রাস্তায় নিরাপদে চলাচলের নিয়ম -১০ টি গুরুত্বপূর্ণ নিয়ম

আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে চলাচল করে থাকি। কিন্তু রাস্তাঘাটে নিরাপদে চলাচল করার গুরুত্বপূর্ণ নিয়ম গুলো কি আমরা জানি? হয়তো অনেকেই জানিনা। আপনি যদি রাস্তায় নিরাপদে চলাচলের নিয়ম অর্থাৎ ১০ টি গুরুত্বপূর্ণ নিয়ম জানতে চান তবে এই আর্টিকেল আপনার জন্য। 
রাস্তায়-নিরাপদে-চলাচলের-নিয়ম
দৈনন্দিন জীবনে রাস্তাঘাটে চলাচলের সময় বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে থাকে। আর তাই এসব দুর্ঘটনায় এড়ানোর জন্য রাস্তায় কিভাবে চলাচল করা উচিত এটা আমাদের অবশ্যই জানতে হবে।রাস্তায় নিরাপদে চলাচলের দশটি গুরুত্বপূর্ণ নিয়ম জানতে নিজের আর্টিকেল পড়ুন। 

পোস্ট সূচীপত্রঃ রাস্তায় নিরাপদে চলাচলের নিয়ম

রাস্তায় নিরাপদে চলাচলের ১০ টি গুরুত্বপূর্ণ নিয়ম

রাস্তায় নিরাপদে চলাচলের জন্য সাধারণ কিছু নিয়ম আমরা ইতিমধ্যে জেনেছি। তবে এখন আমি আপনাকে জানাবো আপনি যখন রাস্তায় চলাচল করবেন সেই ক্ষেত্রে কোন দশটি গুরুত্বপূর্ণ নিয়ম আপনাকে মানতে হবে। আপনি যদি রাস্তায় চলাচলে এই দশটি গুরুত্বপূর্ণ নিয়ম জানার পরে মেনে চলেন তবে আপনার কোন রকমের সমস্যা হবে না বলে মনে করি। 

তাহলে চলুন জেনে নিই রাস্তায় নিরাপদে চলাচলের ১০ টি গুরুত্বপূর্ণ উপায়। 
  1. রাস্তা চলাচলে ফুটপাত ব্যবহার করা
  2. রাস্তা পারাপারের সময় জেব্রাক্রসিং ব্যবহার করা
  3. রাস্তায় যানবাহনের গতিরোধ নির্ণয় করা
  4. ট্রাফিক লাইট দেখে রাস্তা পার হওয়া 
  5. মোবাইল ব্যবহারে বিরত থাকা
  6. রাস্তার মাঝখানে না দাঁড়ানো
  7. অচেনা রাস্তা চলাচলে সতর্ক হওয়া
  8. রাস্তায় ধীর গতিতে হাটা
  9. বাচ্চা হলে বড়দের সাহায্যে পার হওয়া
  10. বিপদজনক গাড়িগুলো এড়িয়ে চলা 
আমি আশা করছি আপনি উপরোক্ত দশটি গুরুত্বপূর্ণ নিয়ম খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছেন। আপনি যদি রাস্তায় নিরাপদে চলাচলের নিয়মগুলো মেনে চলতে পারেন তবে যাবতীয় দুর্ঘটনা এড়াতে সক্ষম হবেন সৃষ্টিকর্তা যদি চান। তাই অবশ্যই রাস্তায় চলাচলের সময় উপরোক্ত নিয়মগুলো মেনে চলুন। সাথে আপনি আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। 

রাস্তায় নিরাপদে চলাচলের নিয়ম

রাস্তায় চলাচলের সময় আমাদের অসচেতনতার জন্য আমরা অনেকেই বিভিন্নভাবে দুর্ঘটনার সম্মুখীন হই। যেটা আপনার, আমার কিংবা অন্যের জন্য একটি দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এই সকল দুর্ঘটনা এড়াতে আমাদের উচিত রাস্তায় নিরাপদে চলাচল করার নিয়মগুলো জানা। এখন আপনি জানতে পারবেন রাস্তায় চলাচলের সময় সাধারণত কোনসব ভুলের জন্য 

আমরা দুর্ঘটনার সম্মুখীন হই এবং সেইসব ভুলগুলো এড়িয়ে কিভাবে আমাদের রাস্তায় চলাচল করা উচিত। রাস্তায় চলাচলের সময় আমরা অনেকেই ফোনে কথা বলি।যার কারণে আমাদের মন অন্যদিকে থাকে। আর ঠিক এই সময়ে যদি কোন গাড়ি চলে আসে তবে আমরা সেটা উপলব্ধি করতে পারি না।যার কারণে মূলত দুর্ঘটনা ঘটে। তাই আপনার উচিত হবে রাস্তা পারাপারের সময়

ফোনে কথা বলা থেকে কিংবা গান শোনা থেকে বিরত থাকা। এছাড়াও আমরা অনেকেই রয়েছি যারা মোবাইলে গেমস খেলতে খেলতে রাস্তা পার হয়। আমাদের এমনটি করা মোটেও উচিত না।কেননা রাস্তা পারাপারের সময় অন্যমনস্ক হওয়ার ফলে দুর্ঘটনা বেশি ঘটে থাকে। তাই আপনি যদি রাস্তায় নিরাপদে চলাচলের নিয়ম জেনে রাস্তা পার হন তবে এরকম দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন।  

রাস্তা পারাপারে সতর্ক থাকবো কেন

রাস্তায় চলাচলের সময় বিভিন্ন কারণে আমরা একপাশ থেকে অন্য পাশে গিয়ে থাকি। আর এই পারাপারের সময় অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত। কেননা রাস্তা পারাপারে সতর্ক থাকার মূল কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনা। আপনি যদি সতর্কতার সহিত রাস্তা পার হন তবে বিভিন্ন দুর্ঘটনা এড়াতে পারেন। বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা প্রায় ঘটতে দেখা যায়। 

যার ফলে আমাদের মত অসংখ্য মানুষ আহত এবং নিহত হয়ে থাকে। এছাড়াও রাস্তা পারাপারের সতর্ক থাকার আরেকটি কারণ হচ্ছে ট্রাফিক আইন মেনে চলা। আপনি যদি ট্রাফিক আইন মেনে রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন করেন, তবে এতে যেমন আপনি রাস্তার শৃঙ্খলা বজায় রাখবেন ঠিক তেমনি বিভিন্ন দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারেন। তাই 

রাস্তা পারাপারে সতর্ক থাকুন এবং অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন। আবার আপনি যদি রাস্তায় চলাচলের সময় সতর্ক না হোন এবং ট্রাফিক নিয়ম না মানেন তবে এর জন্য আইনের পক্ষ থেকে আপনাকে জরিপানা অথবা স্বাস্থ্যের ব্যবস্থা করতে পারে। তাই এইরকম সমস্যাগুলোর জন্য অবশ্যই আপনাকে রাস্তা পারাপারে সতর্ক থাকা উচিত। 

রাস্তায় কেন ডান পাশ দিয়ে হাঁটবেন

রাস্তায়-নিরাপদে-চলাচলের-নিয়ম
রাস্তায় চলাচলের সময় ডান পাশ দিয়ে হাঁটলে এর বিশেষ কিছু সুবিধা রয়েছে। দেশের একজন নাগরিক হিসেবে যে সুবিধা গুলো জানা আমাদের উচিত হবে। তাহলে চলুন জেনেই রাস্তায় হাটার বিশেষ কিছু সুবিধা সমূহ। 

  • রাস্তায় ডান পাশ দিয়ে হাঁটার ফলে আপনার বিপরীত দিক থেকে যে গাড়িটি আসবে সেটি আপনি একদম সরাসরি ভাবে দেখতে পাবেন। যার ফলে বিভিন্ন রকমের দুর্ঘটনায় এড়ানো আপনার জন্য সহজ হবে। 
  • রাস্তায় ডান পাশ দিয়ে হাঁটার সময় কোন গাড়ি যদি হুট করে আপনার সামনে চলে আসে তবে আপনি সেটা সরাসরি দেখতে পাবেন এবং মুহুর্তের মধ্যে স্থান পরিবর্তন করতে পারবেন। যা আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। 
  • যখন আপনি কোন বয়স্ক মানুষ অথবা ছোট কাউকে নিয়ে রাস্তা দিয়ে যাবেন তখন ডান পাশ দিয়ে যাওয়াই আপনার জন্য উত্তম হবে। কেননা এতে করে আপনি সেই বয়স্ক মানুষ অথবা বাচ্চাকে নিরাপদে নিয়ে যেতে পারবেন। 
  • অনেক দেশ রয়েছে যে দেশের ট্রাফিক আইনে ডান পাশ দিয়ে হাঁটাচলা করার অনুমতি দিয়ে থাকে। এর কারণ হলো একটাই যেন পথচারী বিভিন্ন রকমের দুর্ঘটনায় এড়াতে সক্ষম হয়। 
  • এছাড়া আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হন তবে ধর্মের মধ্যে উল্লেখ আছে ডান পাশ দিয়ে হাঁটাচলা করা সুন্নত। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তবে সুন্নত পালন করা আপনার জন্য সওয়াবের কাজ। 

রাস্তায় গতিরোধক কেন থাকে

কোন রাস্তায় গতিরোধক থাকার বিশেষ কিছু কারণ রয়েছে। যেসব কারণে রাস্তায় গতিরোধক ব্যবহার করে বিভিন্ন রকমের দুর্ঘটনায় হারানো সম্ভব। রাস্তায় নিরাপদে চলাচলের নিয়ম যেমন আমাদের জানা প্রয়োজন ঠিক তেমনি আমাদের এটাও জানা উচিত রাস্তায় কেন এবং কোন সব কারণে গতিরোধক ব্যবহার করা হয়। তাহলে চলুন বিষয়টি জেনে নিই। 

রাস্তায় গতিরোধক থাকে মূলত বিভিন্ন রকমের দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য। বিশেষ করে স্কুল হাসপাতাল এবং লোকালয় জায়গার মধ্যে এই গতিরোধক বেশি ব্যবহার করা হয়। কারণ হচ্ছে এই সকল জায়গায় বেশি মানুষ চলাফেরা করে। যার জন্য কোন দ্রুতগামী গাড়ি তাদের নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন রকমের দুর্ঘটনার ঘটাতে পারে। তাই এই সকল রাস্তায় গতিরোধক থাকে। 

আবার অনেক রাস্তায় এমন কিছু বিপদজনক বাঁক কিংবা সরু রাস্তা রয়েছে যেখান দিয়ে গাড়ি জোরে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সিডেন্ট করতে পারে। তাই এ সকল রাস্তায় গতিরোধক ব্যবহার করা হয় যেন বিভিন্ন রকমের গাড়ি সতর্কতার সহিত রাস্তা পার হয়ে যেতে পারে। এতে করে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। মূলত এই সকল বিশেষ কারণেই রাস্তায় গত রোধক থাকে। 

রাস্তায় মোটরসাইকেল চালানোর নিয়ম

আমরা প্রায় অনেকেই রাস্তায় মোটরসাইকেল নিয়ে যাতায়াত করি। বিভিন্ন প্রয়োজনে কিংবা কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল আমাদের জীবনের একটি সাথী হয়ে দাঁড়িয়েছে। 
রাস্তায়-মোটরসাইকেল-চালানোর-নিয়ম
তবে রাস্তায় সঠিকভাবে মোটরসাইকেল চালানোর নিয়ম না জানার ফলে আমরা অনেকেই বিভিন্ন কারণে দুর্ঘটনার সম্মুখীন হয়। তাই চলুন এবার খুব ভালোভাবে জেনে নিই রাস্তায় মোটরসাইকেল আমাদের কিভাবে চালানো উচিত। 

  • মোটরসাইকেল চালানোর সময় সর্বপ্রথম যে বিষয়ের ওপরে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে হেলমেট পরিধান। কেননা বিভিন্ন রকমের দুর্ঘটনার ক্ষেত্রে এটি আপনার জীবন বাঁচানোর জন্য সহায়ক হবে।তবে চেষ্টা করবেন চালক এবং যাত্রী উভয়েই হেলমেট পরিধান করার। 
  • মোটরসাইকেল চালানোর সময় গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা উচিত। অনিয়ন্ত্রিত চালানোর ফলে বিভিন্ন রকমের দুর্ঘটনা সম্মুখীন বেশি থাকে। 
  • মোটরসাইকেলে করে নির্দিষ্ট লক্ষ্যে দ্রুত পৌঁছানোর জন্য হঠাৎ লেন পরিবর্তন কিংবা ফুটপাত ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে করে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে।  
  • মোটরসাইকেল চালানো অবস্থায় সব সময়ের জন্য ট্রাফিক সিগন্যাল মেনে চলুন। এতে করে আপনি জরিমানা ও দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবেন। 
  • এক হাতে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন। কেননা এতে করে আপনি ভারসাম্য হারিয়ে এক্সিডেন্ট করতে পারেন। তাই সতর্কতা অবলম্বন করুন। 
  • মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ করে যদি থামা লাগে তবে ব্রেক ধরার ক্ষেত্রে সচেতন হন।অবশ্যই দুই ব্রেক একসাথে চাপুন। নয়তো দুর্ঘটনা ঘটতে পারে। 
  • যদি খারাপ আবহাওয়া কিংবা কোনো কারণে রাস্তায় পিচ্ছিল ভাব হয় তবে সাবধানে গাড়ি চালান। নয়তো গাড়ি পিছলে আপনি পড়ে যেতে পারেন। 
  • রাস্তায় ব্যবহার করা প্রতিটি চিহ্ন সম্পর্কে ভালোভাবে জানুন এবং সেগুলো মেনে গাড়ি চালান। 

রাস্তায় বাস ও ট্রাক চালানোর নিয়ম 

আপনি হয়তো জানেন প্রথমে তো রাস্তায় বাস এবং ট্রাক দুর্ঘটনা ঘটে। কিন্তু কেন? উত্তর হিসেবে আমি বলব অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর জন্যই এমন দুর্ঘটনা ঘটে। তাই আপনি যদি একজন বাস অথবা ট্রাকচালক হন তবে রাস্তায় নিরাপদে চলাচলের জন্য অবশ্যই রাস্তায় গাড়ি চালানোর নিয়ম আপনাকে জানতে হবে। এতে করে যেমন আপনি আইন মেনে চলতে পারবেন ঠিক তেমনি নিজের জীবনের নিরাপত্তা দিতে পারবেন।  

চলুন জেনে নিই রাস্তায় ট্রাক এবং বাস চালানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে। 

  • রাস্তায় বাস ও ট্রাকের মত বড় গাড়ি চালানোর সময় অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স সাথে রাখতে হবে। কেননা বড় গাড়ি চালানো অবস্থায় যেকোনো সময় এগুলোর প্রয়োজন পড়তে পারে।  
  • গতি সীমা মেনে গাড়ি চালান। শহর অঞ্চল এবং হাইওয়েতে ৩০-৮০ কিলোমিটার এর মধ্যে গাড়ি চালান এর বেশি নয়। 
  • কোন গাড়িকে যখন ওভারটেক করবেন তখন অবশ্যই ট্রাফিক নিয়ম, ঝুঁকিপূর্ণ বাধ ইত্যাদি এ সকল বিষয় লক্ষ্য করে গাড়ি ওভারটাকে করুন। 
  • যখন আপনি লং রুটে বাস অথবা ট্রাক চালাবেন তখন অবশ্যই সাথে একটি হেল্পার রাখতে হবে। রাতে গাড়ি চালানোর সময় সামনে স্পষ্ট ভাবে দেখার জন্য ভালো হেডলাইট এবং রিফ্লেক্টর লাইট ব্যবহার করুন। এতে করে দুর্ঘটনার সম্ভাবনা থাকে না। 
  • বিভিন্ন রকমের প্রাতিষ্ঠানিক জায়গা, হাসপাতাল ও কোন নিরব এলাকায় হর্ন বাজানো থেকে বিরত থাকুন। 
  • গাড়ি চালানোর সময় অবশ্যয় কোন ডিভাইস, বিশেষ করে মোবাইল ফোন চালানো থেকে বিরত থাকুন।
  • আপনার গাড়ির কোয়ালিটি ভালো না থাকে কিংবা গাড়িতে কোন রকমের সমস্যা থাকে তবে সেই গাড়ি চালানো থাকে বিরত থাকুন। প্রয়োজনে গাড়ির সমস্যা ঠিক করে গাড়ি চালান। 

রাস্তায় সতর্কবার্তা সম্পর্কে জানুন 

রাস্তায়-নিরাপদে-চলাচলের-নিয়ম
রাস্তায় বিভিন্ন রকমের গাড়ি চালানোর জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। কেননা এই সতর্ক বার্তা সম্পর্কে জানা রাস্তায় নিরাপদে চলাচলের নিয়ম এর মধ্যে পড়ে। রাস্তায় নিরাপদে চলাচলের জন্য কোন সব সতর্কবার্তা আমাদের জানা প্রয়োজন তা এবার জেনে নিই। 

  • ধীর গতিতে চলুনঃ যে সকল স্থানে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে সেসব স্থানে ধীরগতিতে গাড়ি চালান।
  • থামুনঃ রাস্তায় যখন কোন রকমের ট্রাফিক সিগন্যাল অথবা বিপদজনক মোড় থাকে তখন এই স্টপেজ ব্যবহার করা হয়। তাই এই সময় গাড়ি থামিয়ে দিন।  
  • স্কুল এলাকা সাবধানে চালানঃ সামনে কোন স্কুল থাকলে এই স্টপেজ ব্যবহার করা হয়। সুতরাং আপনি যদি কোন স্কুল এরিয়ার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যান তবে অবশ্যই সাবধান হয়ে গাড়ি চালান। 
  • সামনে বাঁকঃ রাস্তায় যদি কোন রকমের বাঁধ থাকে তবে এই স্টপেজের মাধ্যমে সেটি বুঝে দেওয়া হয়।তাই বাঁক দেখে ধীরগতিতে গাড়ি চালান। 
  • বিপদজনক রাস্তাঃ আপনার চলার পথে যদি কোন রকমের ভাঙ্গা অথবা সমস্যা থাকে তবে এই স্টপেজের মাধ্যমে সেটি আপনাকে বুঝিয়ে দেওয়া হয়। তাই এসব রাস্তায় ধীরগতিতে গাড়ি চালান। 
  • বাইক ওভারটেক নিষেধঃ কোন রকমের চিকন অথবা ঝুঁকিপূর্ণ বাদ থাকলে এ সকল রাস্তায় বাইক ওভারটেক নিষেধ করা হয়। তাই নিয়ম মেনে এ সকল রাস্তায় ওভারটেক থেকে বিরত থাকুন। 

আমাদের শেষ কথা 

আপনি আজকের আর্টিকেল থেকে স্পষ্টভাবে জানতে পারলেন রাস্তায় নিরাপদে চলাচলের নিয়ম।কোন দশটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে আপনি রাস্তায় চলাচল করবেন এবং রাস্তায় কিভাবে আমাদের গাড়ি চালানো উচিত এ সমস্ত বিষয় খুব সুন্দর করে আর্টিকেল থেকে জানতে পারলেন। আমি আশা রাখছি আপনি যদি উপরোক্ত সমস্ত নিয়ম গুলো ফলো করে রাস্তায় চলাচল করেন তবে 

বিভিন্ন দুর্ঘটনা এড়াতে পারবেন বলে মনে করি। আজকের আর্টিকেল পড়ার পরে আপনার যদি কোন রকমের প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানান। পাশাপাশি আপনি যদি নিয়মিত এ ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে চান তবে এই ওয়েবসাইট নিয়মিত ফলো করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url