ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকারী উপায়

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকারী উপায় কি? আসলেই কি এটি উদ্ধার করা সম্ভব? আপনি যদি এই বিষয়ে জানতে চান তবে এই আর্টিকেলটি আপনার জন্যই। কেননা বর্তমান এই সময়ে প্রায় প্রতিটি মানুষই ফেসবুক ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে আপনার জানা উচিত একটি পার্সোনাল ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে উদ্ধার করা সম্ভব।
ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকারী উপায়
আমাদের অনেকেরই ফেসবুকে পার্সোনাল একাউন্ট আছে।যেটা থেকে আবার অনেকে আর্নিং ও করে থাকে। তবে বিশেষ করে ফেসবুকের নিরাপত্তা নিয়ে আমরা অনেকেই চিন্তিত। তাই আজকে আমি আপনাকে জানাবো আপনার ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকারী উপায় সম্পর্কে। 

পোস্ট সূচিপত্র: ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকারী উপায় 

ফেসবুক আইডি হ্যাক হলে দ্রুত প্রাথমিক পদক্ষেপ 

বর্তমান এই যুগে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুকের জনপ্রিয়তা ব্যাপক। যার ফলে প্রতিটি ব্যক্তি ফেসবুক ব্যবহার করে থাকে। তার মধ্যে আপনিও একজন যিনি প্রতিনিয়ত ফেসবুক ব্যবহার করেন। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সহ যাবতীয় রকমের কাজ ফেসবুকের মাধ্যমে করা হয়ে থাকে। সেজন্য বলা যায় ফেসবুক আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। 

সেজন্য আমি আজকে আপনাকে জানাবো আপনার ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে প্রথম পদক্ষেপ হিসেবে আপনার কি করনীয়। ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকরী উপায় রয়েছে। কিন্তু ফেসবুক আইডি হ্যাক হওয়ার সাথে সাথে প্রাথমিক পর্যায়ে আপনার কিছু কাজ রয়েছে যেগুলো শুরুতেই আপনাকে করতে হবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে সেই প্রাথমিক পদক্ষেপ গুলো জেনে নিই। 

আপনি যখন বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে ঠিক তখনই সাথে সাথে আপনি প্রথম পদক্ষেপ হিসেবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট দেওয়ার চেষ্টা করুন। সে ক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলো ফেসবুক লগইন অপশনে যান এবং ফরগেট পাসওয়ার্ড অপশনটি ক্লিক করুন। এরপরে সেখানে আপনার ইমেইল অথবা ফোন নাম্বার ব্যবহার করার মাধ্যমে আপনার ইমেইলে অথবা ফোন নাম্বারে একটি কোড যাবে। যেই কোড ব্যবহার করে আপনি নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন। 

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকারী উপায় 

ফেসবুক এক ধরনের সামাজিক যোগাযোগ হওয়ার মাধ্যমে এটি আমাদের জীবনের উপর এক অন্যরকম প্রভাব ফেলেছে।ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে টাকা ইনকাম করা অথবা বিভিন্ন রকমের বন্ধুবান্ধব কিংবা আত্মীয়-স্বজনদের সাথে কথা বলা সহ আরো অনেক রকমের কাজ খুব সহজেই করা সম্ভব হয়। যার জন্য বলা যায় ফেসবুক আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কিন্তু আপনার সেই ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে কি হবে? সেজন্য চলুন আগে জেনে নিই ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকরী উপায় সম্পর্কে। 

আইডি হ্যাক থেকে উদ্ধারের ৬ টি উপায়

  1. পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করা
  2. সন্দেহজনক লগইন চেক দেওয়া
  3. সিকিউরিটি টুল ব্যবহার করা
  4. রিকভারি ইমেইল অথবা ফোন নাম্বার আপডেট করা
  5. ফেসবুকের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করা
  6. ফেসবুকের বিশ্বস্ত কন্টাক্ট ব্যবহার করা
পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করাঃ আপনার যদি ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় তবে এর প্রথম ধাপে আপনাকে ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতে হবে। সেই ক্ষেত্রে আপনি শুরুতেই ফেসবুকের লগইন পেইজে গিয়ে ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন। এরপরে সেখান থেকে আপনার রিকভারি ইমেইল অথবা ফোন নাম্বার ব্যবহার করুন। ব্যবহার করার পরে আপনার ইমেইল অথবা ফোন নাম্বারে একটি পার্সোনাল কোড যাবে যেটা আপনি সেখানে বসিয়ে খুব শীঘ্রই একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিন।

সন্দেহজনক লগইন চেক দেওয়াঃ আপনার মনে যদি সন্দেহ জাগে যে আপনার ফেসবুক কারো একাউন্টে লগইন হয়েছে, তবে সে সন্দেহ কাটাতে আপনি আপনার ফেসবুকের লগইন অ্যাক্টিভিটি চেক করুন। এরপরে যদি সন্দেহজনক কোন অ্যাকাউন্ট দেখতে পান তবে সেই অ্যাকাউন্টটিকে সাথে সাথে রিপোর্ট করে দিন। এরপরে আপনার ফেসবুকে " Settings and privacy " অপশনে গিয়ে সেখান থেকে " Security and Login " অপশনটি সিলেক্ট করুন এবং " Log Out of All Sessions " অপশনটি চালু করে দিন। 

সিকিউরিটি টুল ব্যবহার করাঃ আপনার ফেসবুক অ্যাকাউন্ট কে নিরাপদে রাখার জন্য প্রতিনিয়তই ফেসবুকের সিকিউরিটি চেকআপ টুলটি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসবুক থেকে প্রতিনিয়তই ব্যবহারকারীদের কার্যকলাপে কোনরকম সন্দেহজনক কিছু হলে সেটা সতর্ক করে দেয়।যেটার নোটিফিকেশন ফলো করে আপনি আপনার একাউন্টের সুরক্ষা নিশ্চিত করতে পারেন। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফেসবুকে নিরাপত্তাতে আপনার সিকিউরিটি টুল ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ। 

রিকভারি ইমেইল অথবা ফোন নাম্বার আপডেট করাঃ আপনি আপনার ফেসবুক একাউন্ট কে হ্যাক থেকে বাঁচাতে ফেসবুকের 'অ্যাকাউন্ট সেটিং' থেকে 'পার্সোনাল ইনফরমেশনে' প্রবেশ করুন।এরপরে যদি আপনি সেখান থেকে আপনার রিকভারি ইমেল অথবা নাম্বার এর কোন রকমের পরিবর্তন দেখতে পারবেন তবে যত দ্রুত সম্ভব সেগুলো আপডেট করে ফেলুন।কেননা ফেসবুক হ্যাকার আপনার রিকভারি ইমেইল অথবা ফোন নাম্বার চেঞ্জ করে দিতে পারে। 

ফেসবুকের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করাঃ আমরা ইতোমধ্যে ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের চারটি কার্যকরী উপায় সম্পর্কে জেনে গেছি। এ চারটি উপায় যদি কোনোভাবে কাজ না করে তবে আপনি ফেসবুকের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। অতঃপর তাদের সাহায্য নিয়ে আপনি রিপোর্ট করুন। তার জন্য আপনাকে 'রিপোর্ট এ লগইন ইস্যু' এর জন্য একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে সাথে বৈধ কোন ডকুমেন্ট জমা দিতে হবে। কেননা এসব ফেসবুক সিকিউরিটি টিমকে দ্রুত সমাধান করতে সাহায্য করবে। 


ফেসবুকে বিশ্বস্ত কন্টাক্ট ব্যবহার করাঃ আপনি আপনার ফেসবুকের নিরাপত্তার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে ট্রাস্ট কন্টাক্ট অথবা বিশ্বস্ত কন্টাক্ট ফিচারটি ব্যবহার করতে পারেন। কেননা এর ফলে যা সুবিধা হবে, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করতে না পারেন তবে আপনার আগে থেকে নির্ধারণ করা বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে রিকভারি করতে সংগ্রহ করার মাধ্যমে আপনার আইডির পুনরুদ্ধার করতে পারবেন। যেটা অতি দ্রুত আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। 

কেনো ফেসবুক আইডি হ্যাক হয় 

আপনার অনেকের মনে হয়তো এ প্রশ্নটা আসতে পারে যে ফেসবুক আইডি কেন হ্যাক হয়? মূলত ফেসবুক আইডি হ্যাক হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। আর সেই সব কারণের মূল উদ্দেশ্য হলো আপনার ব্যক্তিগত তথ্যের উপর আঘাত হানা।তবে আমরা ইতোমধ্যে ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকারী উপায় সম্পর্কে জানতে পেরেছি। তাই এখন আমরা জানবো ফেসবুক আইডি কেন হয় এবং এটি হ্যাক হওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে। 

  • প্রথমতঃ আমি বলবো আপনার ফেসবুকে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেগুলো হ্যাকাররা কয়েকবার ট্রাই করতেই খুব সহজেই পাসওয়ার্ড পেয়ে যায়। 
  • দ্বিতীয়তঃ আপনি খেয়াল করে দেখবেন অনেক সময় আপনার ফোনে ইমেইল অথবা একটি মেসেজের মাধ্যমে একটি লিংক আসে। সেটার ভেতরে যদি আপনি ক্লিক করেন তবে আপনার সব তথ্য হ্যাকারদের হাতে চলে যায় এবং আপনার একাউন্ট হ্যাক হয়। 
  • তৃতীয়তঃ আপনি যদি কোন রকমের পাবলিক ওয়াইফাই ব্যবহার করে থাকেন তবে এর ফলে হ্যাকাররা খুব সহজেই আপনার তথ্য চুরি করতে সক্ষম হয়। বিশেষ করে এটি আপনার ফেসবুকের লগইন তথ্য চুরি করে এবং আপনার ফেসবুকে হ্যাক করে থাকে। 
  • চতুর্থতঃ আপনি যদি ফেসবুক লগইন দিয়ে বিভিন্ন রকমের উল্টাপাল্টা অথবা থার্ড পার্টি অ্যাপে প্রবেশ করেন তবে সেই অ্যাপটি ভুয়া হওয়ার কারণে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। 
  • পঞ্চমতঃ আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোন পুরনো ফোনে লগইন করেন এবং সেখান থেকে যদি লগআউট না করেন তবে এর ফলে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কেননা অন্য কেউ সেই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যায়। 

যে কাজটি করলে আইডি সুরক্ষিত রাখা সম্ভব 

বর্তমানে সময়ে ফেসবুক কেবলমাত্র আমাদের জন্য একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং এটি আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ওপর অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সেজন্য ফেসবুকের নিরাপত্তা আমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ।কিভাবে ফেসবুক আইডি সুরক্ষিত রাখা সম্ভব সে সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা ইতোমধ্যে জেনে গেছি ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকারী উপায় সম্পর্কে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে এখন জেনে নিই কিভাবে ফেসবুক আইডি সুরক্ষিত রাখা সম্ভব। 

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারঃ আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রথমে আপনার করণীয় কি? সেটা হয়তো আপনিই তো আমাদের বুঝে গেছেন। তবে হ্যাঁ, আপনার ফেসবুক একাউন্টে নিরাপত্তার জন্য প্রথমে আপনাকে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তার জন্য বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর পাশাপাশি বিভিন্ন ধরনের বিশেষ চিহ্ন ব্যবহার করুন।এতে করে হ্যাকার খুব সহজে ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না। 

সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকাঃ ফেসবুকে অথবা আপনার ইমেইল কিংবা মেসেজে কোন রকমের লিংক কেউ যদি দেয় এবং সেটা যদি কোন রকমের সন্দেহজনক মনে হয় তবে কখনোই সেই লিংকে প্রবেশ করবেন না।কেননা আপনি যদি সেই লিংকে প্রবেশ করেন তবে হ্যাকাররা আপনার ফেসবুকে অ্যাকাউন্টের সমস্ত তথ্য পেয়ে যাবে। যার ফলে খুব সহজে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিতে তারা সক্ষম হবে। 

রিকভারি অপশনটি সক্রিয় রাখাঃ আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক থেকে এড়াতে নিয়মিত আপনার ফোনের রিকভারি ইমেইল অথবা ফোন নম্বর আপডেট করুন। এর ফলে এগুলো যদি সঠিক থাকে তবে আপনার আইডি যদি কোন ভাবে হ্যাকাররা হ্যাক করে নেই সেই ক্ষেত্রে আইডি পুনরুদ্ধারে সহজ হবে।

ফেসবুকের নিরাপত্তা এলার্ট চালু রাখাঃ আপনি যখন সবসময় এর জন্য আপনার ফেসবুকের সিকিউরিটি এলার্ট অথবা নিরাপত্তা এলার্ট অন রাখবেন তখন এর ফলে কেউ যদি আপনার একাউন্টে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করে তবে আপনার ফোনে একটা সিকিউরিটি এলার্ট নোটিফিকেশন আসবে। যেটা আপনার ফোনে অন রাখা খুবই কার্যকরী।  

নিয়মিত পাসওয়ার্ড চেঞ্জ করাঃ ফেসবুক একাউন্ট হ্যাকিং থেকে রক্ষা করতে আরেকটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী উপায় হলো নিয়মিত পাসওয়ার্ড চেঞ্জ করা। কেননা আপনি যখন নিয়মিত আপনার একাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করবেন এর ফলে হ্যাকাররা কখনোই আপনার একাউন্ট হ্যাক করতে পারবে না। এর কারণ হলো কখনই তারা আপনার পাসওয়ার্ডের নিশ্চয়তা পাবে না।

ফেসবুক যে কাজটি ভুলেও করা উচিত নয় 

ফেসবুক এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম এটা আমরা সবাই জানি। আর যার ফলে ফেসবুকে আমরা বিভিন্ন রকমের কাজ থেকে শুরু করে সকলের সাথে যোগাযোগ করে থাকি। তবে একটা কথা মনে রাখতে হবে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। ফেসবুকের এমন কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের ভুলেও করা উচিত নয়।কেননা এসব কাজ করার ফলে আইডি হারানোর বা আরো অন্যরকমের সমস্যার সম্ভাবনা থাকতে পারে। তাই আমাদের পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে। 

সতর্কতা ১ঃ আপনি ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করার ক্ষেত্রে দেখবেন বিভিন্ন রকমের অপরিচিত ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার কাছে আসে। সেই ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। বিশেষ করে তার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার আগে ভালোভাবে তার প্রোফাইল চেক করে নিবেন। এরপরে ওই অপরিচিত ব্যক্তির প্রতি আপনার যদি কোন রকমের সন্দেহ জাগে তবে তার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করা থেকে দূরে থাকুন। কেননা সেই অপরিচিত ব্যক্তি আপনার প্রোফাইলের বিভিন্ন রকমের তথ্যের খারাপ ব্যবহার করতে পারে। কিংবা বিভিন্নভাবে আপনার সাথে প্রতারণা করতে পারে। 

সতর্কতা ২ঃ অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন আপনার ফেসবুকের মেসেঞ্জারে অথবা ইমেইলে বিভিন্ন রকমের লিংক এসে থাকে। আসলে এই লিংকটি কে পাঠায় আপনি কিন্তু সঠিক ভাবে জানেন না। যদি দেখেন যে অপরিচিত কেউ লিংকটি আপনার সাথে শেয়ার করেছে তবে অবশ্যই সেটা ইগনোর করুন। কেননা আপনি এই লিংকে প্রবেশ করার সাথে সাথে হ্যাকাররা আপনার সমস্ত এক্সেস পেয়ে যাবে। যার ফলে খুব সহজেই আপনার আইডি তারা হ্যাক করে নিবে। তাই অবশ্যই এরকম কোন লিংক এসে থাকলে সচেতন থাকবেন। 

সতর্কতা ৩ঃ ফেসবুক প্ল্যাটফর্ম যেহেতু এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম, তার জন্য আপনি আপনার বন্ধু অথবা পরিচিত জনদের সাথে সেই খানে সংযুক্ত থাকতে পারেন এটাই স্বাভাবিক। তাই বলে সেখানে আপনি কখনো আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না। বিশেষ করে আপনার ফোন নাম্বার, বাড়ির ঠিকানা কিংবা আপনার ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য ফেসবুকে শেয়ার করা থেকে বিরত থাকুন। কেননা এতে করে বেকাররা অনেক সুযোগ-সুবিধা পেয়ে যায়। যার ফলে পরবর্তীতে এসব তথ্য চুরি করে আপনাকে আর্থিক প্রতারণার ফাঁদে ফেলতে পারে। 

ফেসবুকের সিকিউরিটি টিমের সাথে যোগাযোগ করার উপায় 

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকারী উপায়
আপনি হয়তো এটা ভাবছেন আপনার অ্যাকাউন্ট যদি কোনোভাবে সমস্যার সম্মুখীন হয় তাহলে আপনি ফেসবুক সিকিউরিটি টিমদের সাথে কিভাবে যোগাযোগ করবেন? অথবা আপনার একাউন্টে হয়তো কোন সমস্যা হয়েছে যার জন্য আপনি ফেসবুক সিকিউরিটি টিমের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন। কেননা ফেসবুকে যাবতীয় সমস্যায় ফেসবুক সিকিউরিটি টিমের মাধ্যমে অনেক সাহায্য পাওয়া যায়। কিন্তু কিভাবে যোগাযোগ করতে হয় সেটা আপনার জানা নেই। তাহলে চলুন ঝটপট বিষয়টি জেনে ফেলি। 

  • ফেসবুকের অফিসিয়াল সাহায্য কেন্দ্র অর্থাৎ (Help center) যাবতীয় সমস্যার জন্য ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে আপনি সিকিউরিটি টিমদের সাহায্য নিতে পারবেন। 
  • আপনার ফেসবুকে যদি কোন সমস্যা দেখা দেয় তবে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে যান। এরপরে সেখান থেকে হেল্প এবং সাপোর্ট এবং সেখান থেকে রিপোর্ট এ প্রবলেম এ গিয়ে আপনার সমস্যার বিস্তারিত বিবরণ লিখে জমা দিন। 
  • আপনার আইডি যদি লগইনের সমস্যা অথবা হ্যাকিংয়ের সমস্যা দেখা দেয় তবে সেই ক্ষেত্রে ফেসবুকের নির্ধারিত ফর্ম পূরণ করুন এবং জমা দিন। এতে করে ফেসবুক সিকিউরিটি টিমদের সহায়তা পাবেন। 
  • ফেসবুক সিকিউরিটি টিম দেন সহায়তা পাওয়ার জন্য তারা যদি আপনার পরিচয় পত্র অথবা পাসপোর্ট চায় তবে সেইগুলোর কপি জমা দিন। 
  • ফেসবুক সিকিউরিটি টিমদের ইমেইল (Email protected) নির্দিষ্ট সময়ের জন্য আপনি ব্যবহার করতে পারেন। তার জন্য আপনাকে নিশ্চিত হতে হবে যে এটা ফেসবুক সিকিউরিটি টিমদের ইমেইল। 
  • নিয়মিত ফেসবুকের অফিশিয়াল আপডেট গুলো ফলো করুন। এতে করে আপনি ফেসবুকে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে পারেন। 

ভবিষ্যতে পাসওয়ার্ড ব্যবস্থাপনা করার নিয়ম

আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকারী উপায় সম্পর্কে। তবে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের একটি বড় অংশ অনলাইন একাউন্টের মাধ্যমে পরিচালিত হয়। তাই আমাদের সেই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের জন্য অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনার একাউন্টে যদি আপনি দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন তবে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট হ্যাকিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তবে চলুন জেনে নিই ভবিষ্যৎ পাসওয়ার্ড ব্যবস্থাপনা নিয়ম কানুন। 

পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারঃ অনেক সময় খেয়াল করে দেখবেন আপনি আপনার একাউন্টের জন্য অত্যন্ত শক্তিশালী একটা পাসওয়ার্ড ব্যবহার করার পরে সেটি ঠিকভাবে মনে রাখতে পারেন না। আর এই সমস্যার সমাধান হিসেবেই পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের ফলে আপনার দেওয়া সেই শক্তিশালী পাসওয়ার্ড সেখানে সেভ হয়ে থাকে। যার জন্য আপনি যদি পরক্ষণে পাসওয়ার্ড ভুলেও যান তবে এর সাহায্যে আপনি খুব সহজে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। 

শক্তিশালী পাসওয়ার্ড তৈরিঃ আপনার পাসওয়ার্ড ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্ব প্রথমে আপনাকে যেটার উপর গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড। কেননা আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে আপনার একাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। উদাহরণস্বরূপ পাসওয়ার্ডটি এমন হতে পারে, ($@pAssWArd%#$@) । আপনি যদি আপনার গুরুত্বপূর্ণ একাউন্টের জন্য এরকম পাসওয়ার্ড নির্ধারণ করে থাকেন তবে হ্যাকাররা কখনোই আপনার পাসওয়ার্ড সম্পর্কে ধারণা নিতে পারবে না। তবে একই পাসওয়ার্ড কয়েকটি অ্যাকাউন্টে ব্যবহার করা উচিত নয়। 

নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনঃ আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা শুধুমাত্র শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা কিংবা পাসওয়ার্ড ম্যানেজিং ব্যবহার করার মধ্যে সীমাবদ্ধ নয়। অ্যাকাউন্টের নিশ্চয়তার জন্য নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করাও অনেক গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আপনি যদি প্রতি তিন থেকে ছয় মাস পরপর পাসওয়ার্ড চেঞ্জ করেন তবে এর ফলে আপনার অ্যাকাউন্ট অনেক বেশি সুরক্ষিত থাকবে। যার জন্য আপনার পূর্বের পাসওয়ার্ড কেউ পেয়ে গেলেও কখনোই আপনার একাউন্টে প্রবেশ করতে পারবে না। 

অচেনা ডিভাইস থেকে লগইন প্রতিরোধ করার উপায় 

বর্তমান এই ইন্টারনেটের যুগে বিশেষ করে ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা বর্তমান সময়ের হ্যাকাররা এত বেশি স্মার্ট যে বিভিন্ন ছোটখাটো মাধ্যম থেকেই ফেসবুক হ্যাক করতে সক্ষম হচ্ছে। আর সেই জন্য আমাদের অ্যাকাউন্ট গুলোর সুরক্ষা নিশ্চিত করতে কিছু কার্যকরী পদক্ষেপ আমাদের গ্রহণ করা অত্যন্ত জরুরী। তাই অচেনা ডিভাইস থেকে লগইন প্রতিরোধ উপায় করা সম্পর্কে আমরা এখন জানবো। 

আপনার ফেসবুক একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুই স্তরীয় যাচাইকরন চালু রাখা জরুরী।কেননা এটি ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইনের সময় অতিরিক্ত কোড ব্যবহার বাড়ান যেইটা শুধুমাত্র আপনার ফোন নাম্বারে অথবা ইমেইলে পাওয়া সম্ভব। এছাড়াও আপনার ফোনের সিকিউরিটি এন্ড লগইন অপশনটি চালু রাখুন। যেটার মাধ্যমে কোন ডিভাইস থেকে আপনার একাউন্ট লগইন করার ক্ষেত্রে যেন আপনার ফোনে মেসেজ আসে। 

যদি আপনি খেয়াল করেন যে আপনার অ্যাকাউন্ট অন্য কোন ডিভাইস থেকে লগইন হয়ে গেছে তাহলে সেই লগইন কোথা থেকে হয়েছে সে লোকেশনটা চেক করুন। কিমবা আপনি যদি কারো ফোন থেকে আপনার অ্যাকাউন্ট লগইন করে থাকেন তবে ব্যবহার শেষে অবশ্যই সেটা লগ আউট করে দিবেন।নয়তো আপনার একাউন্টের ঝুঁকি বাড়তে পারে। তবে আপনার যদি কোন নির্ভরযোগ্য ডিভাইস থাকে তবে সেখান থেকে "Remember me" অপশনটি চালু রাখুন। 


আপনি যদি কোন অচেনা ডিভাইস থেকে আপনার একাউন্ট লগইন রোধ করতে চান তবে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন। সাথে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন যে এটা খুব সহজেই কেউ ধারণা করতে না পারে। এছাড়াও যদি কোন সন্দেহজনক লিংক আপনার কাছে আসে তবে সেটা এড়িয়ে চলুন। আপনি যদি এ নিয়মগুলো খুব সুন্দর ভাবে মেনে চলতে পারেন তবে আপনার অ্যাকাউন্ট অচেনা ডিভাইস থেকে লগইন হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। 

যেভাবে ফেসবুক ডেটা ব্যাকআপ রাখা উচিত 

ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকারী উপায়
ফেসবুক প্ল্যাটফর্ম যে আমাদের জন্য একটি সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু এমনটি নয়, বরং এটি আমাদের জীবনের মূল্যবান মুহূর্তগুলো সংরক্ষিত করে রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কেননা ফেসবুকে বিভিন্ন রকমের ছবি, ভিডিও অথবা বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। তবে ফেসবুকে এসব ডেটা ব্যাকআপ রাখার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। যেগুলো করার মাধ্যমে খুব সহজে ফেসবুকে বিভিন্ন রকমের তথ্য সংরক্ষণ করা সম্ভব। তো চলুন ফেসবুকে ডেটা কিভাবে ব্যাকআপ রাখতে হয় সেটা জেনে নিই। 

  • শুরুতেই আপনি আপনার ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে ফেসবুক একাউন্টটি লগইন করে নিন। 
  • এরপরে আপনার ফেসবুকের "Settings & privecy" অপশনটি সিলেক্ট করে সেখানে ক্লিক করুন। 
  • এরপরে আপনার সমস্ত ডাটা সম্পর্কিত বিকল্পগুলো খুঁজে পেতে সেটিংসে গিয়ে "Your Facebook Information" নামে এই সেকশনে প্রবেশ করুন। 
  • অতঃপর সেই সেকশন থেকে "Download your information" এ ক্লিক করুন এবং আপনার পছন্দের ডাটা গুলো ব্যাকআপ নেওয়ার জন্য সেগুলো নির্বাচন করুন। 
  • সেখান থেকে ছবি, ভিডিও কিংবা আপনার প্রয়োজনীয় তথ্যগুলো চেক করে নিন এবং আপনার ব্যাকআপ ডাটা গুলো কোন ফরমেটে চান সেটা নির্ধারণ করুন। 
  • সবকিছু যদি ঠিকঠাক ভাবে হয়ে যায় তবে "request a download" বাটনে ক্লিক করুন। এরপরে যদি ফেসবুক ডাটা প্রসেসিং হয় তাহলে খেয়াল করে দেখবেন আপনার ইমেইলে একটি মেসেজ গেছে। 
  • মেসেজটি পাওয়ার পরে ফেসবুক থেকে ডাউনলোড লিংক ব্যবহার করে সম্পূর্ণ ফাইলটি সেভ করে নিন। 
  • এরপরে সেই সেভ করা ডাটাটি হার্ডড্রাইভ অথবা ক্লাউড স্টোরের মত নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। 

আমাদের কিছু মন্তব্য 

আমি আশা করি আপনি এতক্ষণে ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকারী উপায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে গেছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি আপনি এই আর্টিকেলের মাধ্যমে জানতে পেরেছেন যে, কিভাবে ফেসবুকের সিকিউরিটি টিমের সাথে যোগাযোগ করা সম্ভব, কোন কাজ করলে ফেসবুক আইডি সুরক্ষিত রাখা সম্ভব, এছাড়াও ভবিষ্যতে পাসওয়ার্ড ব্যবস্থা করার নিয়ম এর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। যা আপনার জন্য অধিক কার্যকরী হবে। 

তবে আপনি যদি উপরের সমস্ত নিয়মের সাথে ফেসবুক আইডি হ্যাক হলে উদ্ধারের ৬ টি কার্যকারী উপায়গুলো খুব সুন্দর ভাবে মেনে চলতে পারেন তবে আপনার আইডি কখনোই হ্যাক হবে না। আপনি যদি এইরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়মিত পড়তে চান তবে এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। কেননা এই ওয়েবসাইটে নিয়মিত এ ধরনের আর্টিকেল সহ আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়ে থাকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

হ্যাপিনেস ভ্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url