দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে
আমরা অনেকেই রয়েছি যারা অর্থ উপার্জনের জন্য বিদেশে গিয়ে থাকি। সে
ক্ষেত্রে আপনি যদি দুবাই থেকে ইতালি যেতে চান তবে এর জন্য আপনাকে কিছু নিয়ম জানতে
হবে। এছাড়াও আপনি যদি জানতে চান দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে তাহলে নিচের
এই আর্টিকেল আপনার জন্যই।
ইতালি মূলত ইউরোপের একটি জনপ্রিয় দেশ। আর এখানে উচ্চ সুযোগ লাভের আশায় অনেক দুবাই
প্রবাসীর ইতালি যেতে আগ্রহ রয়েছে। তার মধ্যে হয়তো আপনিও একজন। যদি আপনি
দুবাই থেকে ইতালি যাওয়ার খরচ এবং এর সমস্ত নিয়ম জানতে চান তবে এ আর্টিকেল
মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে
দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে
আমাদের মধ্যে অনেক প্রবাসী রয়েছে যারা তাদের কাজের মাধ্যমে আরো বেশি উপার্জনের
আশায় এক দেশ থেকে অন্য দেশে যায়। আপনিও হয়তো তার মধ্যে একজন। সেই ক্ষেত্রে
আপনি যদি একজন দুবাই প্রবাসী হন এবং অধিক পরিমাণে উপার্জনের আশায় দুবাই থেকে
ইতালি যেতে চান তবে আপনার এটা জানা উচিত যে ইতালি যেতে কত টাকা খরচ হতে
পারে। তাই চলুন জেনে নিই দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে।
আপনি যে বিমানে করে দুবাই থেকে ইতালি যাবেন সে বিমানের নির্দিষ্ট কিছু বিষয়ের
উপর ভিত্তি করে আপনার খরচ হতে পারে। বিশেষ করে আপনি দুবাই থেকে ইতালি কোন সময়ের ফ্লাইট ধরে যাবেন, সেটার ওপর নির্ভর করে আপনার খরচ। সবকিছু
মিলিয়ে দুবাই থেকে ইতালি যেতে আপনার খরচ হতে পারে
২০,০০০-৩০,০০০ বাংলাদেশী টাকার মতো। যে খরচের মধ্যে আপনি খুব সহজেই
দুবাই থেকে ইতালি যেতে পারবেন।
এছাড়াও আপনি দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য যাত্রীবাহী পানি জাহাজ অর্থাৎ
সামুদ্রিক জাহাজ ব্যবহার করতে পারেন। এতে করে আপনার খরচ কিছুটা বেশি হলেও
আপনি একটি আরামদায়ক ভ্রমণ করতে পারবেন। যাত্রীবাহী সামুদ্রিক জাহাজে
দুবাই থেকে ইতালি যেতে আপনার আনুমানিক ৫ লক্ষ টাকার মতো খরচ হতে
পারে। যেটা বিমানের খরচ এর চায়তে বেশি। তবে আপনার সুবিধা এবং ভালোলাগার
উপর নির্ভর করবে যে আপনি কোন মাধ্যম ব্যবহার করে দুবাই-ইতালি যাবেন।
দুবাই থেকে ইতালি যাওয়ার উপায়
আমরা বিভিন্ন দেশে যাই মূলত ভালো উপার্জন করার জন্য। কিন্তু এমন কিছু দেশ
রয়েছে যে দেশে গিয়ে মনের মত উপার্জন করা সম্ভব হয় না। সেই
ক্ষেত্রে অনেক প্রবাসী ভাই এক দেশ থেকে অন্য দেশে গিয়ে থাকে। তার মধ্যে
যদি আপনিও একজন হন এবং দুবাই থেকে ট্রান্সফার হয়ে ভালো উপার্জনের জন্য
ইতালি যেতে চান তবে এর কিছু উপায় আপনার জানা উচিত। এছাড়াও
আপনার দুবাই থেকে ইতালি যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। তবে তাই হোক
দুবাই থেকে এখানে যাওয়ার কিছু উপায় যদি আপনি জানতে পারেন তবে এটা আপনার জন্য
সহজ হবে। আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন দুবাই থেকে ইতালি যেতে কত
টাকা লাগে। এখন আপনি জানবেন দুবাই থেকে ইতালি যাওয়ার কিছু উপায়
সম্পর্কে।
- দুবাই থেকে ইতালি যাওয়ার সবচেয়ে সহজ উপায় এবং মাধ্যম হচ্ছে বিমান পথে যাওয়া। কেননা আপনি যদি বিমান পথে দুবাই থেকে ইতালি যান তবে সেক্ষেত্রে আপনার সময় এবং খরচ দুইটাই কম হবে। যার ফলে আপনি আরাম করে খুব সহজেই দুবাই থেকে ইতালি ভ্রমণ করতে পারবেন।
- এরপরে আপনি আরও একটি সহজ মাধ্যমে দুবাই থেকে ইতালি যেতে পারবেন। সেটি হচ্ছে ট্যুর এজেন্সি। কেননা ট্যুর এজেন্সের মাধ্যমে আগে থেকেই সবকিছু ব্যবস্থা করা সম্ভব হয়। এর ফলে আপনি খুব সহজেই দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য এর প্যাকেজ কিনে সেখানে যেতে পারবেন।
- দুবাই থেকে ইতালি যাওয়ার আরেকটি উত্তম মাধ্যম হচ্ছে সমুদ্রপথে যাওয়া। আপনি যদি দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য আপনার খরচ কমাতে চান তবে এটি হবে আপনার জন্য ভালো মাধ্যম। কেননা সমুদ্রপথে জাহাজে করে যাওয়ার ক্ষেত্রে আপনার একটু অসুবিধা হলেও এটি আপনার খরচ কমিয়ে দিতে পারে।
দুবাই থেকে ইতালি যেতে যেসব প্রয়োজন
ভালো উপার্জনের আশায় আপনি যদি দুবাই থেকে ইতালি যেতে চান তবে সে ক্ষেত্রে
আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে। আর সেই সব গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া
হয়তো দুবাই থেকে ইতালি যাওয়া সম্ভব হবে না। তাই আপনার ইতালি যাত্রা
নিশ্চিত করার জন্য এইসব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সম্পর্কে
জানুন পাশাপাশি সেগুলো প্রস্তুত করুন দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য।
- ইতালি যেতে আপনার সবচেয়ে যেটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে ইতালি ভিসা। আপনি যখন দুবাই থেকে ইতালি যাবেন তখন অবশ্যই আপনার এর ভিসা থাকতে হবে। কেননা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য ভিসা খুবই গুরুত্বপূর্ণ।
- পাশাপাশি আপনি যে বিমানে করে ইতালি যাবেন সেই বিমানের টিকিট সংগ্রহ করতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই ফ্লাইট এর জন্য একটি কনফার্ম টিকিট বুক করতে হবে।
- এছাড়াও আপনি যখন দুবাই থেকে ইতালি যাবেন তখন আপনাকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে যে আপনি আর্থিক দিক থেকে স্বাবলম্বী আছেন কিনা। কেননা দুবাই থেকে ইতালি ভ্রমণের জন্য আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে তবে সমস্যা হতে পারে।
- সাথে আপনার বৈধ পাসপোর্ট প্রস্তুত রাখতে হবে, পাশাপাশি এটাও খেয়াল রাখবেন পাসপোর্টে যেন কিছু পৃষ্ঠা ফাঁকা থাকে।
- এ সমস্ত জিনিস ছাড়াও আপনার ট্রাভেল ইন্সুরেন্স প্রয়োজন হতে পারে। তাই দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য ট্রাভেল ইন্সুরেন্স অবশ্যই সাথে নিতে হবে।
- কেননা ট্রাভেল ইন্সুরেন্স থাকার ফলে আপনি ইতালি গিয়ে বিভিন্ন রকমের জরুরি সেবা অথবা চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে এটি আপনার অতিরিক্ত খরচ কমাতে সাহায্য করবে। সেখানে গিয়ে আপনি যে হোটেলে থাকবেন অবশ্যই তার প্রমাণপত্র সাথে থাকতে হবে।
দুবাই থেকে ইতালি কত কিলোমিটার
আমাদের অনেকেরই স্বপ্ন বিভিন্ন দেশ কিংবা ইতালি গিয়ে প্রচুর পরিমাণে অর্থ
উপার্জন করা। তার জন্য আমরা যেসব প্রবাসী দুবাই থাকি তাদের অনেকেই
ইতালি যেতে চায় আরো ভালো উপার্জন করার জন্য। তবে দুবাই থেকে ইতালি যাওয়ার
জন্য আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে এর দূরত্ব।
অর্থাৎ দুবাই থেকে
ইতালে কত কিলোমিটার এটা যদি আমরা পূর্বে থেকে জেনে নিই তবে আমাদের যাত্রা
সার্বিক দিক থেকে অনেক সহজ হতে পারে।
তবে একটা কথা জানা উচিত দুবাই থেকে ইতালি আপনি কোন শহরে যাবেন তার ওপর নির্ভর
করে এর দূরত্ব পরিমাপ করা সম্ভব। কিন্তু আমরা যদি এর গড় দূরত্ব ধরি তবে
এটি মূলত ৪,৪৫০ - ৫,০০০ কিলোমিটার। বিষয়টি যদি আপনি আরো ভালোভাবে
বুঝতে চান তবে নিচের মানচিত্র টি দেখুন।
দুবাই থেকে ইতালি কেন যাবেন
আমরা যারা প্রবাসী তাদের প্রায় সকলের মনে একটাই ইচ্ছা। আর সেটা হচ্ছে ভালো কাজ করে অধিক
পরিমানে উপার্জন করা। কি ঠিক বললাম তো? হ্যাঁ। আর এই ইচ্ছার জন্য প্রায়
অধিক সংখ্যক মানুষ বিভিন্ন দেশে যায় অর্থ উপার্জন করার জন্য। তাহলে আপনি কেন দুবাই থেকে ইতালি
যাবেন? এই প্রশ্নের উত্তরেও আমি একটা কথাই বলবো ভালো উপার্জন করার জন্য।
চলুন বিষয়টি সুন্দর ভাবে বুঝানো যাক।
পৃথিবীর দেশগুলোতে বিভিন্ন কাজের মান বিভিন্ন রকম। শুধু তাই নয়, একেক দেশে একেক
কাজের জন্য কম বেশি বেতন দেওয়া হয়ে থাকে। যার জন্য যেই দেশে কাজের মাধ্যমে অধিক
পরিমানে উপার্জন করা সম্ভব ঠিক সেই দেশেই বিভিন্ন প্রবাসী কাজের জন্য গিয়ে
থাকে। ইতালিও এমন একটি দেশ যেখানে কাজের মান ভালো এবং অধিক পরিমাণে
উপার্জন করা সম্ভব। এর ফলে
আপনি যদি দুবাই থেকে ভালো উপার্জন করতে না পারেন তবে সেখান থেকে ইতালি
গিয়ে অধিক পরিমাণে উপার্জন করতে পারবেন। দুবাই থেকে ইতালি যেতে কত টাকা
লাগে এই সম্পর্কে হয়তো আপনি জেনে গেছেন। তাই আপনি আর্থিক দিক থেকে উন্নতি
লাভ করার জন্য দুবাই থেকে ইতালি যেতে পারেন।
ইতালি কাজের বেতন কত
দুবাই থেকে ইতালি যাওয়া সম্পর্কে এতক্ষণে আপনি অনেক তথ্য জানতে
পেরেছেন উপরোক্ত আর্টিকেল থেকে। পাশাপাশি এটাও জেনেছেন দুবাই থেকে
ইতালি যেতে কত টাকা লাগে। তবে এসবের পাশাপাশি আপনার আরও একটি বিষয়
উচিত। সেটা হচ্ছে ইতালি কাজের বেতন কত টাকা পাওয়া যায়।আপনি যদি
দুবাই থেকে ইতালি ভালো ইনকামের জন্য যেতে চান তবে
এ বিষয়টি জানা আপনার জন্য
অত্যন্ত কার্যকরী। ইতালিতে বিভিন্ন কাজের ওপর নির্ভর করে এর বেতন নির্ধারিত হয়। তাই আপনি
যদি কোন ভালো কাজের জন্য ইতালি যেতে পারেন তবে অনেক বেশি ইনকাম করতে
পারবেন। তাহলে চলুন এবার জেনে নিই ইতালি কোন কাজের বেতন কত টাকা।
কাজ | ইতালি টাকা | দুবাই টাকা | বাংলাদেশী টাকা |
---|---|---|---|
সাধারণ কর্মী | ১,০০০-১,২০০ ইউরো | ৪,২০০-৪,৬০০ দিরহাম | ১,৪০,০০০-১,৫৩,০০০ টাকা |
কৃষি কর্মী | ৮০০-২,২০০ ইউরো | ৩,০০০-৮,০৫০ দিরহাম | ১,০২,০০০-২,৬৭,৭০০ টাকা |
রেস্টুরেন্ট কর্মী | ৮০০-২,৫০০ ইউরো | ৩,০০০-৯,৬০০ দিরহাম | ১,০২,০০০-৩,১৯,০০০ টাকা |
ইলেক্ট্রিশিয়ান | ২,০০০-৪,০০০ ইউরো | ৭,৭০০-১৫,৭০০ দিরহাম | ২,৫৫,০০০-৫,১০,০০০ টাকা |
দুবাই থেকে ইতালি ভিসা আবেদন
দুবাই থেকে ইতালি যাওয়ার জন্য আপনার যেই ভিসা প্রয়োজন এটার আবেদন প্রক্রিয়া
সম্পর্কে আপনি কি জানেন? হয়তো তেমন ভাবে জানেন না। দুবাই থেকে ইতালি যাওয়ার
জন্য অবশ্যই আপনার ভিসা লাগবে,
যার জন্য সঠিকভাবে ভিসা আবেদন প্রক্রিয়া আপনার জানা উচিত। তাহলে চলুন জেনে নিই
কিভাবে সহজে ভিসা আবেদন করতে হয় এবং ভিসা আবেদন করতে কি কি প্রয়োজন।
- আপনি যখন দুবাই থেকে ইতালি যাবেন তখন আপনার একটি বৌধ পাসপোর্ট লাগবে। কেননা পাসপোর্ট ছাড়া আপনার ভ্রমণ সম্ভব না। তবে এটা খেয়াল রাখবেন পাসপোর্ট এর মেয়াদ যেনো ঠিক থাকে।
- আপনি কেনো দুবাই থেকে ইতালি যেতে চান এটা নির্ধারণ করে ভিসা তৈরি করুন। কেননা আপনি যেই কাজের জন্য যাবেন আপনাকে সেই ভিসা প্রস্তুত করা লাগবে। যেমন ধরুন কর্মী ভিসা, টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা ইত্যাদি।
- এসব কিছু প্রস্তুত হলে ইতালি যাওয়ার জন্য আবেদন করুন।অনলাইনে আবেদনের জন্য আপনাকে একটি ফ্রম পূরণ করতে হবে যেটা আপনি ইতালির ওয়েবসাইটে পেয়ে যাবেন।
- আবেদন ফ্রম পূরণ করা হয় গেলে আপনার কাছে কিছু কাগজ এবং প্রমাণপত্র চাইবে। তাই সেইসব কাগজ আগে থেকে প্রস্তুত রেখে সময় মতো জমা দিন। কি কি কাগজ প্রয়োজন তা আপনার সুবিধার্থে নিচে উল্লেখ করা হলো।
- নির্দিষ্ট আবেদনপত্র
- পাসপোর্ট এর ফটোকপি
- আপনার পাসপোর্ট সাইজের ছবি
- আপনার ব্যাংক স্টেটমেন্ট
- দুবাইয়ে আপনি যা করতেন তার প্রমাণপত্র
- ভ্রমণের জন্য নির্দিষ্ট বীমা
- ফ্লাইটের টিকিট এবং হোটেল রিসিভ এর প্রমাণপত্র
- দুবাই রেসিডেন্স এর কপি
আমাদের মন্তব্য
দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে এই সম্পর্কে আপনি ইতিমধ্যে
জেনেছেন। এছাড়াও দুবাই থেকে ইতালি যেতে কোন সব কাগজপত্র প্রয়োজন,
কিভাবে এর ভিসা আবেদন করবেন এবং ইতালি কাজের বেতন কত ইত্যাদি সমস্ত
তথ্য খুব ভালোভাবে জানতে পেরেছেন আজকের এই আর্টিকেল থেকে। আপনি যদি
উপরোক্ত সমস্ত নিয়ম মেনে দুবাই থেকে ইতালি যেতে পারেন তবে সেটা আপনার জন্য
অনেক সহজ হবে বলে মনে করি।
এতক্ষণ আর্টিকেল মনোযোগ সহ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি
নিয়মিত এ ধরনের প্রবাস ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে চান তবে এই
ওয়েবসাইট ফলো করুন।এখানে নিয়মিত এ ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা
হয়। এ সম্পর্কিত আপনার মনে যদি কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করে
জানাবেন। পাশাপাশি এই পোস্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url