালিত টুল ব্যবহার করুনঃ পুরনো ছবি রিস্টোর করার আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে এআই চালিত টুল ব্যবহার করা। সে ক্ষেত্রে "Remini" এবং "Enhance" এর মত টুল ব্যবহার করে আপনি খুব সহজেই স্বয়ংক্রিয়ভাবে ছবির মান উন্নত এবং রং স্পষ্ট করতে পারেন। 

৩। রং পুনরুদ্ধার করুনঃ রং পুনরুদ্ধারের ক্ষেত্রে ফটোশপ বা লাইটরুম এর কালার কারেকশন অপশন ব্যবহার করুন। এতে করে ছবির বিবর্ণ রং পুনরুদ্ধার হয়। 

৪। ছবির উপরের ময়লা সরানঃ ছবির ময়লা বা স্ক্র্যাচ দূর করতে ফটোশপের ফিল্টার, নয়েজ এবং ডাস্ট অ্যান্ড সিক্রেটস অপশন গুলো ব্যবহার করুন। এতে করে ছবির উপরের ময়লা বা স্ক্র্যাচ দূর হয়ে ছবির সৌন্দর্য বৃদ্ধি করে। 

৫। ছবির রেজোলিউশন উন্নত করুনঃ ছবির রেজোলিউশন উন্নত করতে বিশেষ এআই টুল যেমন "Topaz Gigapixel AI" ব্যবহার করুন। কেননা এই এআই টুল ছবির রেজোলিউশন উন্নত করতে সাহায্য করে। 

৬। লাইট এডজাস্ট করুনঃ কোন ছবির উজ্জ্বলতা বাড়ানোর জন্য বিভিন্ন রকমের ফটো এডিটিং সফটওয়্যার এর মধ্যে গিয়ে ব্রাইটনেস এবং কনট্রাস্ট অপশন গুলো ব্যবহার করুন। এগুলো নিয়ম মতো অ্যাডজাস্ট করে ছবির উজ্জ্বলতা বাড়াতে পারেন।

৭। ব্লার সরিয়ে স্পষ্ট করুনঃ ঝাপসা ছবি স্পষ্ট করতে এ আই টুলের ফটোশপে গিয়ে "Sharpen" অপশনটি সিলেক্ট করুন। করে আপনার সেই ছবিটি যদি ব্লার অথবা ঝাপসা হয়ে থাকে তবে সেটা স্পষ্ট হয়ে যাবে।

কম্পিউটার সফটওয়্যার বনাম মোবাইল অ্যাপের তুলনা

বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের সফটওয়্যার এবং মোবাইলের অ্যাপ দুইটারই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।একদিকে যেমন কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে আমরা আমাদের বিভিন্ন রকমের জটিল ও পেশাদার কাজ সম্পন্ন করি, ঠিক তেমনি অন্যদিকে মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন সহজ কাজগুলো যেমন ডিজাইন করা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং ছোটখাটো এডিটিং কাজগুলো করা সম্ভব হয়।

প্রথমত, মোবাইল অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর সহজলভ্যতা এবং বহনযোগ্যতা। যার ফলে আমরা যেকোনো সময়ে, যেকোনো স্থানে মোবাইল অ্যাপ ব্যবহার করার মাধ্যমে কাজ করতে পারি।যেটা কম্পিউটার সফটওয়্যারের ক্ষেত্রে করা কখনো সম্ভব না। উদাহরণ হিসেবে বলা যায়, কোন বিশেষ প্রয়োজনে আমরা আমাদের ডকুমেন্ট সম্পাদন করার জন্য 

গুগল ডক্স ব্যবহার করে থাকি। যেখানে আমরা যদি সেই কাজ কম্পিউটারের মাধ্যমে করি তবে আমাদের আরো বেশি ফিচার নিয়ে কাজ করতে হবে। তবে এটা আমাদের মানতে হবে যে, মোবাইল অ্যাপ সীমিত ফিচার এবং কম পারফরম্যান্স দিয়ে থাকে বলে কম্পিউটারের মতো অতিরিক্ত সুবিধা আমরা পাই না। 


দ্বিতীয়ত, কম্পিউটার সফটওয়্যার বিভিন্ন রকমের পেশাদার এবং গভীর কাজের জন্য উপযুক্ত ঠিকই, কিন্তু এই ডিভাইসটি বড় হওয়ার কারণে আমরা সব সময় এটি বহন করতে পারি না।এছাড়াও কম্পিউটারের সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে এবং মেইনটেন্সের জন্য বিশেষভাবে আমাদের হার্ডওয়ার প্রয়োজন হতে পারে। 

তবে মোবাইল অ্যাপের তুলনায় কম্পিউটার সফটওয়্যার আমাদের জন্য অনেক বেশি ভারসাম্যপূর্ণ।পাশাপাশি এটি আমাদের কাস্টমাইজেশন এর সুযোগ দিয়ে থাকে। সেই ক্ষেত্রে বলা যায়, আপনি আপনার কাজের ধরন এবং প্রয়োজন অনুসারে এই দুইটার মধ্যে সঠিকটা বেঁছে নিয়ে কাজ করতে পারেন। 

আমাদের শেষ কিছু কথা

আমরা ইতোমধ্যে এই আর্টিকেলের মধ্যে আলোচনা করেছে ঝাপসা ছবি কিভাবে আপনি স্পষ্ট করা যায়।এছাড়াও আপনি কিভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে এবং কম্পিউটার সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে একটি ঝাপসা ছবি সুন্দরভাবে স্পষ্ট করবেন সেটা সম্পর্কে খুব সুন্দর ভাবে এই আর্টিকেলে উপস্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এ আর্টিকেলের মধ্যে প্রকাশ করা হয়েছে যা ইতোমধ্যে আপনি পড়ে ফেলেছেন। আপনি যদি কোন ঝাপসা ছবি স্পষ্ট করতে চান তবে উপরোক্ত নিয়ম গুলো মেনে চলুন। 

আমি আশা করছি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন। আপনি যদি নিয়মিত এই ধরনের আর্টিকেল পড়তে চান তবে আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করুন।কেননা এই ওয়েবসাইটে নিয়মিত এ ধরনের আর্টিকেল প্রকাশ করা হয়ে থাকে। এছাড়াও আপনার যদি কোন বিষয়ে জানার বা জিজ্ঞাসা করার থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আপনার সুস্থতা কামনা করছি। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url